আপনি কি ফ্রীলান্সার কিংবা অনলাইন এ ক্যারিয়ার গড়তে চাচ্ছেন অথচ দোটানায় আছেন যে আসলে কোন পেশায় আপনার ক্যারিয়ার গড়া উচিত দ্রুত সফল হওয়ার জন্য তাহলে এই পোস্ট টি আপনার জন্যই!
ফ্রীল্যানসিং এবং এফিলিয়েট মার্কেটিং দুটো ভিন্ন ভিন্ন পেশা তবে দুটো পেশাই তাদের স্বমহিমায় মহিমান্বিত!আজ আলোচনাকরবো দুটি পেশার মধ্যে কোনটি সেরা এবং কোন পেশাটি আপনার বেছে নেয়া উচিতএই বিষয়ের খুঁটিনাটি নিয়ে!এবিষয়ে সুস্পষ্ট ধারণা লাভের জন্য আসা করি এই পোস্টটি আপনাকে সাহায্য করবে!
সবথেকে মজার বিষয় হলো দুটো পেশায় আমার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আছে তাই আমি সহজেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়তা করতে পারবো বলে আসা করি করি! যাহোক তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক!ফ্রীল্যানসিং বলতে আমরা মূলত বুঝি মুক্তভাবে বিচরণ করা বা মুক্তভাবে কাজ করা অর্থাৎ আপনি যখন খুশি,যেখানে খুশি, যেভাবে খুশি কাজ করতে পারবেন,
কেউ আপনাকে বাধা দেয়ার থাকবেনা কিন্ত বাস্তবিক অর্থে কি তাই? একদমই না, বরং সম্পূর্ণ এটার পরিপন্থী!আপনি বলতে পারেন কিভাবে?আমি মূলত একজন ফ্রীলান্সার ছিলাম এবং আমি মোটামুটি সফল ও হয়েছি ফ্রীল্যানসিং ক্যারিয়ার-এ,তারপর ও আমি ফ্রীল্যানসিং ছেড়ে এফিলিয়েট মার্কেটিং কে আমার পেশা হিসাবে বেছে নিয়েছি তার পেছনে কিছু যুক্তিসঙ্গত কারণ ছিল!
কারণগুলো নিম্নে ধারাবাহিকভাবে আলোকপাত করা হলো :-
১. ফ্রীল্যানসিং একটি একটিভ ইনকাম সোর্স অর্থাৎ আপনি ঠিক যতটুকু কাজ করবেন ঠিক ততটুকুই উপার্জন করবেন!
২. কোনো কাজ পাওয়ার জন্য আপনার কাঙ্খিত বায়ারের পথচেয়ে বসে থাকা!
৩. মার্কেটপ্লেসেনির্ভর হওয়ার দরুন আপনার কষ্টের উপার্জনের ২০% তাদেরকে দিয়ে দেয়া যেটা আগে ছিল ১০%!অদুর্ভবিষ্যৎ এ ইটা হয়তো ৪০% ও হতে পারে!
৪. এছাড়াও মার্কেটপ্লেস এ আপনার মূল্যায়ন নেই বলেই চলে কারণ আমার দেখা একজন সেলার এর একাউন্ট এ ১০০০০ হাজার+ রিভিউ সহ ব্যান হয়ে যায় কোনোপ্রকার অনুমতি ছাড়াই!
৫. এমনও হয়েছে আমার সাথে যে একজন অসাধু বায়ার তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আমাকে $200 অর্ডার দিয়ে এক রাজ্যের কাজ করিয়ে নিয়ে অবশেষে এ অর্ডার ক্যানসেল করে দিয়ে চলে যায়!বিনিময়ে আমি সাপোর্ট এ যোগযোগ করার দরুণ উল্টো আমাকে তারা সাসপেন্ড করে!
৬. বায়ারের হুকুমের গোলাম হয়ে থাকা অর্থাৎ বায়ার যা বলবে তাই করতে হবে তানাহলে একাউন্ট হারাতে হবে অথবা খারাপ ফিডব্যাক পেতে হবে এই ভয় সবসময় ই কাজ করবে!
৭. সারারাত জেগে বিড করা এবং যদি আপনার কোনো রানিং প্রজেক্ট থেকে থাকে তাহলে সেটি শেষ করার জন্য সারারাত জেগে কাজ করতেই হবে!
