.
.
আমাদের দেশের আয়ের তুলনায় ব্যয় অনেক । তাই অনেক পরিবার টাকার অভাবে পড়াশোনা করাতে পারে না । কিন্তু বর্তমানে অনলাইনে কাজ আসার পড়ে অনেকে তার পড়াশোনার খরচ নিজে আয় করতে পারে ।আজ আমি আলোচনা করবো পড়াশোনার পাশাপাশি কিভাবে আয় করা যায় ।
কারন ছাত্র-ছাত্রীদের এক্সট্রা পকেট মানির জন্য অনেকে অনেক কজ করে থাকে। তারা যদি একটু চোখ কান সজাগ রাখে টাকা আয় করে নিতে পারে । নিম্নে উক্ত কাজ গুলির সংক্ষিপ্ত আলোচনা করা হল। যা করতেতেমন পরিশ্রম করতে হয় না ।
আরো জানুন:
ডাটা এন্ট্রি জব –
ডাটা এন্ট্রি কাজের দিন দিন চাহিদা বেড়েই চলছে। ছাত্র অবস্থা অবসরে এই কাজটি ঘড়ে বসে অনায়সে করা যেতে পারে। ছোট ডাটা এন্ট্রির কাজ , কপি ও পেস্ট এর কাজ , এছাড়া আরো অনেক ছোট ডাটা এন্ট্রির কাজ আছে যা আপনি অনায়াসে করে আয় করতে পারেন অর্থ । আমার জানা মতে আপনি এসব সাইটে কাজ করে আয় করতে পারেন তা হলো :
www.macroworks.com .www.jobboys.com এখানে আপনি কাজ করতে পারেন ।
ফিলান্সিং কাজ করে আয় :
আমাদের দেশে ও পৃথিবীর সব দেশে প্রতিনিয়তই ফ্রিলান্সিং কাজের চাহিদা বেড়েই চলছে। ফ্রিলান্সিং ছাত্রছাত্রী আরেকটি মহৎ জব বলে আমি মনে করি। কেননা নেই কোন বাঁধা ধরা সময়, নেই কোন টাকা ইনভেস্টমেন্ট বিষয়। যখন খুশি যেখানে খুশি আপনি কাজ করতে পারেন। ফ্রিলান্সিং এর জন্য যোগ্যতাকোন বালাই নেই, যে কেউ কাজ করতে পারে।
ফিলান্সিং সাইট গুলোতে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। অতএব যারা নতুন তারাও কাজ পেতে পারে। ফ্রিলান্স সাইট গুলির মধ্যে যেমন – up-work, Odesk, Freelance, Guru ইত্যাদি আরও এ রকম অনেক ফিলান্সিং সাইট রয়েছে। আপনি চাইলে এ সমষ্ত সাইটে কাজ করে আয় করতে পারেন টাকা ।
ব্লগিং করে আয় :
সবচেয়ে সহজ ও সুন্দর আজীবন টাকা আয়ের মাধ্যম হল ব্লগিং। ব্লগ হচ্ছে মূলত ওয়েব ডাইরি এই ওয়েব ডাইরির মধ্যে আমরা বিভিন্ন আর্টিকেল লিখে বিভিন্ন কম্পানির মাধ্যমে আমরা টাকা আয় করতে পারি। একটি ব্লগ তৈরি করা যায়। ব্লগ তৈরি করার জন্য কোন পয়সা বা ডলার লাগে না।
বিষয় নির্ধারণ করে আপনি ২ থেকে ৩ মাস নিয়মিত অর্থাৎ দিনে একটি বা তার বেশি টিউন লিখুন দেখবেন সফল্যে দোরগোড়ায় আপনি পৌঁছে গেছেন। একজন সফল ব্লগার হতে পারলে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। ব্লগ তৈরি করার জন্য অনেক প্লাটফর্ম আছে, তার মধ্যে আমি যেটি ভালো ও সহজ মনে করি সেটি www.bloger.com
আর্টিকেল রাইটিং
যাদের লেখালিখির জ্ঞান আছে তারা অনায়সে আর্টিকেল রাইটিং কাজ টি করতে পারে। আর্টিকেল রাইটিং মানে কোন কিছু বিষয়ের উপর লেখা। সেটি হতে পারে আপনার পছনের ভাষাতে তবে ইংরেজিতে এই কাজের অনেক চাহিদা রয়েছে। তবে আপনি কোন কম্পানির হয়ে কাজ করলে তাদের দেওয়া বিষয়ের উপরেই লেখতে হবে। তবে আপনি নিজের ব্লগে আর্টিকেল লিখেও বেশ টাকা কামাতে পারেন। নেট সার্চ করলে এ রকম অনেক সাইট পাবেন যেখানে আর্টিকেল লেখলে আপনি তার বিনিময়ে টাকা পাবেন।
আমার জানা ভাল সাইট হলো :
https://www.closewe.com এখানে আপনি বাংলা ও লিখতে পারেন তাতে ও আপনি টাকা পাবেন।
প্লেয়িং গেম
আমাদের অনেক ছাত্র-ছাত্রী আছে যারা গেম খেলে সময় কাটায় । আপনি চাইলে গেম খেলে ও টাকা আয় করতে পারেন । আপনি বিভিন্ন চোখ কান খোলা রেখে যে সব ওয়েব সাইটে গেম খেলে টাকা আয় করা যায়, সেই সাইটগুলিতে সময় দেবেন এবং সেখানে গেম খেলবেন । এক ঢিলে দুই কাজ টাকা আয় প্লাস শখের গেম খেলা। ভাল লাগলো না বন্ধুরা ।
তবে আর সময় নস্ট না করে আজিই শুরু করে দিন । নিজের আয় ও হবে পাশাপাশি আপনি আপনার পরিবার কেও অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন । তারা ও খুশি হবে ।
ভাল থাকবেন ।