SEO কোর্স সর্ম্পকে কিছু কথা ও কীওয়ার্ড কি এবং এর কাজ কি? (অধ্যায়-১)

SEO সর্ম্পকে কিছু কথা:

আমি আমার সাইটিকে গুগোলের প্রথম পেজে আনতে চেষ্টা করেছি। কিন্তু কোন অবস্থাতেই আমি

পারছিলাম না। তখন আমি বিভিন্ন অনলাইন লেখা পড়ি এবং ইউটিউব টিউটোরিয়াল দেখি এবং সেখান

থেকে আস্তে আস্তে আমি SEO সর্ম্পকে জানতে পারি। কাজ করার সময় বিভিন্ন সমস্যার সম্মূখিন হই

এসইও বিষয়ে ।

আর এ কারনে আমি একটি এসইও প্রশিক্ষণ লিখতে চেয়েছিলাম যাতে আপনারা সকলেই এসইও সম্পর্কে

গভীরতর তথ্য জানতে পারেন। আপনি যদি পোস্টটি ভালভাবে শিখতে বেশ মনোযোগী হতে পারেন তবে

এটি হতে পারে অল-ইন-ওয়ান এসইও প্রশিক্ষণ কোর্স। আমি আশা করি যে এই পোস্টটি পড়া এসইও

শেখার জন্য যথেষ্ট হবে এবং আপনাকে আর কোনও এসইও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাথে থাকতে হবে

না।সুতরাং, চলুন শুরু করা যাক ধারাবাহিক ভাবে।

ভূমিকা:

SERPs গুলিতে কোনও পোস্টকে ভালভাবে র‌্যাঙ্কিংয়ের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে এসইও।

সুতরাং, যারা SERPs এ বিভিন্ন অনুসন্ধান প্রশ্নের সাথে তাদের পোস্টগুলি র‌্যাঙ্ক করতে চান এবং তাদের

ব্লগ বা ওয়েবসাইটগুলিতে আরও organic traffic পেতে চান তারা এ সম্পর্কে সমস্ত কিছু জানতে

আগ্রহী SEO মানে ‍Search Engine Optimization। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার

প্রয়োজনীয় তথ্য খুজে পেতে গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের

ফলাফল প্রদর্শন করে।

আরো জানুন:

কোনটি প্রথমে কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা

যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে

প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে। যখন আপনার ওয়েবসাইট

সার্চের প্রথমে থাকবে তখন ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পায়। আর ভিজিটর বৃদ্ধি হলে ইনকামও বৃদ্ধি

পায়। ধরুন, কোন কোম্পানি তাঁদের ওয়েবসাইটে পুরান মোবাইল সেট বিক্রয় করে। তাহলে তাঁরা চাইবে

কেও যদি গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে “Buy used mobile phones” তার

সাইট যেনো সার্চ রেজাল্টে প্রথমে আসে। সেই ক্ষেত্রে সার্চ কারী ব্যাক্তি তার ওয়েব সাইটের নাম সার্চ

রেজাল্টে দেখে সেখানে ক্লিক করবে এবং তার ওয়েব সাইটে যাবে, এবং সেখান থেকে পন্য কিনবে। এই

জন্যে অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিস্থান গুলো SEO এক্সপারট দের হায়ার করে এবং তার সাইটের SEO

এর কাজ দেয়। ঠিক একি ভাবে আপনি আপনার নিজের সাইটের জন্যে SEO করে নিজেই নিজের সাইট

থেকে আয় করতে পারেন পন্য বিক্রির মাধ্যমে, অথবা Affiliate ইনকাম এর মাধ্যমে অথবা গুগল

এডসেন্স এর মাধ্যমে।

আরো জানুন:

Affiliate Income এবং গুগল এডসেন্স নিয়ে আমি পরে লিখবো বিস্তারিত।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সংক্ষেপে বলা হয় SEO। সার্চ ইঞ্জিন অপটিমিজেশন এক ধরনের প্রক্রিয়া

যার মাধ্যমে কোন সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলা হয়। সার্চ ইঞ্জিনে একটি সাইটকে

