SEO অর্থ কি :
SEO ও হলো একটি বিপনন কৌশল যার মাধ্যমে অর্থর্নীতিতে নতুন গ্রাহক বানানো যায়। SEO এর পুর্নঅর্থ হলো Search Engine Optimization । এই কথাটি যদি বাংলায় অনুবাদ করা হয় তাহা হলে দাড়ায় Search এর অর্থ হলো খোজা Engine এর অর্থ হলো যন্ত্রে এবং Optimization এর অর্থহলো সংক্ষেপন।তাহা হলে Search Engine Optimization কে আমরা বলতে পারি যে যন্ত্রের মাধ্যমে অনেক গুলি ওয়েবসাইটকে খুজে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা ।
এটাই হচ্ছে Search Engine Optimization । সার্চ ইঞ্জিন এর উদাহরন হিসাবে বলা যায় Google,Yahoo,Bing ইত্যাদি। আপনি Google এর মাধ্যমে কোন Key Word দিয়ে যখন সার্চ করবেন তখন Google এই Key Word সম্পর্কিত যত ওয়েবসাইট এই দুনিয়াতে রয়েছে তার মধ্য হতে সের্বোচ্চ ৫০০ পেইজ এর মত গুছিয়ে আপনার মনিটরের সামনে সংক্ষ্পিত আকারে তুলে ধরবে।আপনি এখানে আপনার কাজের জন্য যেকোন জিনিস পেতে পারেন ।
SEO এর ইতিহাস :
অনলাইন সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি হতে জানা যায় যে, ইন্টারনেটের সৃষ্টি এবং ব্যবহার যখন বৃদ্ধি পেতে থাকে মুলত তখন থেকে SEO এর যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালে SEO প্রথম অফিসিয়ালী যাত্রা শুরু করে। তারপর ১৯৯৬ হতে SEO এর ব্যপকতা শুরু হয়। কী-ওয়ার্ডর ডেনসিটির উপর ভিত্তি করে Search Engine এলগরিদম করা হয়।
১৯৯৭ সালের ইয়াহু ওয়েভমাষ্টার ওয়েবসাইট অপটিমাইজেশন করে। এতে কিছু কিছু সমস্যা পরিলক্ষিত হয়। এ সকল সমস্যার সমাধান করতে Search Engine নতুন ভাবে Google নিয়ে এলো Google Crawlers । Search Engine এর সাথে Crawlers সিস্টেম যুক্ত হওয়ার পর SEO নতুন মাত্রা যুক্ত হলো ।
Crawlers ফলে ওয়েবসাইট গুলো ব্যাংক লিংকের উপর নির্ভরতা কমালো এবং ওয়েবসাইট গুলো তখন SEO এর জন্য কি-ওয়ার্ড এবং ওয়েবসাইট গুলো রিলেটিভিটি বাড়তে থাকল এবং কি-ওয়ার্ড স্টাফিং ও কমে আসলো। এভাবে মুলত আধুনিক SEO এর যাত্রা শুরু হয়।
SEO এর প্রকারভেদ :
অনলাইনে SEO মুলত দুই প্রকার।
১) অন পেজ SEO
২) অফ পেজ SEO
১) অন পেজ :
আপনার ওয়েবসাইটের ভিতর এর কাজ গুলো বা সার্চ ইনজিন আপনার ওয়েবসাইটকে কি ভাবে খুজে পাবে সেটাকে প্রসেস করে।অন পেজ এসই ও বিষয়টি সরাসরি আপনার ওয়েবসাইটের কি ওয়ার্ডের সাথে সম্পর্কিত থাকে। এর ভিতরে ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডিসক্রিপসন , মেটা কি ওয়ার্ড, হেডিং ট্যাগ, কি ওয়ার্ড ডেনসটি ,সাইটম্যাপ ইত্যাদি বিষয়গুলি জড়িত থাকে।
২) অফ পেজ :
অফ পেজ SEO কি তা বোঝার জন্য একটা উদাহরন দিয়ে আরম্ভ করি। ধরুন আপনার ওয়েবসাইটের URL হলো Readers.com আপনি Digg.com এ আপনার লিংকটি একটি আর্টিকেলের মধ্য দিয়ে দিলেন। তাহলে Digg.com এ আপনার সাইট Readers.com এর লিংকটি রয়ে যাবে এবং এই লিংকটি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাংক লিংক। যে কোন ভিজিটর এখন আপনার সাইট ভিজিট করতে পারবে।
SEO এর বর্তমান অবস্থা :
Search Engine Optimization এ আধুনিকতার ছোয়া লাগা মাত্র পুরো ইন্টানেট সিসটেম এবং ইন্টারনেট ব্যবহার কারীদের মধ্যে ব্যপক পরিবর্তন আসে।ইন্টারনেট ব্যবহার করা অনেক সহজ হয়। যে কোন কিছু সার্চ ইনজিন চালু করে খুজতে অনেক সহজ হয়। এসই ও এর ফলে জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে।
SEO এর গুরুত্ব :
সময়ের প্রেক্ষপটে যে কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের মার্কেটিং এর ধারনা পাল্টাচ্ছে। ইন্টারনেটের এ যুগে কোম্পানীগুলো নতুন নতুন মার্কেটিং পদ্ধিতি খুজছে।এক্ষেত্রে কোম্পানী তাদের বিজ্ঞাপনের ধারা বাহিকতায় ই –মার্কেটিং এর দিকে ধাবিত হচ্ছে। আর ই- মার্কেটিং এর জন্য কোম্পানী গুলোরনির্দিষ্ট পেজ র্যাংকিং এর একটি ওয়েব পেজ বা ওয়েব সাইটের দরকার হয়।
আর তখনই SEO কথাটি চলে আসে। আসলে মুল কথা হলো SEO এর উপর একটি সাইটের পর্যবেক্ষনের ভিত্তিতে আজ পুরা পৃথিবীতে বহু নামি দামি ব্যবসা প্রতিষ্ঠান গুলো ই-বিজিনিসে জড়িয়ে পড়ছে। কেননা প্রত্যেকেই তার প্রতিষ্টানের জন্য ইফেক্টভ মার্কেটিং চায় এ কারনেই ই-মার্কেটিং দিতে পারেব্যবসাকে প্রতিষ্ঠা লাভ।
SEO বিপনন একৌশল যার মাধ্যমে অর্থনীতিতে নতুন গ্রাহক বানানো হয়। এই একৌশল আপনার ওয়েব সাইটকে মার্কেটিং মেসিন বানিয়ে ফেলে এবং কৌশল হিসেবে এটা অনেক সাশ্রয়ী। বাংলাদেশের প্রেক্ষাপটে SEO এর গুরুত্ব বেশ। বর্তমানে বাংলাদেশের বাজারে SEO এর অনেক চাহিদা রয়েছে। আমাদের দেশের প্রতিনিয়ত অনেক ওয়েব সাইট তৈরী হচ্ছে ও সাইট ডেভেলপমেন্ট হচ্ছে সমান তালে।
বাংলাদশে যারা ব্যবসা করেন তাদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতন তারা তাদের ব্যবসার প্রচারের জন্য SEO বেচে নিয়েছে। ইন্টারনেটের SEO গুরুত্ব ব্যাপক । আপনি অনলাইনে যেকোন কাজ করতে গেলে SEO এর বিকল্প পাবেন না । সুতরাং অনলাইনে SEO গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপক।
ভাল লাগলে দয়া করে কন্টেন্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন