
আপনি চাকরি করছেন কিন্তু বেতন অল্প হওয়ায় সংসার চালানো কস্ট হচ্ছে। বারবার পরীক্ষায় ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিচ্ছেন? নাকি কারও অধীনে, নিজের মতের বাইরে গিয়ে দশটা-পাঁচটার ডিউটিতে চরম অনিহা? কিন্তু হাতের কাছে আয় করার দারুণ সব উপায় থাকলে খামোখা হাল ছাড়বেন কেন? জেনেনিন, চাকরি পাশাপাশি বাড়তি টাকা আয় করার সেরা উপায় সমূহ ।
আশা করি এর মাধ্যমে আপনি বাড়তি টাকা আয়ের পথ পাবেন তাহলে চেনে নিন আরও কী কী উপায়ে আপনার পকেটকে স্বাস্থ্যবান করে তুলতে পারেন।
অনলাইনে চাকরি :
বহু মানুষ আছেন যাঁরা তাঁদের জীবনে ব্যস্ততার কারণে নিজেদের গবেষণার প্রজেক্ট লেখার সময় পান না। তারা স্বপ্ন দেখের কিন্তু বাস্তবে পুরন করতে পারেন না । অনেক সময় তাঁরাএকজন অ্যাসিস্ট্যান্ট খোঁজেন।
যদি ঘরে বসে টাকা রোজগার করতে চান তাহলে এই ধরনের বিভিন্ন সংস্থার সাইটে নিজের অ্যাকাউন্ট খুলুন আর টাকা আয় করুন ঘরে বসেই।একজন অ্যাসিস্ট্যান্ট খোঁজেন। যদি ঘরে বসে টাকা রোজগার করতে চান তাহলে এই ধরনের বিভিন্ন সংস্থার সাইটে নিজের অ্যাকাউন্ট
খুলুন আর টাকা আয় করুন ঘরে বসেই।
1. up work
2. People per Work
3. Fivver
4. Freelancer
5. Truelancer
অনলাইন সার্ভে পেপার পূরন করে :
অনলাইনে নানা রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য নানান সার্ভে পেপার দেওয়া থাকে। সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টাকা দেওয়া হয় । আপনি এখান থেকে আয় করতে পারেন।
ফ্রিলান্সার লেখক হয়ে :
যদি আপনি লিখতে ভালবাসেন তাহলে ফ্রিলান্সিংয়ে লেখালিখি করাও আপনার জন্য লাভদায়ক। এতে কোনও দায়বদ্ধতা নেই। বরং আছে সৃষ্টির মজা।আমি এখানে আপনি বাংলা অথবা ইংরেজি ভাষায় বিভিন্ন লেখা লিখে আয় করতে পারেন ।
গবেষণায় সাহায্য করে :
যদি আপনি বিজ্ঞানের ছাত্র হন তাহলে এই ধরনের কাজ আপনার জন্য আদর্শ। এতে এক দিকে যেমন জ্ঞানের পরিধিও বৃদ্ধি পাবে, তেমনই পকেটও ভরবে। আপনি অনলাইনে এ ধরনের গবেষণার কাজ করতে পারেন ।
গৃহ শিক্ষকতা হয়ে:
টাকা রোজগারের এর থেকে সহজ পদ্ধতি আর কি হতে পারে? নিজের যোগ্যতা বুঝে এবং পছন্দের বিষয় বেছে নিয়ে সহজেই গৃহ শিক্ষকতা হয়ে কাজ করতে পারেন।
বাড়ি কেনা-বেচা করে:
বাড়ি বা জমির কেনা বেচা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট লাভদায়ক ব্যবসা। প্রথমে চেনাশোনার মধ্যে দিয়ে শুরু করুন। আস্তে আস্তে যোগাযোগের পরিধি বিস্তৃত হয়ে যাবে। আপনি চাইলে এটা করতে পারেন । প্রথম অবস্থায় একটু কস্ট হবে পরে দেখবেন ভাল আয় হবে ।

সৃজনশীল দক্ষতা প্রতিফলনের মাধ্যমে:
সবার মধ্যেই কিছু না কিছু সৃজনশীল দিক থাকেই। কেউ ভালবাসেন কবিতা লিখতে, কেউ ভালবাসেন ঘর সাজাতে, আবার কেউ ভালবাসেন ফোটো তুলতে। নিজের ভিতরের সৃজনশীলতাকে অবহেলা না করে তাকে কাজে লাগান। কে বলতে পারে, হয়তো একজন ভাল ফোটোগ্রাফার বা কবি বা ডিজাইনার হয়েই জীবনে সাফল্য পেতে পারেন ।সময় নস্ট করবেন না এগিয়ে চলুন আপনি পারবেন ।
পণ্য মেরামত করে :
টিভি, ফ্রিজ, মোবাইল, মিক্সি, মাইক্রোওয়েভ থেকে শুরু করে যে কোনও মেশিন মেরামত করা শিখে নিন। এই ধরনের মেরামতির কাজও কিন্তু আজকের দিনে যথেষ্ট লাভদায়ক।কোন কাজ ছোট মনে করবেন না ।ছোট থেকে মানুষ কিন্তু বড় হয় ।
হোম ডেলিভারি করে:
রান্না করতে ভালবাসেন? সহজেই করতে পারেন হোম ডেলিভারির ব্যবসা। এতে লাভ তো হবেই, পাশাপাশি হরেক রকম রান্নায় মনও ভাল থাকবে আপনার । এখান থেকে আপনি ভাল টাকা আয় করতে পারেন।
অনলাইনে ভিডিও আফলোড করে :
আপনি ভাল কিছু শিক্ষানিয় দিক র্নিধারণ করুন এবং তার উপর কিছু ভিডিও তৈরি করে ইউ টিউবে দিতে পারেন । এখান থেকেও আয় হতে পারে ।
এফিলিয়েট মার্কেটিং :
অনলাইনে আপনি পণ্যের এফিলিয়েট মার্কেটিং করতে পারেন । এখান থেকেও আপনার আয় হবে।

বন্ধুরা অনেক চিন্তা করেছেন আর কোন চিন্তা না করে আজকে সিদ্ধান্ত নিন। কোন পেশা আপনার মনের মত হতে পারে। আর সে পথে এগিয়ে চলুন । আজ ভাল না লাগলেও কাল আপনার জীবন বদলে যেতে পারে । মানুষ কস্ট করলে তার কোন ফল হবে না এমন কোন দিন ঘটেনি ।তো বন্ধুরা শুরু করুন কাজ আর বদলে ফেলুন নিজেকে।
ভাল লাগলে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না ।