অন্তরর্ভূক্ত করে সারা বিশ্বে ব্যবহারকারীদের সামনে নিজের সাইটকে পরিচিত করার পদ্ধতিকে এস.ই.ও

বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO/ Search  Engine Optimization) বলে। সার্চ ইঞ্জিন,

ওয়েবপেইজকে অনুসন্ধানকারীর সার্চবারে ব্যবহারকৃত কী-ওয়ার্ড এর উপর ভিত্তি করে ফলাফলের

তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করে। যখন একজন ইন্টারনেট ব্যবহারকারী কোন বিষয় জানার

জন্য সার্চ ইঞ্জিনের সার্চ বারে কোন শব্দ (কী ওয়ার্ড) টাইপ করে এবং এন্টার বাটনে প্রেস করে অনুসন্ধান

করে, তখন অনেকগুলো সাইটের ঠিকানা মনিটরে ভেসে আসে যার মধ্যে অনুসন্ধানকরী তার জিজ্ঞাসার

জবাব পেয়ে যান। সব ওয়েবসাইট মালিকদের লক্ষ্য থাকে সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠার দশটি

ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটকে নিয়ে আসা।

আরো জানুন:

এর মূল কারন হচ্ছে ব্যবহারকারীরা সাধারণত শীর্ষ দশের মধ্যে তার কাঙ্কিত ওয়েবসাইটকে না পেলে

দ্বিতীয় পাতায় না গিয়ে অন্য কোন শব্দ ব্যবহার করে পুনরায় সার্চ করেন। সাধারনত ব্যবহারকারী

প্রথমপাতার লিস্টের প্রথম দিকে যেসকল ওয়েবসাইটের ঠিকানা থাকে তার মধ্যেই বেশী প্রবেশ করেন।

এজন্য সকল ওয়েবসাইট মালিক চায় তার ওয়েবসাইটি যেন সার্চ ফলাফল পেইজের প্রথমে থাকে। সার্চ

ইঞ্জিন অপটিমাইজেশন (এস.ই.ও.) উপর ভিত্তি করে ক্রমানুসারে ওয়েবসাইটগুলির প্রদর্শনের ক্ষেত্রে যে

কেন একটি সাইট আগে এবং অপরটি পরে আসে। এস.ই.ও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি

ওয়েবসাইটকে একটি নিদিষ্ট শব্দ(কী ওয়ার্ড) এর উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনে একটি গুরুত্বপূর্ন পজিশন

দখল করে রাখা যায়। এর ফলে একটি নির্দিষ্ট বিষয়ের সার্চ রেজাল্টে কাঙ্কিত ওয়েবসাইটি অন্য সাইটকে

পেছনে ফেলে সবার আগে প্রদর্শিত হতে পারে।

আরো জানুন:

এই ধরনের সার্চ রেজাল্টকে অরগানিক বা ন্যাচারাল সার্চ রেজাল্ট বলে। সার্চ রেজাল্ট এর শীর্ষ

দশে থাকার মানে হচ্ছে ওয়েবসাইটে বেশি সংখ্যক ভিজিটর পাওয়া আর বেশি সংখ্যক ভিজিটর পাওয়ার

মানে হচ্ছে বেশি আয় করা। এজন্য সবাই মরিয়া হয়ে নিজের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযুক্ত

করে তুলেন। সার্চ ইঞ্জিনের প্রধান কাজ হল ভিজিটর যে তথ্য পাওয়ার জন্য ওয়ার্ড (এস ই ও এর ভাষায়

কি ওয়ার্ড)  সার্চ ইঞ্জিন এ লিখে সার্চ করে সেই ওয়ার্ড গুলোর জন্য সেরা বা রিলেটেড রেজাল্ট গুলো

পর্যায়ক্রমে ভিজিটরের সামনে তুলে ধরা। ভিজিটররা সাধারণত সার্চ রেজাল্টের প্রথম ১ থেকে ২

পেইজের মধ্যে নিজের আশানুরুপ সাইটটি খুঁজে নেবার চেষ্টা করে। যদি না পায় তাহলে ভিন্ন কিওয়ার্ড