উপরে উল্লেখিত বিষয়গুলি আমাকে ফ্রীল্যানসিং এর প্রতি অনীহা প্রকাশে বাধ্য করে এবং তখন থেকেই ইচ্ছা ছিল এমন কোনোপেশা বেছে নিবো যেখানে থাকবেনা কোনো শাসন-বারণ,থাকবেনা কোনো পক্ষপাতিত্ব, থাকবে অজস্র সময় ও স্বাধীনতা আর ঠিক তেমনি একটি পেশা হলো এফিলিয়েট মার্কেটিং এবং এই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে আমাকে যে ওয়েবসাইট টি আমাকে সবথেকে সহায়তা করেছে আমার ডিসিশন নেয়ার জন্য সেটি হলো SMNPOST.COM .
আমি খুব বেশিদিন হয়নি এফিলিয়েট মার্কেটিং এ আমার যাত্রা শুরু করেছি কিন্ত আমার এই অল্পদিনের অভিজ্ঞতায় আমি এফিলিয়েট মার্কেটিং এর যেই সন্তোষজনক দিকগুলো পেয়েছি তা আপনাদের মাঝে
নিচে তুলে ধরলাম :-
১. এফিলিয়েট মার্কেটিং হলো একটি প্যাসিভ ইনকাম সোর্স অর্থাৎ আপনি সরাসরি কাজে যুক্ত না থাকা সত্ত্বেও যে ইনকাম হয় তাকেই প্যাসিভ ইনকাম বলে!
২. আপনাকে কাজ করতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত,যেমন আমি দিনে এ মাত্র ৪ ঘন্টা সময় দিচ্ছি আমার ওয়েবসাইট এর পিছনে এবং এটাই যথেষ্ট এফিলিয়েট মার্কেটিং এর জন্য যা কিনা অন্য পেশায় সম্ভব না!
৩. যখন ফ্রীল্যানসিং করতাম তখন সত্যি আমার খাবার মতো ঠিকঠাক সময়টুকু পেতাম না,কিন্ত এখন অনায়েসে সারাদিন এ আমার হাতে থাকছে অগণিত সময় যার দরুণ আমি আমার বন্ধুবান্ধব ও আমার পরিবারকে দিতে পারছি অগণিত সময়!
৪. ফ্রীল্যানসিং-এ থাকাকালীন অবস্থায় আমার যেখানে খাবার মতো সময়টুকুই ছিলোনা কিন্ত এখন আমি চাইলে পাচ্ছি ভ্রমণের মতো অতিরিক্ত সময়!
৫. এফিলিয়েট মার্কেটিং এ আমিই আমার বস কারণ এখানে আমি পুরোপুরি স্বাধীন এখানে আমাকে হুকুম দেয়ার মতো কেউ নেই আর নেই কোনো অশান্তি যেটা ছিল ফ্রীল্যানসিং জীবনে!আমার মনে আসে আমি একবার বেড়াতে গেছিলাম আমার এক ফ্রেন্ড এর সাথে আর ঐ সময় আমার একটা প্রজেক্ট চলতেছিল একটা আমেরিকান ক্লায়েন্ট এর,এককথায় বলতে গেলে আমার পুরো ভ্রমণটাই মাটি হয়ে গিয়েছিলো তাকে খুশি করতে গিয়ে কিন্ত এফিলিয়েট এ আসার পর থেকে এমন বিড়ম্বনার শিকার আর হতে হচ্ছেনা এর থেকে দারুন আর কি হতে পারে বলুন ?
এছাড়াও আরো অনেক গুনাগুন আছে এফিলিয়েট মাকেটিং এর যা আসলে বলে শেষ করা যাবেনা! আমার এই আর্টিকেলটি পড়ার পর হয়তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন কোন পেশাটি সেরা এবং কোন পেশাটিকে আপনার বেছে নেয়া উচিত অনলাইন এ একটি সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য!কাজেই আর দেরি কেন আজই শুরু করুন আপনার এফিলিয়েটের শুভযাত্রা!
আর হা, এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার প্রয়োজন একটি ওয়েবসাইট, একটি ডোমেইন ও একটি হোস্টিং! আর আপনি এটা পেতে পারেন নেমচিপ কোম্পানিতে । এটা খুবিই ভাল কোম্পানি ।আপনার ওয়েব সাইট তৈরি করার জন্য ।অনলাইন ক্যারিয়ার বিষয়ক আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমার সাথেই থাকুন!
ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না! আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে!