”এফিলিয়েট মার্কেটিং অথবা চাকুরী” কোনটি করবেন? (Which is “affiliate marketing or job”? )

চাকুরী শব্দটির মধ্যেই এর মূলভাব নিহীত যেমন চাকর+ই=চাকুরী অর্থাৎ অন্যের চাকর হয়ে থাকা! এককথায় বলতে গেলেবোঝায় কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি প্রতিমাসে আপনার পুরোটা সময় কিনে নেয়ার বদৌলতে এবং আপনাকে দিয়ে ৪-৫ গুণলাভের বিনিময়ে যে নির্দিষ্ট মূল্য আপনাকে প্রদান করে থাকে তাকেই চাকুরী বলে!

আমিও একজন চাকুরীজীবি ছিলাম কিন্ত চাকুরীর কিছু বিষয়সমূহ আমাকে চাকুরীর প্রতি অনীহা প্রকাশে বাধ্য করেছিল আর তাই আজ আমি একজন এফিলিয়েট মার্কেটের হিসাবে নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেযাচ্ছি এবং নিজেকে ভাগ্যবান মনে করছি কারণ আমি বের হয়ে আসতে পেরেছি ৮-১০ ঘন্টা একটানা কাজ করার গন্ডি থেকে!

 

চাকুরীর প্রতি অনীহা প্রকাশের কারণসমূহ :-

 ১. সময়কে বিক্রি করে দেয়া

২. মূল্যবোধের অবক্ষয়

৩. নিজের তুলনায় কম শিক্ষিত ব্যক্তির শাসন-বারণ

৪. পরিবারের জন্য সময় না থাকা

৫. নিজেকে স্বয়ংক্রিয় যন্ত্রের মতো মনে হওয়া

৬. ব্যক্তিস্বাধীনতা বিসর্জন দেয়া

এছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আপনি শ্রম ঠিকঠাক দিচ্ছেন কিন্ত আপনি মাস শেষে ঠিকঠাক বেতন প্রদান করেনা,ঠিকএমন ই এক প্রতিবন্ধকতার শিকার আমার খুব ই কাছের এক ছোটভাই যে কিনা প্রতিনিয়ত সময় দিচ্ছেন ১০-১২ ঘন্টা কিন্ত মাসশেষ এ বেতন পাচ্ছেন তার মূলবেতনের অর্ধেক

প্রায় ৩মাস যাবৎ!সে যখন জানতে পারলো যে আমি এফিলিয়েট মার্কেটিং করেদিন এ মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে এগিয়ে যাচ্ছি একটি সুখী স্বাচ্ছন্দময় জীবন গড়ার ক্ষেত্রে তখন সে আমার সাথে যোগাযোগ করলো এবং আমাকে তার চাকুরীর প্রতি অনীহা প্রকাশ করে বললো আমিও চাই এমন একটি জীবন যেখানে থাকবে না কোনো বাধা, থাকবে জীবনকে উপভোগ করার মতো যথেষ্ট সুযোগ এবং

তার ফ্যামিলির জন্যসময় আর আমি দেখলাম এটা এফিলিয়েটমার্কেটিং ছাড়া সম্ভব নয়!তখন আমার ওই ছোটভাই আমাকে বললো ভাই আমাকে এই বন্দি জীবন থেকে বের হওয়ার জন্য এবং আপনার মতো মাত্র ৪ ঘন্টা কাজ করে কিভাবে সফলতার দিকে অগ্রসর হওয়া

যায় সে পন্থা আমাকে জানান এবং সফল হওয়ার জন্য এই মুহূর্তে কি করতে হবে বলুন? আমি আমার ওই ছোট ভাইকে বললাম তেমন বেশি কিছু করতে হবেনা শুধু তোমার প্রয়োজন একটি ওয়েবসাইট! ওয়েবসাইট কথাটি শোনার পর ও একটু চিন্তিত হয়ে পড়লো কারণ ওর ধারণা ছিল ওয়েবসাইট মানেই হয়তো কোডিং জানতে হবে,

তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কথাটি শোনা মাত্র তুমি একটু চিন্তায় পরে গেলা এর কারণটা কি একটু জানতে পারি? ও আমাকে বললো ভাই আমারতো কোডিং জ্ঞান নেই,তাহলে আমি কি পারবো?আমি মুচকি হেসে বললাম কেন পারবেনা যখন Name Cheap Company এর মতো একটি প্রতিষ্ঠান আমাদের সাথে আছে?

একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –

১. একটি ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)

২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)

৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)

৪. একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)

৫. একটি থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারেন) ও

৬. কিছু প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট আপনি নিজেই করে নিতে পারেন)

এখানে ক্লিক করে Namecheapএর সাইটে প্রবেশ করুন।

 

ঠিক আমার মতো আপনারাও পারবেন দিনে মাত্র ৪ ঘন্টা সময় দিয়েই একটি ভালো মানের ইনকাম করতে যেখানে প্রয়োজন নেই কোনো বিপুল পরিমান অর্থের শুধু প্রয়োজন আপনার সদ্দিচ্ছা এবং আগ্রহ! তাহলে আর দেরি কেন আজ ই তৈরী করুন আপনার ওয়েবসাইট!এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে শুধু ওয়েবসাইট করলেই কি আমার কাজ শেষ?

না,একদম ই না!ওয়েবসাইট করা মানেহলো আপনি কেবল আপনার নাম লেখালেন এফিলিয়েট মার্কেটার হিসাবে কিন্ত আপনার প্রধান কাজহলো

বাংলায় আর্টিকেল লেখা এবং বাংলায় আর্টিকেল লিখে আপনি বিভিন্ন প্রোডাক্ট কনভার্শন এর মাধ্যমে আপনি পাবেন অগণিত আয়ের সুযোগ এবং কিভাবে লিখবেন,কিভাবে কনভার্সন হবে এসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছি ।দেথে নিবেন দয়া করে ।

Leave a Comment