দিয়ে সার্চ করে। এ কারণে সব ওয়েবসাইট মালিক নিজের সাইটটাকে একটা নিদৃষ্ট কিওয়ার্ডের মাধ্যমে

সার্চ রেজাল্টে সবার উপরে নিয়ে আসে।

আরো জানুন:

সুতারং এখন বলা যায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(এস.ই.ও.) মূলত কিছু কৌশলের সমন্বয়। সার্চ ইঞ্জিন

অপটিমাইজেশন এ দুটি শব্দ যোগ হয়েছে। একটি হলো সার্চ ইঞ্জিন এবং অপরটি হলো অপটিমাইজেশন।

SEO হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল। সার্চ ইঞ্জিন হতে

কোন একটি ব্লগ/ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল

বা প্রক্রিয়াকেই Search Engine Optimization বলা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search

Engine Optimization) এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন ব্যাবহার করে একটি

ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে। আবার এভাবে ও বলা যায়, যে সকল সার্চ

ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন সেবা/ওয়েব সাইট/ব্লগের মার্কেটিং করাই হচ্ছে এস ই ও। এসইও

বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলতে আমরা সোজা কথায় বুঝি সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের ভাল

সম্পর্ক তৈরি করা। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ছাড়া একটা ওয়েবসাইট কখনোই পূর্ণতা পায় না কারন

কোটি কোটি সাইটের মধ্যে অবস্থান প্রথম সারিতে তৈরি করতে হলে এর বিকল্প নেই।

কীওয়ার্ড কি এবং এর কাজ কি?

আপনি কি কখনও “কীওয়ার্ড” শব্দটি শুনেছেন?  এসইও শুরু করার জন্য, আপনাকে প্রথমে শিখতে হবে

কীওয়ার্ডগুলি। আসলে, আমার কাছে, এসইওর জন্য কীওয়ার্ডগুলি কীভাবে কাজ করে তা বুঝতে অনেক

সময় নিয়েছিল আমি যখন আমার প্রথম ব্লগ শুরু করেছি, তখন কীওয়ার্ডগুলিতে মনোযোগ না দিয়ে

পোস্ট লিখতাম। ফলস্বরূপ, আমি দেখেছি যে আমার কোনও পোস্ট অনুসন্ধানের ফলাফলগুলিতে স্থান

পাচ্ছে না। সুতরাং, এটি সেই সময় ছিল যখন আমি কীওয়ার্ডগুলি সম্পর্কে ভালভাবে শিখতে শুরু করি।

কীওয়ার্ডগুলি আপনার অনুসন্ধান অনুসন্ধানগুলি ব্যতীত অন্য কিছু নয় যা আপনি বিভিন্ন অনুসন্ধান

ইঞ্জিনে রেখেছিলেন। মনে করুন যে আপনাকে “কীভাবে এসইও শিখতে হবে” তে কিছু পোস্ট পড়তে হবে,

তবে এটি একটি কীওয়ার্ড। একটি কীওয়ার্ডকে এক থেকে একাধিক শব্দের মতো আলাদাভাবে শব্দযুক্ত

করা যায়।

আরো জানুন:

আমাদের যখন কিছু তথ্যের দরকার হয়, তখন আমরা কোনও অনুসন্ধান ইঞ্জিনে নেমে একটি বিষয়

অনুসন্ধান করতে পারি। তারপরে, অনুসন্ধান ইঞ্জিনটি তার এসইআরপি এ বিভিন্ন ফলাফল দেখায়।

ফলাফলের পৃষ্ঠাগুলি থেকে আমরা প্রায়শই প্রথম পৃষ্ঠায় থাকা সামগ্রীতে ক্লিক করি।

মনে করুন যে আপনাকে একটি নতুন স্মার্টফোন সম্পর্কে শিখতে হবে যা আইফোন 8 হতে পারে (এটি

অনুমান করা যাক)। এটি সম্পর্কে জানার সর্বোত্তম উপায় হ’ল গুগলে বিষয় টাইপ করা এবং তারপরে

বিভিন্ন সামগ্রী চেক করা, তাই না?

