আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে ওয়েবসাইট কেন তৈরি করবেন এবং একটি ওয়েব সাইটের দাম কেমন হতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েবসাইট আপনি নিজেও তৈরি করতে পারেন। আবার অন্য কাওকে দিয়েও এটা বানতে পারবেন। তবে নিজে নিজেতৈরি করাই সব থেকে ভাল। কারণ অন্য কেউকে দিয়ে তৈরি করলে আপনার অনেক তথ্য ঐ লোকের কাছে থেকে যায়।
যা আপনার সিকিউরিটির জন্য হালকা হয়ে যাবে। অন্যদিকে আপনার অনেক বেশিখরচ হবে যদি আপনি অন্যকেউকে দিয়ে ওয়েবসাইট তৈরি করেন।আমি এখানে কিভাবে নিজেইওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখাবো। কেন আপনি ওয়েব সাইট তৈরি করবেন এবং এর সবচেয়ে কম কিন্তু মানসম্মত দাম সর্ম্পকে আলোচনা করবো ।
ওয়েবসাইট খোলার আগে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে।
সেগুলো হলঃ
১। কিসের জন্য আপনি ওয়েবসাইটটি বানাবেন?
২। আপনার ওয়েবসাইটটি নিজে যে কারণে বানাবেন।
৩। কেমন খরচ হতে পারে নিজে ওয়েবসাইট বানালে।
কেন তৈরি করবেন ওয়েবসাইট:
আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি ঠিক কি কারণে বা কিসের জন্য ওয়েবসাইট বানাতে চান। আপনি যদি এটা ঠিক না করতে পারেন, তাহলে ওয়েবসাইটি থেকে আপনি কোন উপকার পাবেন না। কারণ আপনি ঠিক যে কারণে সাইটটি বানাবেন ঠিক সেই অনুযায়ী সাইটি তৈরি করতে হবে।
যেমন আপনি যদি আপনার কোন প্রতিষ্ঠানের পণ্য সেল করার জন্য সাইট বানান এবং পরে সেখানে যদি পণ্যের অ্যাড না দিয়ে অন্য কোন কিছু জুড়ে দেন তাহলে আপনার সাইট কেউ খুজে পাবে না। কারণ প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা সাইট থাকা খুবই জরুরী।
নিজে যে কারণে বানাবেন ওয়েবসাইট:
আপনি যেহেতু আপনার নিজের ওয়েবসাইট করবেন, সেহেতু এটা নিজেই তৈরি করা ভাল। কারণ নিজে তৈরি করা সহজ এবং কোন কোডিং ছাড়াই তৈরি করা যায়। অন্যদের দিয়ে তৈরি করলে আপনার সাইটের নিরাপত্তার পাশাপাশি খরচ অনেক বেশি পড়বে।
অন্যদের দিয়ে তৈরি করলে আপনার সাইটের অনেক গোপনীয় বিষয়বস্তুই সেই লোকের কাছে থেকে যায়। ফলে ভবিষ্যৎ এ আপনার সাইট হ্যাক হয়ে যেতে পারে বা অন্য যে কোন ধরনের বড় ক্ষতি হতে পারে। তাই নিজের ওয়েব সাইট নিজে বানান ।
ওয়েবসাইট বানাতে কত খরচ হতে পারে ?
আপনি যদি মনে করেন যে আপনি নিজে তৈরি করেন তাহলে আপনি অনেক অনেক কম খরচেই আপনার সাইটটি বানাতে পারবেন। যেটা আমি আগেও বলেছি। তবে আপনাকে আগে জানতে হবে যে কি কি লাগে সাইটটি বানাতে। এ বিষয় গুলো জানলে সাইট বানাতে খুবিই সুবিধা হবে আপনার জন্য ।
একটি ওয়েব সাইট বানাতে তিনটি জিনিস লাগে তা হলো :
1. আপনার লাগবে একটি ডোমেইন।
ডোমেইন কিভাবে কিনতে হয় তার গাইড : ক্লিক করুন
2.তারপর লাগবে একটি হোস্টিং প্যাক ।
3.তারপর লাগবে সুন্দর একটি থিম। এটা আপনি কিনতেও পারেন আবার আপনি ফ্রিতেও পেতে পারেন।
একটি ওয়েবসাইট বানাতে এ তিনটি বিষয় খুবিই গুরুত্বপূর্ণ। এবং এ তিনটি কিনতেই টাকার প্রয়োজন হয়। একটি ওয়েবসাইট তৈরিতে কত খরচ পড়বে তা কয়েকটি জিনিসের ওপর নির্ভর করে। তো আপনি যদি ওই জিনিসগুলোর আলাদা আলাদা দাম বের করতে পারেন, তবে খুব সহজেই আপনার সাইটের কস্টিং বের করে ফেলতে পারবেন।
আপনারা যারা আপনাদের ব্যবসা বা পার্সোনাল ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন তাদের মাথায় একটা প্রশ্ন আসে আর তাহলো একটি ওয়েবসাইট বানানোর খরচ কত। তো কয়েকটি বিষয় সম্পর্কে জানলে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটের খরচ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে পারেন।
তাই আমার আজকের এই পোস্টে আমি শেয়ার করছি যে একটি ওয়েবসাইট তৈরী করতে কেমন খরচ হতে পারে। তাহলে শুরু করা যাক।তাহলে এখন জেনে নেই যে একটি সাইট তৈরিতে কি কি জিনিসের প্রয়োজন হয়।
একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –
১. একটি ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)
২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)
৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)
৪. একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)
৫. একটি থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারেন) ও
৬. কিছু প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট আপনি নিজেই করে নিতে পারেন)
এখানে ক্লিক করে Namecheap এর সাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইট কিভাবে খোলা যায় তার সংক্ষিপ্ত আলোচনা !
