Vitae.co সাইটে কি কি উপায়ে আয় করা যায় এবং কিভাবে এ্যাকাউন্টটি খুলবেন? (What are the ways to earn money on Vitae. co site and how to open an account?)

জীবন বদলে দেওয়ার পথে “Vitae.co”

সামাজিক যোগাযোগের মাধ্যম এবং  ভবিষ্যৎ আয়ের উত্তম জায়গা হচ্ছে “Vitae.co”। সামাজিক পরিবর্তন বিশ্বজুড়ে ঘটছে। অবশ্যই আপনি এটি জানেন এবং এটা দেখছেন। আপনিই তাদের মধ্য থেকে একজন মূল্যবান মানুষ এবং আপনি এখনো বেঁচে আছেন।

আপনি  Vitae.co  সম্পর্কেও জানতে পারেন। কৌতূহলী, সম্ভবত আপনি এটি শুনেছেন এবং এখানেই শেষ করেছেন। হতে পারে আপনি ইতিমধ্যে ভিটাকে অন্বেষণ করেছেন এবং এটি গ্রহণ করেছেন।

           আপনাকে স্বাগতম জানায় কারন আপনি সঠিক পথ ধরেছেন।

ভিটা ধারণাটি এই নতুন পৃথিবী এবং এর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে। বর্তমান এবং ভবিষ্যতের একটি আয়ের অন্যতম মাধ্যম।

Vitae.co কোম্পানির তথ্যঃ

এই কোম্পানি টি  Switzerland  রেজিস্টার করা  এবং Head Office- Belgium.Switzerland একটি 0% দুর্নীতির দেশ  এবং এই দেশের আইন ব্যবস্থা এত টাই ভালো যেখানে কোন দুর্নীতি নেই। সম্পুর্ন Decentralised Company & Blockchain পদ্বতিতে চলে। আপনি এখান থেকে অনেক উপায়ে আয় করতে পারেন।

ভিটা.কম কি? (What is Vitae.co?)

Vitae.co একটি Social Media Platform যার মাধ্যমে ভাল পরিমান অর্থ উপার্জন করা সম্ভব এবং এখন সারা বিশ্বের মানুষ আয় করছে। https://vitae.co সুইজারল্যান্ড ভিত্তিক Facebook এর মতো একটি পূর্ণাঙ্গ সোস্যাল মিডিয়া সাইট।

বিশ্ব সোস্যাল মিডিয়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে গত ৫ বছর ধরে তৈরি হয়ে নিখুত ও শক্তিশালী সফট্‌ওয়ার হিসেবে কাজ করে যাচ্ছে। এই প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা তাদের কর্মের জন্য পুরস্কৃত বা(কমিশন) পেয়ে থাকেন। যেখানে পরিপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি চমৎকার আয় করছে সবাই।

আপনি যদি অনলাইন থেকে আয় করার চিন্তা করে থাকেন তবেই যোগদান করবেন।

Refer Link Sign Up Now

আয়ের মাধ্যম সমূহ:-

আপনি যে সব মাধ্যমে আয় করতে পারবেন তা হলো:-

১. লাইক করে

২. পোষ্ট শেয়ার করে

৩. কমেন্ট করে

এছাড়াও আরো অনেক উপায় আছে 100% নিশ্চিত আপনি এখান থেকে আয় করতে পারবেন। আমি নিজে করছি। এবং আপনাদের কে বলছি।

 

Share Market (শেয়ার বাজার)

যখন কেউ আপনার পোস্ট শেয়ার করে নিবে তখন থেকে আপনি প্রতিবার ক্রেডিটগুলিতে 0.02 পাবেন। কারও পোস্ট শেয়ার করার জন্য, আপনি 0.10 ক্রেডিট প্রদান করেন। এই 0.10 ক্রেডিটগুলি 5 ব্যক্তির মধ্যে আনুপাতিকভাবে বিভক্ত হয়, যেখানে মালিক সর্বদা 0.02 ক্রেডিট পান।

