আপনার জীবনে সাফল্যে কেও ধরে বেঁধে দিতে পারে না । একে অর্জন করে নিতে হয় । আর সাফল্যে অর্জন করতে যেমন কিছু দিক থাকে । তেমনি থাকে অনেক বাধা ।
সাফল্যে অর্জনে পথে যে বাধা থাকে তা হলো :
১. লোভ ।
২. হেরে যাওয়ার ভয়।
৩. সঠিক পরিকল্পনার অভাব ।
৪. লক্ষ্যে নির্ধারনের অভাব।
৫.জীবন পরিবর্তনশীল।
৬.পারিবারিক দায়িত্ব।
৭.আথির্ক নিরাপত্তার অভাব ।
৮. নিদিস্ট লক্ষ্যের উপর দৃস্টি নিবদ্ধ না করে তালগোল পাকিয়ে ফেলা ।
৯.বতর্মান অল্প লাভের দিকে মনোনিবেশন করে ভবিষৎ লাভ পরিত্যাগ করা ।
১০.একাই অনেক কাজের ভার নেওয়া ।
১১. প্রশিক্ষনের অভাব ।
১২. শিক্ষার অভাব।
১৩. দায়িত্ব হস্তান্তরের অভাব
১৪.অবিশ্বাস করা ।
এগুলো যদি আপনার জীবনে প্রতিনিয়ত দেখা দেয় ,তাহলে আপনার পক্ষে কোন কাজেরই সাফল্যে আসবে না । তাই বলছি জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে তাই বলে কি বসে থাকবেন । না এটা কোন জীবন হতে পারে না এগিয়ে যেতে হবে ।
জয় হবেই ,হবেই নিশ্চয় একদিন । কাল কের আশায় ফেলে রাখবেন না কোন কিছু আজিই করতে হবে এবং তা শেষ করতে হবে । আমি আছি আপনাদের পাশে সাফল্যের পথে ।
ভাল থাকবেন।