এফিলিয়েট মার্কেটিং এর জনপ্রিয়তার কারন কি? (What is the reason for the popularity of affiliate marketing?)

অ্যাফিলিয়েট মার্কেটিং এতটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো যে উপরে উল্লেখিত চারটি শ্রেণী এর মাধ্যমে ব্যাপক উপকৃত হচ্ছেন।একটু ভাল করে বলি

প্রথম যিনি উপকৃত হচ্ছেন তিনি হল মার্চেন্ট কারণ অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে তিনি অধিক পরিমাণ সেল পাচ্ছেন আর এর জন্য তার কোন টেনশন করতে হচ্ছে না কারণ তাকে মাসিক বা ঘন্টা ভিত্তিক কাউকে নিয়োগ দিতে হচ্ছে না। যখনই কেউ তার প্রোডাক্ট সেল করতে পারছে তখন তাকে তারপ্রফিট থেকে কমিশন দিতে হচ্ছে।

দ্বিতীয় উপকার পাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটার কারণ তিনি মার্চেন্ট এর প্রোডাক্ট প্রোমোট করে তা বিক্রির মাধ্যমে কমিশন পাচ্ছেন। তার নিজস্ব কোন প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে ।  কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতে হচ্ছে না । তাকে শুধু প্রোডাক্টের গুনগত মান সম্পর্কে ক্রেতাদের কাছে তুলে ধরার মাধ্যমে বিক্রি করতে হচ্ছে।

তৃতীয় লাভবান হচ্ছেন কাস্টমার কারণ বর্তমানে অধিকাংশ ক্রেতাই কোন পণ্য কেনার আগে অনলাইনে সার্চ করে তা সম্পর্কে বিভিন্ন জনের মন্তব্য এবং এর খুটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেন আর তারা এই ইনফরমেশন সমূহ বিভিন্ন অ্যাফিলিয়েট সাইটে পাচ্ছেন।

 চতুর্থ শ্রেণি তারমানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কিন্তু মার্চেন্ট ও অ্যাফিলিয়েট এর মাঝে একটি সেতুবন্ধন করে তিনি ও মুনাফা অর্জন করতে পারছেন।সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে চারটি শ্রেণি ব্যাপকভাবে লাভবান হচ্ছেন আর এভাবেই দিনে দিনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।

সর্তক থাকতে আমার পরামর্শ :

 অ্যাফিলিয়েট মার্কেটিং এর জনপ্রিয়তার সাথে সাথে এর কিছু খারাপ দিক ও উঠে এসেছে যেমন অনেক অসৎ অ্যাফিলিয়েট মার্কেটার শুধুমাত্র বেশি বেশি কমিশন লাভের আশায় খারাপ মানের প্রোডাক্ট বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নিয়ে তার অডিয়েন্সের কাছে বিক্রি করছেন। এছাড়াও অনেক সময় নিম্ন মানের অ্যাফিলিয়েট মার্কেটাররা বিভিন্ন স্প্যামিং এর আশ্রয় নিচ্ছেন যাতে তারা বেশি বেশি গ্রাহককে তাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন এর মধ্যে আছে সোশ্যাল মিডিয়া স্প্যামিং, ব্ল্যাক হ্যাট এসইও, ইমেইল স্প্যামিং ইত্যাদি ।

তবে যারা ভালো এফিলিয়েট মার্কেটার এবং ভাল কাজ করেন তাদের কাছ থেকে সবসময় উপকার আশা করা যায় আর যে কোন ব্যবসাতেই ভালো খারাপ দুটোই থাকবে তাই নিম্নমানের অ্যাফিলিয়েট মার্কেটারদের কথা বিবেচনায় না রেখে ভালোদের দিকেই তাকানো উচিত এবং একই সাথে আপনি যদি আফিলিয়েট মার্কেটিং শুরু করেন তবে অবশ্যই আপনি ইথিক্যালি এফিলিয়েট মার্কেটিং করবেন কারণ ইল্লিগ্যাল কাজ করে কখনোই ভালো কিছু করা যাবে না এটা সব সময় মনে রাখবেন।

 আমার সাইটের অন্যান্য পোস্টসমূহের সঙ্গে থাকুন ।আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে তা অন্যান্যদেরকেও জানিয়ে দিন। ছোট্ট একটি অনুরোধ! ভাল লাগলে দয়া করে কন্টেন্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন

Leave a Comment