আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন অনেক আছে।এর একটি কারন সেটা হলো শিক্ষার মান ।আমাদের দেশে শিক্ষার মান এখন আগের তুলনায় এখন ভাল অবস্থানে আছে ।তার একটি কারন তাহলো আমাদের দেশের সরকার এখন শিক্ষা দিকে ব্যাপক নজর দাড়ি করছে । সে বাংলাদেশে শিক্ষিতের হার বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছেন ।বিশেষ করে মেয়েদের দিকে বেশি নজর দারি করছেকারন আমাদের দেশে মেয়ে শিক্ষিতের হার অনেক কম ।
আরো জানুন: নিশ সাইট শুরু করতে হলে, ৭টি বিষয় মনে রাখবেন ।
একটি ওয়েব সাইটের প্র্রয়োজনীয়তা:
প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব নিয়মকানুন অনুযায়ী এগিয়ে চলছে । তারা তাদের ছাএও ছাএীদের কে নিজস্ব নিয়মের আওতায় রেখে ভর্তি, ফরম ফিলাপ,রেজিস্টেশন, ইত্যাদি করে থাকে । এখন মানুষের চিন্তা ধারা বদলেছে । সেই সাথে বদলেছে কাজের কাঠামো এখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেকম্পিউটারে তাদের কার্য ক্রম সম্পাদন করে থাকে । তার ফলে আমাদের কাজের মান ও ভাল হয়েছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইটের প্রয়োজনীয়তা :
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ওয়েব সাইট, প্রতিষ্ঠানের নামে থাকা দরকার কারন হলো সহজে খুজে পাওয়া যাবে । যার ফলে খুবিই সহজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য পাওয়া যাবে । ভর্তির জন্য ওয়েব সাইটথাকলে ভাল হয় । এতে কাজের সুবিধা হয়। মাসের বেতন আদায় ও রেজিষ্টেশনের জন্য কম্পিউটারে ওয়েব সাইট প্রয়োজন। প্রতিষ্ঠানে বিভিন্ন নোটিশ ওয়েব সাইটের মাধ্যমে সকল ছাএ ও ছাএীর কাছে সহজে পাঠানো যায় । তারা ও খুবিই সহজে প্রতিষ্ঠানের নোটিশ দেখতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে ।
জানুন: ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে ভিজিটর আনবেন তার সুন্দর সমাধান
পরীক্ষার ফলাফল খুব সহজে জানা যায় । পরীক্ষার সময় সূচি ওয়েব সাইট থাকলে খুবি সহজে দেখা যায় । প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন কর্ম পরিকল্পনা জানা যায়। প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন কর্মচারী নিয়োগ সম্পর্কে জানা যায়। এছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠানের কর্য ক্রম সম্পর্কে একটি ওয়েব সাইটের মাধ্যমে জানা যায়। সুতরাং
আপনার দৃষ্টিতে কি মনে হয় এটা ঠিক নয় কি যে একটি প্রতিষ্ঠানে ওয়েব সাইটের প্রয়োজনীয়তা অনেক। আমাদের দেশে এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোন ওয়েব সাইটের কাযক্রম নাই। শিক্ষার উন্নয়নের সাথে সাথে এদিকে ও খেয়াল রাখতে হবে । কারন এটা ও একটি গুরুত্বপূণ দিক শিক্ষা প্রতিষ্ঠানে জন্য ।আজ হয়তো বা ভাবছেন কোন ওয়েব সাইটের প্রয়োজন নাই কিন্তু এমন একটা দিন আসছে তখন দেখবেন যে ওয়েব সাইটের বিকল্প কিছু থাকবে না ।
পড়ুন: ডোমেইন:সাইটের কোন ভিজিটর হারাবে না ডোমেইন পরিবর্তন করলেও।
বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান Namecheap কোম্পানী থেকে আপনি একটি ডোমেন ও হোষ্টিং কিনে নিয়ে আপনি একটি সুন্দর ওয়েব সাইট তৈরি করতে পারেন । আপনি যদি ওয়েব সাইট বানাতে চান তবে এখনি আর দেরি না করে খুলে ফেলুন আপনার পছন্দের সাইট
ডোমেন ও হোষ্টিং কিনতে ক্লিক করুন : সাইন আপ
ভাল থাকবেন ।