‘‘সময় চলে গেলে তা আর ফিরে আসে না ।তাই আজই কিছু করুন ।
সময় চলে যায় রেখে যায় তার কিছু স্সৃতি
হাসি মুখে গ্রহন করি আমরা এই নিয়তি ।
ফেলে আসা দিনগুলি করি অবহেলা
কেও কি জানে এইটায় জীবনের খেলা ’’।।
আজকের কাজ কালকে করবো বলে, রেখে দেয় তুলে,
সময় চলে গেল বন্ধু,
পাবে নাকো আর ফিরে।।