সুতরাং, আপনি নিম্নলিখিত কোনও কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করতে পারেন –

রাইস কুকার।

কুকার পর্যালোচনা।

কুকার নির্দিষ্টকরণ ইত্যাদি।

আপনি অবশ্যই প্রচুর সামগ্রী পেয়ে যাবেন এবং সেগুলি থেকে, শীর্ষ 10 সামগ্রী গুগলের প্রথম পৃষ্ঠায়

থাকবে। সেখান থেকে আপনি তাদের এক বা একাধিকটি পরীক্ষা করতে পারেন এবং গ্যাজেটটি সম্পর্কে

ভালভাবে জানতে পারেন।

পড়ুন:

এখন, নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন যে এটি কীভাবে গুগল নির্ধারণ করবে যে এটি বা সেই

বিষয়বস্তু অন্যগুলির চেয়ে ভাল।

প্রতিদিন হাজার হাজার নতুন এবং নতুন সামগ্রী ইন্টারনেটে তৈরি এবং প্রকাশ করা হচ্ছে। এর জন্য,

আপনি যদি গুগলে বা অন্য কোনও সার্চ ইঞ্জিনে কোনও বিষয় অনুসন্ধান করেন, তবে বিষয়টির সাথে

প্রাসঙ্গিক অনেকগুলি বিষয়বস্তু রয়েছে।

সুতরাং, অনুসন্ধানের ইঞ্জিন কীভাবে আপনার কাছে কোন সামগ্রী আনবে তা নির্ধারণ করবে যাতে

আপনি এতে সন্তুষ্ট হতে পারেন।

কিওয়ার্ড কি?:

কি -ওয়ার্ড হলো আমরা যখন Google বা Yahoo বা অন্য সার্চ ইঞ্জিন এ বিভিন্ন ওয়ার্ড বা লাইন লিখে

সার্চ দেই  যেমন: Free Movies, Hollywood Movies ইত্যাদি। এই প্রতিটি লাইন বা শব্দ হলো

এক একটি কি-ওয়ার্ড। যে সকল শব্দসমষ্টিকে নিয়ে ওয়েবসাইটটি গঠন করা হয় এবং যে সকল

মূলশব্দকে নিয়ে SEO করার জন্য বাছাই করা হয় তাকে কি-ওয়ার্ড বলা হয়। SEO এর ভাষায় কি-

ওয়ার্ড হল যে শব্দকে নিয়ে কাজ করা হবে। অর্থাৎ কোন information বের করার জন্য সার্চ ইঞ্জিন এ

যা কিছু লিখে সার্চ দেয়া হয় তাকেই SEO এর ভাষায় Keyword বলা হয়।

কিওয়ার্ড কিভাবে কাজ করে?:

মনেকরি Software এর উপর একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তাহলে এখন  ভিজিটর এই সাইট

এ যেতে অবশ্যই লিখবে না free Movies তারা লিখবে Software, free software ইত্যাদি। এই

রকম হাজারো ওয়েবসাইট আছে Software এর উপর। এখন Software এর উপর এমন একটি কি-

ওয়ার্ড (Keyword) নির্বাচন করতে হবে যার প্রতিযোগী কম এবং ভিজিটর বেশি। কিছু প্রসেস

অনুসরণ করে এমন একটি কি-ওয়ার্ড বেছে নিতে হয় যেন ভিজিটরস সার্চ ইঞ্জিন এ কি-ওয়ার্ড সার্চ

করলেই প্রথমেই আমাদের ওয়েবসাইটের কি-ওয়ার্ডটি চলে আসে। এই প্রসেসটিকেই Keyword

Research রিসার্স বলে। একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করার ক্ষেত্রে প্রথমে একটি ভালো কি-

ওয়ার্ড (Keyword) বেছে নিলে ভালো হয়। নিচে কিছু সাইট এর লিংক দেওয়া হলো যার মাধ্যমে

সঠিক কি-ওয়ার্ড (Keyword) বেছে নেওয়া যাবে।

https://adwords.google.com/o/KeywordTool

http://www.wordtracker.com/

http://www.bing.com/toolbox/keyword

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment