“তুমি আসবে বলে” (You will come)

  তুমি  

  আসবে বলে, তুমি এলে না । 

তাই বলে কি আমি একা আছি ? 

না , সময়ের সঙ্গে তার মিলিয়ে চলেছি । 

তুমি ভালবাসবে বলে, আমায় ভাল বাসলে না। 

তাই বলে কি আমি নিস্ব হয়েছি ? না , 

ভালবাসার অনুভূতির মাঝে, আমি আমাকে বাচিঁয়ে রেখেছি । 

তুমি দেখা দেবে বলে , আমায় দেখা দিলে না । 

তাই বলে কি আমি তোমার অপেক্ষায় আছি ? না , 

সময়ের সঙ্গে ভেসে চলেছি নতুন পথের ঠিকানায় । 

তুমি আমাকে ছেড়ে চলে গেছো বলে  

ভেবেছো আমি ভেঙ্গে পড়বো । না . 

সেখান থেকে আমি নতুন করে বাচঁতে শিখছি । 

ফুল ফুটলে ঝরে যাবে  

ভালবাসলে ছেড়ে দিতে হবে  

ভুল হলে সেখান থেকে শিখতে হবে । 

আমি তাই শিখেছি ।। 

ভাল থেকো …… 

Reliable Dedicated Servers with Namecheap

“because you would come” 

You said you came, you did not come. 

So am I alone? 

No, I’m going to match it over time. 

Because you love me, I do not live well. 

So what I said was a cure? No, 

In the feeling of love, I have kept me alive. 

You do not see me, because you will appear. 

So am I waiting for you? No, 

The new path has been floating over time. 

Because you have left me 

I thought I would break. No 

From there I learned to revive. 

The flowers will fall on blossom 

Have to give up if you love 

If there is a mistake, you have to learn from there. 

I learned so…………………… 

Be good 

Leave a Comment