আপনাদেরকে শুরুতে যে কথাটি বলতে চাই, তাহলো “চিন্তা” হ্যাঁ বন্ধুরা “চিন্তা” আমাদেরকে কখনো ভালপথ দেথায় আবার কখনো এমন একটি পথ দেখায় যা আপনি কখনো কল্পনা করেন নি । খুবিই খারাপ পথ যা আপনাকে ধংস করেফেলে দেয়। আমি ও অনেক চিন্তা করতাম ।
ভাবতাম আমি একদিন অনেক টাকার মালিক হবো ,বাড়ি করবো ,গাড়িকিনবো ইত্যাদি কিন্তু তা শুধু চিন্তার মধ্যে সিমাবদ্ধ থাকলে হবে কি কিছু , না তা সম্ভব নয় । তাই বলি অনেক কিছুনা ভেবে একটা সিদ্ধন্ত নিন আর এগি্যে জান আপনার চিন্তা মোতাবেক দেখবেন আপনি আপনারফল পাবেন। ভুল হবে আবার দাড়ানোর চেস্টা করবেন ।
আমাদের প্রতিদিনের জীবনে কিছু চিন্তা যাআপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারি ,আজ আমি সে সর্ম্পকে আপনাদেকে বলবো ।
সে গুলো হলো :
আরো জানুন: নেমচিপ কোম্পানির সেরা সব হোস্টিং প্যাকের দাম সর্ম্পকে আলোচনা
১. আপনার বিশ্বাস অনেক সময় সত্য না হতে ও পারে ।
২.অন্যদের সাথে তুলনা করা আপনাকে অসুখী করবে
৩.আপনি যাকে খুব বেশি বিশ্বাস করবেন ,সেআপনার শত্রু হতে পারে ।
৪.যা আছে তার চেয়ে অধিক আশা করলে সমস্যাহতে পারে ।
৫. প্রত্যাশা করলে যখন প্রত্যাশা পূরণ না হয়, আপনি দু:খিত হন।
৬.অন্যেনে মতামতে যদি আপনি কাউকে অনুসরণ করেন, আপনি নিজের পরিচয় হারাতে পারেন।
৭. একই সময় অনেক কাজ করলে সমস্যা হতে ।
আরো জানুন: ডোমেইন কিনবেন যেভাবে তার গাইড লাইন
৮. আপনার কিছু নায় বলে অসুখি হবেন না।কেও কখনো অর্থ নিয়ে পৃথিবী আসে না ।
এগুলো করলে আপনি দাড়াতে পারবেন না । তাই আমি বলতে পারি…
৯. নিজেকে ব্যালেন্স রাখুন এবং একটি সুখী জীবন লিড করতে পারবেন ।
১০. নিজেকে বিশ্বাস করুন ।
১১. অন্যের কথা শুনে ,নিজের জন্য যেটিভাল সেটি বেছে নিন ।
১২. পরিশ্রমি চিন্তা করুন, যা আপনি কাজেলাগালে ভাল ফল পাবেন ।
১৩. অযথা বাজে চিন্তা করবেন না ।যা আপনারশরীরের জন্য খারাপ দিক হতে পারে ।
আরো জানুন: Best 22 Domain and Hosting Affiliates Site.
সকলের সাথে মিলেমিশে চলুন । কিন্তু দয়াকরে কাওকে বিশ্বাস করবেন না ।কারন আপনার জীবন , একান্ত আপনার সেখানে কারো ও অধিকার নায় । নিজের একান্ত আপন জন ও না । শেষ কথা আমাকে অনুসরণ করুন নতুন পথে এগিয়ে চলুন যেটি আপনার জন্য ভাল সেটি গ্রহন করুন ।
ভাল থাকবেন ।