সময়ের সঠিক ব্যবহার করবেন কিভাবে?(The way to use the proper time? )

সবচেয়ে প্রয়োজনীয় কাজটি বাছাই করা :

আমরা প্রতিদিন বিভিন্ন ধরণের কাজ করি কিন্তু কোন কাজটা করা জরুরী আর কোনটা পরে করলেও হবে তা নিয়ে সচেতন থাকি না। তাই আমরা সময়কে সঠিক ভাবে পরিচালনা করতে পারি না। তাই আপনার প্রয়োজনীয় কাজ বা যে কাজটাকে আপনি ভালবাসেন সেটাকে গুরুত্ব দিয়ে আপনার মূল্যবান সময়কে পরিচালনা করুন।তাহলে আপনি সঠিক দিক খুজে পাবেন।

আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার :

আমরা এখন সবসময় প্রযুক্তি নির্ভর একটা যুগে এখন বাস করি সেহেতু প্রযুক্তির প্রতি আমাদের দুর্বলতা বা আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে দিনের বেশিরভাগ সময় কম্পিউটার, মোবাইলে দিয়ে দিলে অন্য দক্ষতা অর্জনে বাধা সৃষ্টি হবে। তাই নিজেকে নিয়ন্ত্রনের মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তবে আপনি আপনার লক্ষ্যে পেীছাতে পারবেন ।

সময় সম্পর্কে সচেতন থাকা :

আপনি যা করেন না কেন আপনাকে অবশ্যই সময় সম্পর্কে সচেতন থাকতে হবে ।প্রতিদিন রাতে পরের দিন কি কি কাজ করবেন তা নোট আকারে লিখে ফেলতে হবে এবং কাজটি শেষ করে নোট থেকে কাজটি কেটে দেওয়া খুবই কার্যকর একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার করা যায়।

নিজের মধ্যে চেতনা সৃষ্টি করা :

যত উপায়ই বলা হোক না কেন আপনি তখনই আপনার সময়কে কাজে লাগাবেন যখন আপনার কাছে মনে হবে সময়টাকে কাজে লাগাতেই হবে কারন আর সময় নেই। আমাদের একটা মারাত্মক সমস্যা হচ্ছে, আমরা মনে করি সময় তো আছেই। যে ব্যক্তি জানে যে এক মাস পর সে মারা যাবে সেই বুঝে সময় কত কম তার কাছে।

যে মানুষটা বিপদে আছে সেই বুঝে সময়ের মূল্য কত টুকু। যে শিক্ষার্থী পরীক্ষার হলে আছে সেই বুঝে প্রতিটা সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনার কাজ টা কেনোকরা প্রয়োজন বা সময়টাকে কাজে লাগানো কেনো জরুরী তা বুঝতে নিজেকে প্রশ্ন করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। তাই বলছি সময় সর্ম্পকে নিজের মধ্যে চেতনা বৃদ্ধি করতে হবে এবং সময় কে সঠিককাজে লাগাতে হবে ।

আসুন সবাই এক সাথে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের নিজ নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাই এবং একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি।

আপনাদের কাছে যদি আরো কার্যকরী কোন প্রক্রিয়া থাকে যা দ্বারা সময় সঠিক ভাবে কাজে লাগানো যাবে বলে মনে করেন তাহলে দয়া করে মন্তব্য করে জানাবেন।

ভাল থাকবেন।

Leave a Comment