৩ টি বিষয় জানা খুবিই দরকার, এ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে।(There are 3 things you need to know before you start affiliate marketing. )

কেমন আছেন বন্ধুরা ? ভাল আছেন নিশ্চয় । আজ আমি যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি খুবিই গুরুত্বপূর্ণ বিষয় এ্যাফিলিয়েট  মার্কেটিং এ কাজ করার জন্য ।কারন আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনার প্রথম অবস্থায় যে তিনটি বিষয়ের দিকে  খেয়াল রাখতে হবে তা হলো: 

১। নিশ কিঃ  

নিশ কে সহজ ভাষায় বলা যায় “কোম্পনি”। মার্কেট এ গেলে দেখা যায় – বিভিন্ন কাপড়ের এর দোকান, খাওয়ার দোকান, বিউটি পার্লার ইত্যাদি ।ধরুন একটি খাওয়ার দোকান হচ্ছে “ফুড কোম্পনি” এর মধ্যে, একইরকম “ফুড এর ওয়েবসাইট” হচ্ছে “ফুড নিশ”। অফলাইন এ কোম্পনি আর অনলাইন এর ভাষায়“নিশ”। সুতরাং একটি কোম্পনি মধ্যে অনেক পণ্য থাকতে পারে ।আপনি যে পণ্য টি নিয়ে কাজ  করবেন শুধু মাএ সেই পণ্যের একটি ওয়েব সাইট খুললেন । এই পণ্য টি হলো এই ওয়েব সাইটের নিশ 

২। কিভাবে জানা যাবে ভাল মানের নিশ থেকে ভাল কমিশন পাওয়া যায়। 

আমার জানা মতে অনলাইনে অসংখ্য কোম্পানি রেয়েছে। যেখান থেকে আপনি একটি ভাল মানে নিশ পেতে পারেন।আপনি একটু গুগল  এ সার্চ করলেই পেয়ে যাবেন ৩০টির চেয়ে বেশি ভালো মানের এ্যাফিলিয়েট মার্কেটপ্লেস । তবে শুরু করার জন্য সবচাইতে ভালো হচ্ছে Amazon.com এ কোম্পনি সম্পর্কে জানতে চাইলে আপনি YouTubeএ খুঁজলেই অনেক ভিডিও পাবেন।

 আমার দৃষ্টিতে আপনি প্রথম অবস্থায় এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে চাইলে। আপনি এই মার্কেটপ্লেসে কাজ করতে পারেন  যেখানে আপনি আপনার মন মত  প্রোডাক্ট পাবেন। যার কমিশন ও ভাল দিয়ে থাকে । 

৩। পণ্য টি অনলাইনে মার্কেটিং করে কিভাবে কমিশন আয় করবেনঃ 

আমি আপনাদের খুবই সহজ ভাষায় বলতে পারি তা হলো ।আপনি যদি এ সম্পর্কে ভাল ধারণা নিতে চানতবে আপনি গুগল ও youtube  থেকে নিজ গুনে এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন। তবে আমার দৃষ্টি কোণ থেকে আপনি আপনার পন্যের গুনগত মান ভাল ভাবে  তুলে ধরতে পারলে আপনি পণ্যটি বিক্রি করতে পারবেন এবং ভাল কমিশন পেতে পারেন । তার জন্য আপনার যে বিষয়টি সম্পর্কে  জানা দরকার তা হলো : 

আরো জানুন: ওয়েবসাইট ডাউন হলে বোঝার উপায় কি?জেনে নিন করণীয় ৫ টি দিক।

পণ্যটির সম্পর্কে বিস্তরিত জানানো । তার গুনগত মান তুলে ধরা গ্রাহক কে নিজস্ব প্রোডাক্ট পেইজ এ নিয়ে আশা। তাদের সাথে ভাল  সম্পর্ক গড়ে তোলা । নতুন পণ্যের বিষয়ে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো। বিভিন্ন সমাজিক মিডিয়াতে পণ্যের বিঞাপন দেওয়া  অফলাইন ও অনলাইন থেকে প্রচুর গ্রাহক আনার ব্যাবস্থা করা। মনে রাখবেন যতো লোক আপনার পণ্যের ওয়েব সাইটে আসবে  আপনার কমিশনের মাএা ও বেশি হতে থাকবে । 

পড়ুন: বাংলাদেশ থেকে ওয়েব সাইট কেনার আগে জেনে নিন অতি প্রয়োজনীয় ১১ টি ফিচার সর্ম্পকে।

অতএব আপনি ভাল কমিশন ও ভাল এ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনাকে এ তিন বিষয়ের উপর দৃষ্টি ভাল রাখতে হবে ।  আপনি কিছু না জানলে কিছুতেই কোন কাজ করতে পারবেন না । ভাল কাজ করলেই আপনি ভাল কমিশন পাবেন আর আপনার  আয় ও ভাল হবে । ভাল থাকবেন বন্ধুরা ।আবার দেখা হবে আমার লেখার মাধ্যমে। ততোক্ষনে বিদায় নিচ্ছি । 

ধন্যবাদ 

Leave a Comment