SEO বলতে কি বুঝ সে সর্ম্পকে আলোচনা কর? (অধ্যায়-2)

SEO অর্থ কি?

ট্র্যাফিক পাওয়ার জন্য সর্বোত্তম জায়গা হ’ল অনুসন্ধান ইঞ্জিন( search engines)। হ্যাঁ, আপনি গুগল,

বিং, ইয়াহু ইত্যাদির মতো সার্চ ইঞ্জিনগুলি থেকে হাজার হাজার টার্গেটযুক্ত ট্র্যাফিক আপনার ওয়েবসাইটে

চালনা করতে পারেন।

এখানে SEO প্রয়োজনীয়তা আসে। আপনি যদি এসইও কী তা সঠিকভাবে না জানেন, তবে বিষয়টিকে

পুরোপুরি শিখতে এই বিষয়বস্তুটিতে আপনার সময় ব্যয় করতে হবে।আমি কোনও গোপনীয়তা না রেখে

এই পোস্টে এসইও নিয়ে আলোচনা করেছি।

SEO একটি সংক্ষিপ্ত রূপ। এটি অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশনের সংক্ষিপ্তসার।

এস অর্থ- অনুসন্ধান করুন

ই অর্থ- ইঞ্জিন

ও অর্থ- অপ্টিমাইজেশন

পড়ুন:

সুতরাং, SEO এর প্রসারিত ফর্মটি হ’ল অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশন। তার অর্থ এসইও বিভিন্ন

অনুসন্ধান ইঞ্জিনের সাহায্যে আপনার সামগ্রীর অনুকূলকরণের সাথে জড়িত। যদিও এটি সুপারিশ করা

হয় যে আপনি এসইওর অনুশীলন এমনভাবে করুন যাতে এটি সমস্ত বড় সার্চ ইঞ্জিনের সাথে মেলে ,তবে

বেশিরভাগ লোকেরা কেবলমাত্র গুগলের জন্য তাদের সামগ্রীটি অপ্টিমাইজ করে খুশি হয়ে থাকে। এটি

ওয়েব অনুসন্ধানকারীদের গণনা করার ক্ষেত্রে গুগলের সবচেয়ে বেশি শেয়ারের কারণ।

SEO বলতে কি বুঝ?

আমরা আমাদের প্রয়োজনীয় যেকোন বিষয়ের তথ্য জানতে হলে ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি। তখন সারা

বিশ্বের যত ওয়েবসাইটে এ ব্যপারে যেকোন তথ্য আছে, সব আমাদের সামনে চলে আসে। এ বিষয়গুলো

জানার এসব উৎসকে সার্চ ইঞ্জিন ( search engine ) বলে।

আরো সহজ ভাষায়,

সার্চ ইঞ্জিন এমন একটা কিছু যেখানে আমরা হাজার হাজার ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় ডাটা খুঁজে

নিই। আমরা কিছু একটা লিখে সার্চ দিই আর সার্চ ইঞ্জিন নানা ধরণের এলগরিদম ব্যবহার করে আমাদের

কাঙ্খিত ডাটা খুঁজে পেতে নানান রেজাল্ট দেখায়। তাকে সার্চ ইঞ্জিন ( search engine ) বলে।

বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হলোঃ গুগল (google), ইয়াহু (yahoo),বিং( bing) ইত্যাদি ।

এই সব সাইটে আপনি একটি শব্দ সার্চ বক্সে লিখে সার্চ বাটনে ক্লিক করলে , কয়েক সেকেন্ড এর মধ্য

অনেক ওয়েবসাইটের লিংক চলে আসে, যেসব লিংকে গেলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় ।

আর এইসব সার্চ ইন্জিনের প্রথম পেজের সবার উপরে থাকার জন্য কোন ওয়েবসাইটের অভ্যন্তরিণ ও

বাহ্যিক দিক গুলোতে অপটিমাইজেশন করাকেই Search engine optimization বা SEO বলা

হয়।

পড়ুন:

SEO(এসইও) হলো এমন একটি উপায় যার মাধ্যমে সার্চ ইন্জিনকে বুজানো হয় যে এই ওয়েবসাইটের

এই পেজটিতে এই এই তথ্য রয়েছে। যার ফলে কোন ভিজিটর সার্চ ইন্জিনে এসে সেই বিষয়টি নিয়ে সার্চ

করার সাথে সাথে আপনার ওয়েবসাইটিকে সার্চ ইন্জিন সবার উপরের দিকে দেখানোর চেষ্টা করে এর

ফলে আপনার সাইটে প্রতিদিন হাজার হাজার ভিজিটর প্রবেশ করে ঐ সার্চ ইন্জিন থেকে।

সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরণের অনলাইন ডাটা স্টোরেড সার্চ মেশিন। যাহা বিভিন্ন ধরণের ডাটা বা তথ্য

অনলাইন ডাটাবেজে জমা করে রাখে এবং ভিজিটরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য বা সেবা প্রদান

করে থাকে। ভিজিটর তার সার্চ সর্ম্পকিত সকল ধরণের তথ্য খুব সহজেই সার্চ ইঞ্জিনে সার্চ করে পেয়ে

থাকেন। সার্চ ইঞ্জিন তার এই কাজ টি করতে সময় নেয় মাত্র ন্যানো সেকেন্ড। সহজ ভাষায় বলা যায় সার্চ

ইঞ্জিন হচ্ছে ইন্টারনেটে কীয়ার্ডের মাধ্যমে কোন কিছু খোঁজার এক ধরনের সফটওয়ার বা এপ্লিকেশন।

যেখানে কোন কিছু লিখে সার্চ দিলেই চোখের পলকে যে কোন বিষয়ে হাজার হাজার তথ্য সামনে হাজির

করবে। প্রথম Search Engine হিসেবে www.excite.com আত্মপ্রকাশ করে। সম্প্রতি সময়ের

সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Google. এ ছাড়াও জনপ্রিয়তার তালিকায় রয়েছে Bing, Yahoo,

Ask ও Yandex সার্চ ইঞ্জিন।

নিম্নে কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম উল্লেখ করা হলো:

  • google.com
  • yahoo.com
  • bing.com
  • ask.com
  • msn.com
  • aol.com
  • altheweb.com
  • altavista.com

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment