আপনার দৃষ্টিতে কোনটি গুনগত মানের -চাকুরী না কি এফিলিয়েট মার্কেটিং ?(Which is quality-job or affiliate marketing?)

বলুন ত এমনটা কে না চাই,  চাকরি মানেই সকাল ৮/৫ টা পর্যন্ত অফিস করা। ঘুম থেকে উঠতে দেরি বা যানজটের কারনে সঠিক সময় অফিসে  যেতে না পারা ।তারপর বসের বকুনি তো আছে। এরপর ও মাস শেষে বেতনের কিছু টাকা নিখোজ, বলুপ্ত কেমন লাগে বলুন তো  !!!

যখন আপনি এফিলিয়েট মার্কেটর :

 এফিলিয়েট মার্কেটরহলে ইচ্ছে মতো সময়ে ঘুম, ইচ্ছে মতো সময়ে ঘুম থেকে উঠা কার কাছে জবাব দিহি করতে হবে না। শুধু কিছু সময় নিজের কাজ করা  সেটি দিনে নাকি রাতে, সেটি  কোন ব্যাপার নয়। কারন এটি আপনার ব্যাবসা যখন ইচ্ছা করতে পারবেন ।

 আপনি কি বস হতে চানঃ

চাকুরি মানে কাজ ,আর কাজ মানে  যে ভূল নয় এমনটাত নয়।আপনার সামান্য ভূলের জন্য বসের থেকে অপমান জনক কথা শোনা।কিছু করার নেই ,মনে মনে বলতে থাকি আরেকটা চাকুরি পাইলে দেখি কে তোমার অধীনে কাজ করে। অন্য কোনো উপায় না থাকার কারণে বাধ্য হয়ে অনেক সময় সবই মেনে নিতে হচ্ছে, শুধু সুযোগের অপেক্ষা।

যখন আপনি এফিলিয়েট মার্কেটর:

এফিলিয়েট মার্কেটর মানে  নিজে নিজের বস।  এখানে আপনাকে কেউ কাজে যাওয়ার জন্য তাড়া করবে না। কাজ না করলে কারো কাছে জবাব দিতে হবেনা। তাছাড়া এটা একটি ব্যাবসা যা আপনার ইচ্ছার উপর র্নিভর করবে। সুতারাং এমন জীবন কে না চায়, আপনি বলুন।

              জগৎ ঘোরা যার নেশা, এফিলিয়েট মার্কেটিং তার পেশা

যাদের জীবনে ভ্রমন করা একটা বড় নেশা বা মুক্ত গগণে পাখির মত যেখানে ইচ্ছা ঘুরে বেড়ানো।তাদের চাকরি জীবনে  ছুটির সল্পতার কারনে  সাধের ইচ্ছাকে ভুলে যেতে হয়। তাছাড়া যে ছুটি পাওয়া যায় সেদিন পরিবারের নানা সমস্যার কারনে সেতাও অশান্তিতে পরিনত হয়।   আপনি কি চান এমন একটা জীবন,যেটা আপনার এমন আশার পথ দেখাবে।

যখন আপনি এফিলিয়েট মার্কেটর:

এটা এমন একটা কাজ যেটা আপনি দুনিয়ার যে কোন জায়গা থেকে করতে পারবেন।শুধু আপনার নেট কানেক্ট ও একটা ল্যাপটপ  আর এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর আসল মজা।  ভ্রমণে বের হয়ে সমুদ্রের পাশে বসে কিংবা পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে বসেও আপনি আপনার ব্যাবসার কাজ চালিয়ে যেতে পারবেন। ঘুরাঘুরি এবং কাজ দুটি সমানতালে করার সুযোগ রয়েছে এ্যাফেলিয়েটদের জন্য।

এর থেকে মজার ব্যাপার কি হতে পারে। আপনি  বলেন ?

দরকার বড় অংকের মাসিক আয় ,তবে এ্যাফেলিয়েট কেন নয় । চাকরিতে বেশিরভাগ ক্ষেত্রেই বেতন হতে পারে ৮ হাজার টাকা কিংবা কারও আরও বেশি হলে হয়তো ৫০ হাজার টাকা হতে এক লাখ টাকা হতে পারে বেতন। কম টাকা বেতনের কারণে নিজের অনেক স্বপ্নকে মনের ভেতরেই কবর দিয়ে দিতে হয়। আবার এ টাকাতেই অনেকে সন্তুষ্ট থাকতে পারেন হয়তো। কারণ এর চেয়ে বড় স্বপ্ন এখনও দেখতে পারছেন না।

যখন আপনি এফিলিয়েট মার্কেটর:

এদেশের প্রচুর এফিলিয়েট মার্কেটররয়েছে যারা স্টুডেন্ট অবস্থাতেই মাসে লাখ টাকার ওপরে অনলাইন থেকে আয় করছে। বাংলাদেশের একজন গ্রাজুয়েটের যেখানে চাকরিতে মাসিক বেতন হয় ৮ থেকে ২০ হাজার টাকা। অন্যদিকে অনেক এফিলিয়েট মার্কেটরদের  দেখা যায়, যাদের এটা মাত্র ১ সপ্তাহের আয়, অথচ সেই এফিলিয়েট মার্কেটরদের   হয়তো এখন গ্রাজুয়েট সম্পন্ন হয়নি ।

চাকরিজীবী হবেন নাকি এফিলিয়েট মার্কেটর হবেন সেটি আপনার নিজের সিদ্ধান্ত। সবক্ষেত্রে ভালো-খারাপ দুদিকই রয়েছে। তবে এখনও এদেশে এফিলিয়েট কে ক্যারিয়ার হিসাবে নিতে ভ্য় পায়, বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক কারণ। তবে অবশ্যই খুব শিগগিরই এর পরিবর্তন আসবে। কেন নয়  অনলাইনে যোগাযোগের এ যুগে সবকিছুতেই পরিবর্তন আসবে।

Leave a Comment