আপনার জীবন কখন কিভাবে বদলে যেতে পারে সেটা কেও বলতে পারে না ।আমি ও বলতে পারতাম না আমার জীবন ধারা এ বদলে যাবে। আমি মনে করে ছিলাম যে আমার জীবন চাকুরী করেই শেষ হয়ে যাবে ।কিন্তু না বিধাতা আমার জন্য হয়তো অন্য কিছু লিখে রেখেছে । বলতে পারছি না তবে অনুভব করতে পারি । আমি চাকুরী ছেড়ে পাঁচ মাস যাবত এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করছি। কাজটি ভাল কিন্তু কষ্টটি হচ্ছে এখানে একটু ধৈয্য ধরে কাজ করতে হয় ।কাজ না করলে আপনি ভাল ফল পাবেন কিভাবে, আমি ও তাই ভাল ফল পাবার আশায় কাজ করছি । নতুন ওয়েব সাইট : সকল মানুষ নতুন কিছু হাতে পেলে বেজায় খুশি হয়ে থাকে । আমি ও ঠিক তাই আমার কর্ম জীবনে এতোটা কখনো খুশি হয়নি যতটা না আজ হয়েছি । আমার নতুন ব্যাবসা প্রতিষ্ঠান । এখানে আমি মালিক,আমি যা করবো বা যা বলবো সবই আমার হয়ে থাকবে । কেও কোন বাধা দিতে আসবে না । আমি কাজ করবো আমার ইচ্ছা মত । একটি ওয়েব সাইট আপনাকে যে কি পরিমান টাকা আয় করে দেখাতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না ।এ সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করা হবে । আজকের দিনে আমি একটি ওয়েব সাইট কিনে তা হাতে পেয়েছি । সত্যি আমি অনেক অনেক খুশি হয়েছি । আপনি যদি চান : আমার মত আপনি ও যদি একটি ওয়েব সাইট কিনতে চান এবং সেখানে কাজ করতে চান তবে আজিই ক্রয় করুন । অনলাইনে বিভিন্ন কোম্পানী আছে যারা ডোমেন ও হোষ্টিং বিক্রি করে থাকে । পাশাপাশি বিভিন্ন উন্নতমানের থিম ও বিক্রি করে থাকে । এবং কিছু বিশেষ সময়ে তারা বিভিন্ন প্রোডাক্টে বছরের নানা সময় বড় ধরণের ছাড় দিয়ে থাকে । আর … Read more