দ্রষ্টব্য: প্রধান হলো পোস্টের মালিক।

এই উপার্জনের 50% প্রাপক তাদের জন্য রাখতে পারেন। অন্যান্য 50% শেয়ার পাওয়ার হয়ে যাবে। যখন শেয়ার পাওয়ার ব্যালেন্সের পরিমাণ 0.60 হয়, তখন মালিক 150 টি পছন্দ মতো একটি  ইউএনআইটি  কিনতে এবং এটি  সরাসরি রেফারেলকে দিতে পারেন। যখন এই অনুদানযুক্ত ইউএনআইটি একটি গার্ডেন ম্যাট্রিক্স পূরণ করে, মালিক সময়ের সাথে 344.00 ক্রেডিট এবং স্পনসর 100.00 ক্রেডিট অর্জন করবেন। আশা করি বুঝতে পেরেছেন।

আয় করার আরো গুরুত্বর্পূণ ৩ টি উপায় হলো:-

Garden Income

Purpose Income

Destiny Income

Garden Income:

Garden Matrix এর মাধ্যমে প্রতি Unit থেকে 344$ income করা যাবে। ১ দিনে সর্বোচ্চ ২০ টি unit কেনা যায়। ১ দিনে সর্বোচ্চ 20*344= 6880$ income করা যাবে। ১ Unit কিনতে আপনার খরচ হবে মাএ .060 সেন্ট। আর আয় কি হবে তাতো বুঝতে পারছেন।

আপনি যদি অনলাইন থেকে আয় করার চিন্তা করে থাকেন তবেই যোগদান করবেন।

Refer Link Sign Up Now

Purpose Income:          

                                    

Vitae Purpose Matrix  3×3 Level- 8**

অবস্থানগুলি Sponsor Forced” সিস্টেমটি ব্যবহার করে ক্রমে পূরণ করা হয় যা বাম থেকে ডানে সমানভাবে পূরণ করে। আপনি নিচের ছকটি দেখে নিতে পারেন।

Purpose income লেবেলে আপনি কাউ কে Sponsor/Reffer code send করার মাধ্যমে তার আয়ের ৩০% টাকা lifetime income করা যাবে। আপনি পরিশ্রম একবার করবেন আর সারা জীবন তার কাছ থেকে আয় করবেন।

নিচে লেবেল অনুযায়ী ব্যাখ্যা দেওয়া হলো কোন লেবেলে কেমন আয় হবে:-

                         

Destiny Income:

Destiny Income এর মানে দাড়ায় ”ভাগ্য বা সম্ভাবনা”। আপনি যদি কোম্পানির নিয়ম অনুযায়ী মাসের শেষ সপ্তাহে যোগদার করেন। তবে কোম্পানি আপনাকে $200 ডলার গিফ্ট দিয়ে থাকে। এটা আপনি একবার পাবেন।তাহলে আপনার ভাগ্যে যদি থাকে আপনি এখানে থেকেও $200 ডলার আয় করতে পারেন।

আপনি যদি অনলাইন থেকে আয় করার চিন্তা করে থাকেন তবেই যোগদান করবেন।

Refer Link Sign Up Now

Free Registration:-

(১ম পদ্ধতি) ফ্রিতে এ্যাকাউন্ট খুলে আয় করতে পারবেন কিন্তু তার আয়ের পরিমাণ অনেক কম হবে। ফ্রি রেজিষ্ট্রেশন করতে আপনার ফর্মে যা যা দিতে হবে:-

১। নিবন্ধকরণ লিঙ্কে ক্লিক করতে হবে তার আপনাকে Free Account Signup করতে হবে।

২। Free Registration

Name *: —————-.

Email *: —————-.

Date of Birth (DD/MM/YYYY)*: ————-.

Password*:——————-.

