এফিলিয়েট মার্কেটিং কেন অন্যান্য অনলাইন বিজনেস থেকে সেরা সে বিষয় সর্ম্পকে আলোচনা করবো । আমরা প্রায় সকল মানুষ এমন কাজ চাই । যেখনে প্রচুন স্বাধীনতা থাকবে । কেও বোকাবোকি করবে না। কাজের মধ্যে আনন্দ থাকবে ।এমন কাজ কি হতে পারে । আপনার জানা মতে কি হতে পারে ? হ্যা বন্ধুরা আছে ।
এফিলিয়েট মার্কেটিং অন্যান্য অনলাইন বিজনেস থেকে সেরা
আপনি চাকুরী হিসাবে দেখেন বা ব্যাবসা হিসাবে দেখেন সকল দিক থেকেই এফিলিয়েট মার্কেটিং সেরা ।
1.কাজের স্বাধীনতা আছে।
2.সময়ের স্বাধীনতা পাবেন।
3.বেড়াতে যাওয়ার স্বাধীনতা আছে।
4.যখন খুশি ,যেখানে খুশি আপনি আপনার কাজ করতে পারবেন ।
5.চাকুরী করার সময় যেসব জটিলতা সৃষ্টি হয় । এখানে তা পাওয়া যায় না ।
6.পরিবার পরিজনের সঙ্গে থাকা যায় ।তাদের সব সময় দেওয়া যায় ।
7.বন্ধুদের কে সময় দেওয়া যায় ।
8.নিজেই নিজের বস হতে পারবেন ।
9.কাওকে কোন কাজের জন্য জবাব দিতে হয় না ।
10.ভাল কাজ করলে ভাল অংকের টাকা আয় করা যায় ।
আমি এগুলো দেখেছি যারা অধিকাংশই এফিলিয়েট মার্কেটিং এর মাদ্ধমে এমন একটি স্বপ্নের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছিল। তো আমিও তাদের মতো স্বপ্ন দেখতে ও একই সাথে কাজ করা শুরু করলাম। বলে রাখি আমি যখন ফ্রিল্যান্সিং থেকে প্যাসিভ ইনকামের দিকে ক্যারিয়ার শিফট করছিলাম তখন কিন্তু আমার ফ্রিল্যান্সিং থেকে প্রতি মাসে প্রায় হাজারখানেক ডলার আয় হতো।
তারপরও এই হাজারখানেক ডলার আয় করতে আমাকে দিন-রাত পরিশ্রম করতে হতো।তাই সবকিছু চিন্তা করে আমি ফ্রিল্যান্সিং এর কাজ কমাতে লাগলাম ও এফিলিয়েট মার্কেটিং এর জন্য আমার সাইট প্রস্তুত করতে লাগলাম। আমার সাইটে বিভিন্ন বিষয়ের ওপর আর্টিকেল লিখতাম ও SEO-র মাদ্ধমে তা গুগলের ফার্স্ট পেইজে নিয়ে আসতাম।
এভাবে অনেক আর্টিকেল গুগলের প্রথম পেইজে নিয়ে এলাম।বিভিন্ন দেশের অজস্র ভিজিটর গুগলে সার্চ করে আমার সাইটে আসতে থাকলো ও আমার সাইট থেকে বিভিন্ন এফিলিয়েট প্রোডাক্ট কেনা শুরু করলো। এভাবে আমার এফিলিয়েট ইনকাম দিনকে দিন বাড়তে থাকলো।এরপর আমি এডসেন্স এর জন্য এপলাই করলাম ও আমার এডসেন্স একাউন্ট কিছুদিনের মধ্যে পেয়ে গেলাম।
আমার এডসেন্স কোড ব্যবহার করে তা থেকেও আয় করতে থাকলাম।আমার সাইট থেকে আরো একটি উপায়ে আয় করা শুরু করলাম যার নাম স্পন্সরড পোস্ট।বিভিন্ন কোম্পানি আমাকে তাদের প্রোডাক্ট এর বিজ্ঞাপন আমার পোস্টে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা শুরু করলো ও তার বিনিময়ে তারা আমাকে ৫০ থেকে ১০০ ডলার করে দেওয়ার জন্য রাজি হলো।এভাবে আমি বিপুল পরিমান আয় করা শুরু করলাম।
তো আমার আয়ের প্রায় পুরোটাই প্যাসিভ ইনকাম যার মানে হলো আমি আমার সাইটের জন্য কাজ করি আর আমার আয় করার জন্য কাউকে কোনো কাজ করে দেওয়া লাগে না।অটোম্যাটিক মানি জেনারেট হতে থাকে। একটি এফিলিয়েট সাইট ঠিকমতো গ্রো করতে পারলে আর টাকা নিয়ে চিন্তা করতে হয় না!
আমি নিজেই নিজের বস, ঠিক আমার মতো! আপনি করতে চাইলে আজিই শুরু করুন এফিলিয়েট মার্কেটিং । আমি বলি এফিলিয়েট মার্কেটিং অন্যান্য অনলাইন বিজনেস থেকে সেরা । আপনার মতামত কি ?
ছোট্ট একটি অনুরোধ! ভাল লাগলে দয়া করে কন্টেন্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।
- আশা নিয়ে বিখ্যাত উক্তি।Best Bengali Quotes on Hope ।
- Bengali Lines & Captions about Hope. আশা নিয়ে কিছু কথা ।
- জীবন নিয়ে কিছু বাণী *Bengali Life Quotes*
- শাড়ি নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন।(Bengali Quotes and captions about Saree).
- 100+ Bengali Smile Quotes and Captions. (বাংলা হাসি নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন।)