ডিজিটাল মার্কেটিং কি ? কেন করবেন ? এর সর্ম্পকে কিছু আলোচনা ?(What is digital marketing? Why? Any discussion about it? )

আমার দৃস্টিতে ডিজিটাল মার্কেটিং বলতে যা মনে হয় তা সংক্ষিপ্ত আলোচনা করলাম । আপনি যদি করতে চান তবে আজিই শুরু করে দিন । ভাল ফল হতে ও পারে । কারন অন্য আয়ের চেয়ে আপনি এখানে অধিক আয় করতে পারবেন । আমি করছি এবং আপনি যেন করতে পারেন তার জন্য আমার এ চেষ্টা ।  

ডিজিটাল অধিভুক্ত বিপণন কি ? 

অধিভুক্ত বিপণন ডিজিটাল বিপণনের অধীনে কোন ভিন্ন অর্থ আছে। অ্যাফিলিয়েট বিপণন কর্মক্ষমতা ভিত্তিক মার্কেটিংয়ের একটি প্রকার যা একটি ব্যবসা অনুমোদিত সংস্থাটির নিজের বিপণনের প্রচেষ্টায় আনা প্রতিটি দর্শক বা গ্রাহকের জন্য এক বা একাধিক অনুমোদিত। 

অধিভুক্ত বিপণন প্রোগ্রাম বিভিন্ন ধরনের কি কি? 

অধিভুক্ত বিপণন প্রোগ্রাম বিভিন্ন ধরনের হয়ে থাকে । তার মধ্য 11 টির কথা আমি আপনাদের বলছি আপনি যেটা পছন্দ করবেন । সেটা কে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন । সেগুলো হলো : 

    অ্যাফিলিয়েট অনুসন্ধান করুন। … 

     ব্লগার। … 

     কুপন সাইট। … 

     পর্যালোচনা সাইট। … 

     আনুগত্য পোর্টাল। … 

     উদ্দীপক প্রোগ্রাম. … 

     ইমেইল – মার্কেটিং. 

 আপনি এগুলোর মধ্যে যেকোন একটা করে আপনার দক্ষতা কাজে লাগাতে পারেন । 

আমি কিভাবে একটি অধিভুক্ত বিপণন ব্যবসা শুরু করবেন ? 

 আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে তা হলো :-

 প্রথমে আপনাকে যে বিষয় নিয়ে কাজ করবেন তার নিস সিলেক্ট করতে হবে। তারপর তার বিষয় সর্ম্পকে গবেষণা করতে হবে । তার বিভিন্ন অধিভুক্ত প্রোগ্রাম এবং পণ্য সর্স্পকে । 

 একটি নিজস্ব সাইট তৈরি করুন। 

 চমৎকার কন্টেন্ট লিখে সাইটে দিতে হবে । 

 এবং তা পড়ার জন্য শ্রোতা তৈরি করতে হবে। 

আপনার অনুমোদিত পণ্য (গুলি) প্রচার করতে হবে। 

ক্রমাগত ভিত্তিতে কন্টেন্ট পুনরাবৃত্তি করতে হবে! 

 এভাবে আপনি চালিয়ে গেলে কাজ হবে আসা রাখি । 

ডিজিটাল মার্কেটিং করে মাসে কত আয় করা যায় ? 

 ব্যবসার উদ্বায়ী প্রকৃতি একদিনের লাভের পিছনে আপনার বার্ষিক বেতন গণনা করার জন্য এটি নির্বোধ কল্পনা করবেন না । ধরুন যদি আপনার প্রথম মাসে $ 1000 উপার্জন করলেন তাই বলে আপনি ভাববেন না আগামী বছরে মাসে $ 3000 করে আয় করতে পারবেন । আপনি পারতে পারেন যদি আপনি কাজ টি মনোযোগ দিয়ে কবতে থাকেন । আমার ধারনা আপনি পারবেন । কারন ডিজিটাল মার্কেটিং যারা করে তারা এর চেয়ে বেশি ও আয় করে থাকে । 

2019 এর জন্য শীর্ষ 15 অনুমোদিত মার্কেটিং ওয়েবসাইট এবং প্রোগ্রাম : 

2019 এর জন্য শীর্ষ 15 অনুমোদিত মার্কেটিং ওয়েবসাইট এবং প্রোগ্রাম গুলো আমি আপনাদের কে জানিয়ে দিলাম আপনি দেখে বুঝে তারপর শুরু করতে পারেন। আশা রাখি ভাল হবে ।  

   2.আমাজন অ্যাসোসিয়েটস।  (Amazon Associates.) 

   2. শেয়ারসেল অ্যাফিলিয়েটস। ( ShareASale Affiliates. ) 

   3. ইবে পার্টনার্স।  ( eBay Partners.    ) 

4.Shopify অ্যাফিলিয়েট প্রোগ্রাম। (Shopify Affiliate Program.) 

    5.রকুটেন মার্কেটিং এফিলিয়েটস। (Rakuten Marketing Affiliates. ) 

     6.ক্লিক ব্যাংক ( Clickbank ) 

    7. সিজে অ্যাফিলিয়েট প্রকাশক এর প্রোগ্রাম ( CJ Affiliate Publisher’s Program     ) 

   8. Leadpages অংশীদার প্রোগ্রাম। (Leadpages Partner Program.) 

     9.স্টুডিওপ্রেস অ্যাফিলিয়েট ওয়েবসাইট।( StudioPress Affiliate Website. ) 

      10. MaxBounty অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ( MaxBounty Affiliate Network

    11. Bluehost অ্যাফিলিয়েট প্রোগ্রাম ( Bluehost Affiliate Program

     12. অ্যাফিলিয়েট প্রোগ্রাম রূপান্তর করুন (ConvertKit Affiliate Program

      13. চিত্রিকা প্রকাশক নেটওয়ার্ক (Chitika Publishers Network

     14. গুগল অ্যাডসেন্স (Google AdSense

     15.   টেপজারইন (Tapgerine ) 

পরিশেষে  আচ্ছা, ধনী অ্যাফিলিয়েট শুধু একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। তারা আপনাকে এমন সরঞ্জাম এবং তথ্য সরবরাহ করে যা আপনাকে অনুমোদিত মার্কেটিংয়ের সাথে লাভ করতে সক্ষম করে । Affiliate Marketing কোনও উপায়ে অর্থ উপার্জন করার “সহজ” উপায় নয় তবে এটি সময়ের সাথে সর্বাধিক ফলপ্রসূ

হতে পারে। আজ আপনি কিছু না পেলে ও একদিন আসবে যখন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না । তো বন্ধুরা আমার দৃস্টিতে ডিজিটাল মার্কেটিং  করা শেষ্ট মনে হয় ।আপনি শুরু করেন দেখবেন আমার মতো আপনি ও একদিন  বলবেন । 

ভাল থাকবেন 

Leave a Comment