ডোমেন:
ডোমেন কিনতে একটি .com এক্সটেনশনের ডোমেইন এর মূল্য ৯ থেকে ১২ ডলার হয়ে থাকে যার বাংলাদেশী টাকায় মূল্য দাঁড়ায় ৮০০ টাকার মতো।
হোস্টিং প্যাকেজ :
আর একটি ভালোমানের আমেরিকান হোস্টিং এর দাম ১৩০০ টাকা থেকে শুরু হয়ে অনেক দামী হোস্টিং পাওয়া যায় ।
এস এস এল র্সাটিফিকেট :
ওয়েব সাইটের জন্য একটি SSL সার্টিফিকেট প্রথম বছর ১৫০ টাকায় পাওয়া যায়। পরে আস্তে আস্তে বাড়ে ।
থিম :
আপনার সাইটের থিমটি অজস্র ফ্রি অপশন থেকে বেছে নিতে পারেন, তবে আপনি যদি আপনার সাইটের প্রিমিয়াম লুক ও পারফরমেন্স চান, তবে একটি ভালো থিম কিনে নিতে পারেন যা বিভিন্ন দামে পাওয়া যায়।
সুতরাং আমি যদি প্রথম ৩ টি জিনিস যেমন একটি ডোমেইন, একটি হোস্টিং প্যাকেজ, ও একটি সার্টিফিকেট এর মূল্য যোগ করি, তবে তার সর্বমোট মূল্য হবে –৮০০ + ১৩০০ + ১৫০ = ২২৫০ টাকা।তো মাত্র ২২৫০ টাকা খরচেই আপনি পেয়ে যেতে পারেন আপনার নিজের একটি ওয়েবসাইট।
আপনার ওয়েবসাইটের সবকিছুই আমেরিকার বিখ্যাত ডোমেইন রেজিস্ট্রার ও ওয়েব হোস্টিং কোম্পানি Namecheap এর কাছ থেকে কিনতে পারেন।
Namecheap কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর বিষয়ে জানতে নিচে ক্লিক করুন:
Domains সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টের কেমন দাম ।
Hosting সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টের কেমন দাম ।
WordPress সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টের কেমন দাম ।
Security SSL Certificates সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
সীমিত সময়ের জন্য বর্তমানে চলমান আকর্ষণীয় ছাড়সমূহ!
Namecheap Stellar হোস্টিং ৫০% ডিসকাউন্ট । Signup করুন।
Namecheap Stellar Plus হোস্টিং ২৬% ডিসকাউন্ট Signup করুন।
Namecheap Stellar Business হোস্টিং ২০% ডিসকাউন্ট Signup করুন।
মিস করবেন না! একটি ওয়েবসাইট থেকে আয় করার উপায়!
কিছু সতর্কতা!
আপনি আপনার ওয়েবসাইটটি অবশ্যই নিজের একাউন্টে খুলবেন, তাহলে পুরো কন্ট্রোল আপনার হাতে থাকবে। কোন লোকাল হোস্টিং কোম্পানির কাছ থেকে খুললে আপনি রিসেলার হোস্টিং পাবেন যেখানে পারফরমেন্স সরাসরি আমেরিকান হোস্টিং এর থেকে অনেক অনেক কম হবে এবং নিরাপত্তাও বিঘ্নিতহতে পারে।
তো আপনার সাইটটি নিজের একাউন্টে খুলতে গেলে অবশ্যই একটি ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে।যদি আপনার কোন কার্ড না থেকে থাকে, তবে ইস্টার্ন ব্যাংকের একোয়া মাস্টারকার্ডটি করিয়ে নিতে পারেন যার মূল্য মাত্র ৫৭৫ টাকা (ভ্যাটসহ)।এছাড়া পরিচিত কোন ফ্রিল্যান্সার বা
ইন্টারন্যাশনাল কার্ড আছে এমন কারো সাহায্যেও আপনার ওয়েবসাইটের বিল পরিশোধ করতে পারেন। সবশেষে এইটুকু বলি যে, আপনি নিজে কোন ব্যবসা করতে গেলে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকা খুবই জরুরী। আর নিজেরই ওয়েবসাইট যেহেতু, সেহেতু সাইট বানাতে অন্যকে অনেক টাকা না দিয়ে নিজেই কম খরচে মানসম্মত সাইট খুলুন।
আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন