Social book marking ওয়েবসাইট এর সর্ম্পকে জানুন ।

আজ আমি আলোচনা করবো Social book marking বলতে কি বুঝি ? এবং এর কাজ ‍?  আমরা

যারা SEO(Search engine optimization) এর কাজ করে থাকি বা কোন না কোন ভাবে SEO

এর সাথে যুক্ত তারা সকলেই জানি যে Social bookmarking Website কি? এবং এর কাজ কি ?

Social book marking কি :

Social bookmarking হলো এমন এক ধরনের ওয়েবসাইট , যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে

যত মানুষ SEO এর কাজ করে বা করছে বা অন্য যেকোন অনলাইন ভিত্তিক কাজের সাথে যুক্ত আছেন

তাদের কাছে সেই কাজের উপর থাকা সকল প্রকার রিসোর্স অন্য মানুষের কাছে শেয়ার করার একটি

প্লাটফ্রম হলো Social book marking

উদাহরন দিয়ে বলি বুঝতে পারবেন ”আমি বাংলাদেশে বাস করি এবং আমি এসইও (SEO) এর কাজ

করি।তাই আমি এসইও ( SEO) অনেক রিসোর্স সর্ম্পকে জানি এবং আপনি থাকেন আমেরিকা ও

আপনিও এসইও( SEO) এর কাজ করেন তবে আমি যে রিসোর্স ও বিষয় গুলো সর্ম্পকে জানি সে গুলো  

আপনি জানেন না। আবার আপনি যে গুলো সর্ম্পকে জানেন সে গুলো সর্ম্পকে আমি জানি না কিন্তু দুই

জনই একই কাজ করছি আর তা হলো এসইও (SEO)।

Social bookmarking এর কাজের ধরন :

 Social bookmarking ওয়েবসাইট এমন একটি প্লাটফ্রম যার মাধ্যমে একই ধরনের কাজ করা

মানুষদের সাথে আপনার যোগাযোগ এবং তাদের রিসোর্সগুলো শেয়ার করা। এবং তাদের শেয়ার করা

রিসোর্স গুলো থেকে শিখে নেওয়া এর ফলে দুই জনই উপকৃত হয়।এখানে সকল মানুষই SCO নিয়ে রির্সাস

করে থাকে। আপনি সকল এস সি ও তথ্য এখান থেকে পেতে পারেন।

কেন ‍Social bookmarking ওয়েবসাইটের সাথে সংযুক্ত হবেন :

Social bookmarking ওয়েবসাইটগুলোর সাথে আপনি যুক্ত থাকলে অনেক লাভোবান হবেন। কারণ

এই পৃথিবী নিয়মিত আপডেট হচ্ছে আর সাথে আপডেট হচ্ছে আপনার ইন্ডাষ্টির বিভিন্ন ধরনের কাজ।

আপনি যদি এই আপডেট গুলো সর্ম্পকে জানতে না পারেন তাহলে আপনি সবার থেকে পিছিয়ে পড়বেন

এবং এতে আপনার কাজের মূল্য কমে যাবে। এবং অন্যরা আপনার চেয়ে এগিয়ে যাবে ।এই ব্যস্ত পৃথিবীর

সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত আপডেটগুলো সর্ম্পকে জানতে হবে । আর এই

কাজটি সবচেয়ে ভালোভাবে করা যায় একমাত্র Social bookmarking ওয়েবসাইটের সাথে যুক্ত

থেকে।

Social bookmarking গুরুত্ব:

আমরা যারা  SEO এর কাজ করে থাকি তাদের জন্য Social bookmarking ওয়েবসাইট খুবই

গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলেই জানি এসইও এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো অফপেজ এসইও

(SEO) আর এই অফপেজ এসইওর সবচেয়ে প্রধান কাজ হলো উচ্চ ডোমেন অথোরিটি সাইট গুলোতে

ব্রাকলিংক তৈরি করা। আর উচ্চ পেজ অথোরিটি ও উচ্চ ডোমেন অথোরিটি সাইট গুলোতে এত সহজে

ফ্রিতে ব্রাকলিংক তৈরি করা যায় না।

আর এ কারনে অনেকে এই Social bookmarking ওয়েবসাইট গুলোকে ব্যবহার করে থাকে। কারণ

Social bookmarking ওয়েবসাইটগুলোতে সর্ম্পূণ ফ্রিতে ব্রাকলিংক তৈরি করা যায়। এবং Social

bookmarking ওয়েবসাইট রয়েছে যারা Do follow লিংক ও দিয়ে থাকে। যা আপনার সাইট

সার্চইন্জিনে র‌্যাংক করার জন্য খুবই কার্যকরী দিক। বড় বড় কিছু Social bookmarking

ওয়েবসাইট রয়েছে যাদের পেজ অথোরিটি ও ডোমেন অথোরিটি ৯০+ যা একদম উচ্চ পর্যায়ের

ওয়েবসাইট। এমন একটি ওয়েবসাইটে একটি ব্রাকলিংক তৈরি করার জন্য অনেকে হাজার হাজার টাকাও

খরচ করতে রাজি থাকে কিন্তু পারে না । যা আপনি ফ্রিতে করতে পারছেন।

এখন আমি আপনাকে ২০১৯ সালের সেরা ১১টি Social bookmarking ওয়েবসাইটের সাথে লিংক

সহ পরিচয় করিয়ে দিবো আশা করি আপনাদের কাজে লাগবে। সাইটগুলি হলো :

        1. https://myspace.com/         

        2. https://www.pinterest.com/         

        3. https://www.plurk.com

           4. https://www.tumblr.com         

        5. https://www.stumbleupon.com

            6. https://www.tumblr.com         

        7. http://www.scoop.it/         

        8. https://flipboard.com/         

        9. https://www.fark.com/         

        10. https://slashdot.org                 

        11. https://www.reddit.com/

আপনারা এসমস্ত সাইটে সংযুক্ত হয়ে SEO  বিষয়ে সকল তথ্য পেতে পারেন। যা আপনার ওয়েব সাইটের

জন্য ভাল হবে।ধন্যবাদ জানায় সকলকে পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

আশা করি ভালো লেগেছে যদি কারো কোন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে

কমেন্ট করবেন। এবং ভাল লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভূলবেন না।

ভাল থাকবেন ।।

Leave a Comment