অনলাইনে কাজ করতে চান? তাদের জন্য অত্যন্ত জরুরী ৭ পরামর্শ। (Want to work online? 8 tips that are very important for them.)

আমরা

যারা অনলাইনে কাজ করছি তারা সকলে জানেন অনলাইন থেকে আয় করা এতো সহজ কথা নয় । তার জন্য কিছুটা পরিশ্রম করতে হয় । যারা নতুন অনলাইনে কাজ করতে এসেছেন । তাদের কথা চিন্তা করে আমি 10 টি পরামর্শ দিতে চায় । আশা করি বন্ধুরা এ গুলো আপনারা মেনে কাজ করলে আপনার জয় আসবে কেও আটকাতে পারবে না ।  

7 suggestions can change your life.  

তাহলে জেনে নেওয়া যাক

1.অনলাইনে কাজ শেখার কৌতূহল থাকতে হবে।আপনি জানতে চাইবেন, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। ধারণা তৈরি হলে আগ্রহ জন্মাবে, উদ্যোগের মনোভাব জন্ম নেবে। সমস্যাগুলো নতুন সমাধান করার চেষ্টা করবেন। 

2.  সাহস রাখবেন। কারণ, অনেক ঝুঁকি নিতে হবে। আমরা যে এখন নতুন প্রযুক্তির দিকে যাচ্ছি, সেখানে পৃথিবী বদলে যাচ্ছে। প্রযুক্তি অনেক কিছু নতুনভাবে দেখছে। তাই যাদের সাহস আছে, তারাই এগিয়ে যাবে। 

3.সর্বদা নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন। যা আপনি করছেন, তা সফল হবে—এ বিশ্বাস রাখবেন। কাজের দারুণ ফল আসবেই—এ বিশ্বাস রাখবেন। 

4.ধৈর্য্য ধরে থাকতে হবে ।ধৈর্য্য না থাকলে আপনি অনলাইনে কাজ করে আয় করতে পারবেন না । সতরাং আপনার ধৈর্য্য এখানে কাজ করার বড় একটা শক্তি হিসাবে কাজ করে । 

5. মানুষকে নিয়ে একটু চিন্তা করা। যাদের আছে তারা, যাদের নেই, তাদের নিয়ে চিন্তা করতে হবে। তাদের কী সমস্যা, কী চাহিদা আছে, তা প্রযুক্তি দিয়ে কীভাবে সমস্যা সমাধান করা যায়, জীবন উন্নত করা যায়, তা নিয়ে ভাবতে হবে। অন্যদের কষ্ট অনুধাবন করতে পারাটা একটা বড় গুণ। 

6.আরেকটি পরামর্শ হচ্ছে নিজেকে সুখী ভাবা। নিজের কাজের প্রতি আবেগ বা ভালোবাসা থাকা। মন চা চাইবে, সেটাই করবেন। অন্যের পছন্দ করে দেওয়া কিছু বা জোর করে চাপিয়ে দেওয়া কিছু করবেন না। মনের সঙ্গে মিলিয়ে মস্তিষ্কের প্রয়োগ ঘটান। এভাবে সামনে এগিয়ে গেলে সফল হবেন। 

7.সর্বদা সত্য কথা লেখার চেষ্টা করবেন । কারন মিথ্যা বললে আপনার ভিজিট , ক্লায়ন্ট ,স্পন্সর হারিয়ে যেতে পারে । আর একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া সহজ হবে না । 

বন্ধুরা আমার মতে আপনারা এ 7 টি পরার্মশ মেনে কাজ শুরু করলে , আমার মনে হয় আপনি কখনো হারবেন না । জয় আপনার হবেই 100% গ্যারান্টি দিচ্ছি । আমি শুরু করেছি এবং মেনে কাজ করছি আমার জয় আসতে শুরু করেছে । আশা করি আগামিতে আরো ফল পাবো । 

এগিয়ে চলুন , নিজের গতিতে , 

ভাল থাকবেন ।। 

Leave a Comment