ইউটিউব মূলত ভিডিও ভিউ হিসাব করে টাকা দেয় না। একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ
হওয়ার সময় ভিডিওতে কি পারিমান বিজ্ঞাপন শো হচ্ছে ও সেই বিজ্ঞাপনে ভিউয়াররা কি পরিমান ক্লিক
করছে এবং বিজ্ঞাপন কতক্ষণ দেখছে বা কতটুকো দেখার পর স্কিপ করছে সেটিসহ আরো কিছু
আনুষাঙ্গিক বিষয় হিসাব করে ইউটিউব টাকা দিয়ে থাকে।
সেই সাথে একটি চ্যানেলের ভিডিওতে কি পরিমান বিজ্ঞাপন শো হবে, বিজ্ঞাপনের ক্লিক রেট কত হবে
এবং বিজ্ঞাপন ভিউ রেট কত হবে ইত্যাদি বিবেচনা করে সাধারণত ইউটিউব একজন ইউটিউবারকে
টাকা পরিশোধ করে থাকে।
আরো জানুন: ফেসবুক থেকে ব্লগে ট্রাফিক আনার বিভিন্ন ধাপ সর্ম্পকে আলোচনা
সাধারণত আপনি দেখে থাকেন যে, ইউটিউবে ভিডিও দেখার সময় সবসময় ভিডিওতে বিজ্ঞাপন শো
করে না। একই চ্যানেলের একই ভিডিওতে কখনো কখনো বিজ্ঞাপন শো করে আবার কখনো কখনো
বিজ্ঞাপন শো করে না। এই বিষয়টি মূলত ভিডিও এর বিষয়বস্তু, ভিডিও কোয়ালিটি, ভিডিও এর
কিওয়ার্ড, ভিডিওটি কোথা থেকে বা কোন দেশ থেকে দেখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি’র উপর ডিপেন্ড এর
বিজ্ঞাপন কম বেশি হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলোতে বেশি বেশি
বিজ্ঞাপন ও বেশি দামের বিজ্ঞাপন শো হয়ে থাকে। এ জন্য টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল এর
আয় সবচেয়ে বেশি হয়ে থাকে।
ইউটিউবে আয়ের হিসাব বিষয়ে আলোচনা:-
ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় বা ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় সেটা
সঠিকভাবে কোন ইউটিউবার বলতে পারবে না বা এই হিসাবটি সঠিকভাবে কেউই মিলাতে পারবে না।
কারণ আমি আগেও বলেছি আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে,
সবসময় ভিডিওতে বিজ্ঞাপন শো হয় না। সেই ক্ষেত্রে একটি ভিডিও ১০০০ বার দেখার পরেও যদি কোন বিজ্ঞাপন শো না হয় তাহলে সেই ১০০০ ভিউ থেকে ইউটিউব কোন টাকা দেবে না।
আরো জানুন: ১০টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া, যা আপনার কাজ করতে সাহায্য করবে।।
আবার এমনো হয় যে, একটি ভিডিও ১০০০ বার দেখার পর ৫০০ বার বিজ্ঞাপন শো হয়েছে। এই ক্ষেত্রে
দেখা যাবে ৫০০ ভিউ এর জন্য আপনি ৫-৬ ডলার ইনকাম করে ফেলেছেন। আবার কোন কোন ক্ষেত্রে
দেখা যাবে ১০০০ ভিউ হওয়ার সত্বেও ভিডিওতে মাত্র ৫০ টিরও কম বিজ্ঞাপন শো হয়েছে। এ ক্ষেত্রে
আপনি ৫০ সেন্ট (আধা ডলার) ইনকাম করতে পারবেন না।
আরো জানুন: ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তার র্সম্পকে আলোচনা ?
আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় ভিডিও ১০০০ বার ভিউ হওয়ার পর ভিডিওতে মাত্র ৩০ টি
বিজ্ঞাপন শো হয়েছে অথচ ২-৩ ডলার ইনকাম হয়ে গেছে। তার কারণ হচ্ছে উন্নতমানের দেশ (যেমন-
লন্ডন, আমেরিকা, ইতালি) থেকে ভিডিওতে কম বিজ্ঞাপন শো হলেও বেশি টাকা ইনকাম করা যায়।
তাছাড়া ভিডিওতে শো হওয়া বিজ্ঞাপনে অর্গানিক ক্লিক বেশি হলে অল্প বিজ্ঞাপন শো করেও বেশি টাকা
আয় করা সম্ভব হয়।
আরো জানুন: ইউটিউব ভিডিও জনপ্রিয় করতে ৫টি পদ্ধতি সর্ম্পকে জানুন
আসলে ইউটিউব মূলত CPC, CTR ও RPM সহ আরো আনুষাঙ্গিক বিষয় বিবেচনা করা টাকা দিয়ে
থাকে। এ ক্ষেত্রে নিখুত হিসাব মিলান কোনভাবে সম্ভব নয়।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).