৩। আপনার ইমেল ঠিকানা যাচাই করতে হবে।

৪।ইমেইল ভেরিফিকেশন পিন নাম্বার আসবে তারপর Next Step ক্লিক করতে হবে।

৫।তারপর Next Step ক্লিক করতে হবে। এবং https://vitae.co/login করতে হবে।

৬।এখন এখানে আপনার Profile Picture এবং Cover Images Upload করতে হবে।তারপর Next Step ক্লিক করতে হবে।

এভাবে সর্ম্পূণ করতে হবে।

৭। তারপর আপনার ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে। সব কিছু সঠিকভাবে লিখবেন। কোন কিছুর ভূল তথ্য দিবেন না। মনে রাখবেন এখান থেকে আপনি আয় করবেন এবং সারা জীবনে মাএ একটির বেশি দুটি এ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই ধীরে বুঝে তারপর শুরু করুন।

৮।আপনার ফ্রি লাইক ইউনিট (150 টি পছন্দ) পাওয়ার জন্য একটি ওয়ালেট ঠিকানা তৈরি করতে ভুলবেন না। অবশ্যই ঠিকানা তৈরি করবেন।

এভাবে একটি ফ্রি এ্যাকাউন্ট খোলা যায়। তবে এখনো এটি তেমন ভাবে ফ্রি শুরু হয়নি তাই আপনি এখানে কাজ করে আয় করতে চাইলে অবশ্যই টাকা দিয়ে এ্যাকাউন্টটি আপডেট করে নিবেন। তারপর থেকে আপনি আনলিমিটেড আয় করতে পারবেন।

আপনি যদি অনলাইন থেকে আয় করার চিন্তা করে থাকেন তবেই যোগদান করবেন।

Refer Link Sign Up Now

Premium Registration

(২য় পদ্ধতি) আপনি একজন সফল নেটওয়ার্কার এর মতো অনেককে আয়ের সুযোগ দিতে পারবেন পারপাস ম্যাট্রিক্স এ, এর ফলে আপনিও বিশাল পরিমান আয় করতে পারবেন।

Premium Member বা Verified Memberএ্যাকাউন্টটি খুলতে আপনার লাগবে ==$210 ডলার । আপনি যখন এখান থেকে ভাল পরিমান আয় করবেন তখন আপনার নিকটস্থ আত্বীয় বা বন্ধুকেও এই আয় করার সুযোগ দিতে পারবেন। আর এভাবেই আপনি রেফার করার মাধ্যমেই এই পারপাস মেট্রিক্স হতে আয় করতে পারবেন।

এখনই প্রিমিয়াম রেজিষ্ট্রেশন করে একাউন্ট আপডেট করলেই পাবেন ১০টি like বান্ডেল বোনাস উপহার।

আপনি ফ্রিতে এ্যাকাউন্ট খোলার পরে নিজে নিজেও Premium Registration করতে পারবেন। এটিতে আপনার আগের তথ্য থাকে। পাশাপাশি আপনার ইমেইল এবং মোবাইল নাম্বার Verify করতে হয়। এবং Premium Member বা Verified Member হতে যে পরিমান ডলার প্রয়োজন অর্থাৎ:- $199.99 কেটে নিয়ে থাকে। পরে আয় বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত Unit কিনতে হবে।

পরিশেষে আবারও বলতে চাই,

এটি একটি সোস্যাল নেটওয়ার্ক সিস্টেম যা Facebook এর মতো। বর্তমানে সোস্যাল নেটওয়ার্ক সিস্টেম ট্রিলিয়ন ডলারের মার্কেট। আর এই মার্কেটের আয়ের উৎসই হচ্ছে ব্যবহারকারির Like, commentsShare. আর তাই Vitae সিস্টেম আপনার Like কে খুবই গুরুত্বপূর্ন ও মূল্যবান মনে করে। তাই Like এর বিনিময়ে সকল User দের মাঝে কোম্পানির মোট আয়ের প্রায় ৯০% শেয়ার বন্টন করে থাকে। তাই আপনি আর দেরি না করে আজিই আপনার মূল্যবান এ্যাকাউন্ট খুলে ফেলুন আর আয় করুন সারা জীবন।

পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভাল থাকবেন।

Vitae.co বিষয়ে আরো নানা রকম তথ্যের জন্য আপনি  YouTube Video দেখতে পারেন। 
অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment