আমাদের বাংলাদেশের বেশিরভাগ লোক বিভিন্ন পেশাকে বিভিন্ন দৃষ্টিতে দেখে এবং সবাই সকল পেশাকে মূল্যায়ন করতে জানেনা । যার দরুন আমরা আজ এতটা পিছিয়ে অন্যান্যদেশের তুলনায়! আপনি দেখবেন আমাদের দেশের মন্ত্রীরা যেখানে রাস্তা জ্যাম করে সাধারণ জনগনকে ভোগান্তিতে ফেলে যাতায়াত করেন অপরদিকে বিভিন্ন উন্নত দেশের মন্ত্রীরা কখনো পায়ে হেটে,
কখনো সাইকেল চড়ে আবার কখনো রিকশায় করে অফিস করে থাকেন এবং এমনকি অনেক মন্ত্রী নিজেও তাদের অফিস পরিষ্কারের কাজ করে থাকেন । কিন্ত আমরা এতো ছোট এবং স্বল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও আমাদের বিবেকে বাধে যার দরুন আমরা এতটা পিছিয়ে!
কাজেই আপনার মানুসিকতা যদি হয়ে থাকে আমাদের দেশের মন্ত্রীদের মতো অর্থাৎ আপনি যেকোনো কাজকে ছোট মনে করে থাকেন তবে এই ওয়েবসাইট টি আপনার জন্য নয়!
যাদের জন্য আমার এই ওয়েবসাইট টি :-
১. যারা বেকার, তারা অনলাইনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে ।
২. যারা তাদের বর্তমান পেশায় সন্তুষ্ট না, তারা অল্টারনেটিভ পেশা হিসেবে অনলাইনকে বেছে নিতে পারবে ।
৩. যারা ব্যবসায়ী, তারা ডিজিটাল মার্কেটিং এর মাদ্ধমে তাদের ব্যবসাকে আরো সমৃদ্ধশালী করতে পারবে ।
৪. যারা ফ্রীলান্সার কিন্ত ফ্রীল্যানসিং ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নয় চাচ্ছেন ভালো কিছু করতে ।
৫. যারা প্রবাস জীবনের যন্ত্রনায় আসেন এখন মুক্তির পথ খুঁজছেন ।
এখানে ক্লিক করে Namecheap এর সাইটে প্রবেশ করুন। এখান থেকে আপনি একটি ওয়েব সাইট ক্রয় করে নিন আর আমার সাথে এফিলিয়েট মার্কেটিং কাজ শুরু করুন ।
একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –
১. একটি ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)
২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)
৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)
৪. একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)
৫. একটি থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারেন) ও
৬. কিছু প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট আপনি নিজেই করে নিতে পারেন)