ইতিহাস :
এফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা ডিজিটাল পদ্ধতি যা দ্বারা একটি কোম্পানির যে কোন প্রোডাক্ট এর রিভিউ করে বা ওই প্রোডাক্টের ভালো মন্দ দিক সম্পর্কে লিখে অডিয়েন্সের কাছে ওই নিদৃষ্ট প্রোডাক্টটি বিক্রি করিয়ে তার থেকে কিছু কমিশন নেওয়াকে এফিলিয়েট মার্কিটিং বলে |অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইতিহাস কিন্তু অনেক দীর্ঘ কারন ডব্লিউ ডব্লিউ ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্মের মাত্র চার বছরের মাথায় অ্যাফিলিয়েট মার্কেটিং কনসেপ্টের সূচনা হয়।
উইলিয়াম জে টবিন (William J Tobin) সর্বপ্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রবর্তন করেন। তিনি তার প্রতিষ্ঠান PC Flowers & Gifts কে প্রোডিজি নেটওয়ার্কের (Prodigy Network) আওতায় আনেন এবং১৯৯৮ সাল থেকে তাদেরকে সেলের জন্য কমিশন ব্যবস্থা চালু করেন। টবিন ১৯৯৪ সালে সর্বপ্রথম একটা বিটা ভার্সন চালু করেন এবং ২৬০০ এফিলিয়েট পার্টনার নিয়ে ১৯৯৫ সালে তার অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেন।
১৯৯৪ সালে CDNow ও ১৯৯৬ সালের জুলাই মাসে Amazon তাদের এফিলিয়েট প্রোগ্রাম চালু করেছিল।একে একে এফিলিয়েট সিস্টেম অনলাইন প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং অল্প কিছু দিনের মধ্যেইব্যবসায়ী ও ভোক্তা উভয়ই লাভবান হতে থাকেন।এই পদ্ধতি ব্যবহার করে তার কোম্পানি অনেক লাভবান হতে থাকেন কারণ সে তার কোম্পানির সেল বাড়াতে সক্ষম হয়েছিল |
আবার তার কোম্পানির জন্য বেশি লোকের দরকার হতো না কারণ তার প্রোডাক্ট সেলের কাজটি এফিলিয়েট মার্কেটেররাই করতো |অতপর, দেখা গেলো ওই পদ্ধতি অন্য অন্য কোম্পানি গুলোও ব্যবহার করতে আগ্রহী হতে লাগলো | তারাও দেখলো আসলেই তো এটি একটি ভালো এবং লাভজনক পদ্ধতি |একজন ব্যাবসায়ী তার কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য শুধু তার কি কি প্রোডাক্ট আছে তাই তার সাইটে জানিয়ে দিলো তারপর ওই ব্যাবসায়ীর কাজ শেষতারপর কাজ শুধু এফিলিয়েট মার্কেটারদের |
তখন প্রোডাক্ট বিক্রি হবে ব্যাবসায়ীর, আর কমিশন পাবে এফিলিয়েট মার্কেটারও তখন দুজনই লাভবান হতে থাকবে |একটা সময় কিছু সংখক কোম্পানি তাদের সেল বাড়ানোর জন্য এই এফিলিয়েট মার্কেটিং চালু করে দেখলো তাদের অনেক সেল বাড়তেছে |তারপর থেকে আস্তে আস্তে অনলাইনে বিশ্বের বহু কোম্পানি গুলো তাদের এফিলিয়েট মার্কেটিং করিয়ে অনেক উপকার পেতে আগ্রহী হয়ে ওঠে |
দেশি বিদেশি কয়েকটি এফিলিয়েট মার্কেটিং করে এমন কোম্পানির সম্পর্কে ইতি মধ্যে আপনারা হয়তো পরিচিত আছেন এই যেমন ধরেন আমাজান ডট কম, আলিবাবা ডটকম, দেশি ও কিছু কোম্পানি এফিলিয়েট করে তাদের মধ্যে বিক্রয় ডট কম, দারাজ ডট কম , ওয়েব হোস্টিং ইভেন্ট ডট কম ইত্যাদি |একটি মজার ব্যাপার দেখুন ওই মালিক পক্ষ কিন্তু এফিলিয়েট মার্কেটারকে চাকরির জন্য কোন নিয়োগ দেয়নি |
তারপরও ওই এফিলিয়েট মার্কেটার কিন্তু সেই মালিকের প্রোডাক্ট সেল করানোর জন্য কাজ করে যাচ্ছে কারণ, এতে তার লাভ নিহিত আসে |এখানে কিন্তু দুই পক্ষই লাভবান হবে তাই কাজ করতে কোন অসুবিধা নাই |তো এই ছিল এফিলিয়েট মার্কেটিং নিয়ে আমার প্রারম্ভিক আলোচনা। এ সম্পর্কে আরো বেশি বেশি জানতে আমার সাইটের অন্যান্য পোস্টসমূহের সঙ্গে থাকুন ।
আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে তা অন্যান্যদেরকেও জানিয়ে দিন।ছোট্ট একটি অনুরোধ! ভাল লাগলে দয়া করে কন্টেন্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন