SEO কত প্রকার ও কি কি?
প্রথমত SEO বা Search engine optimization দুই প্রকার:হোয়াইট হ্যাট (White Hat) SEO
1.ব্লাক হ্যাট (Black hat) SEO
2.হোয়াইট হ্যাট (White Hat) SEO
যে পদ্ধতিতে কোন ধরনের অবৈধ্য উপায় অবলম্বন না করে সঠিকভাবে প্ররিশ্রম করে ওয়েবসাইট সার্চ
ইন্জিনে র্যাংক করানো হয় তাকে হোয়াইট হ্যাট SEO বলে। এই পদ্ধতিটি সব ধরণের সার্চ ইন্জিন
সমর্থন করে এবং হোয়াইট হ্যাট SEO তে কোন ধরনের রিকস নেই।সঠিক পদ্ধতি মাফিক এস ই ও করে
দীর্ঘমেয়াদী ফললাভ করার প্রক্রিয়াকে White Head SEO বলে। এটি একটি বৈধ পদ্ধতি যা সার্চ
ইঞ্জিনের কাজের কিছু নিয়ম এবং শর্ত অনুসরন করে বা মেনে করা হয়।
এস ই ও করার জন্য কিকি দরকার:
- ডোমেইন নেম নির্বাচন
- ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভার
- সঠিক ভাবে ওয়েব সাইটের মেটা ট্যাগিং
- SEO Friendly URL
- কিছু প্রয়োজনীয় ট্যাগ ও টিপস
- সঠিক কোডিং
এস ই ও কিভাবে করা যায়:
- স্যোসাল মাকেটিং (Social Marketing)
- Bookmarking
- ব্লগ ও ফোরাম পোষ্টিং
- সার্চ ইঞ্চিন সাবমিশন
- গুগল ওয়েবমাষ্টার টুল
- পিং
- RSS ফিড
- পেইড সার্ভিস (Advertisement)
হোয়াইট হ্যাট SEO আবার দুই প্রকার:
1.পেইড (Paid) SEO
2.অর্গানিক (Organic) SEO
পেইড (Paid) SEO
যে এসইও(SEO) করানোর জন্য গুগলকে টাকা দেওয়া হয় তাকে পেইড SEO(এসইও) বলে। গুগল থেকে
যে কয়জন ভিজিটর আপনার ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করবে সেই প্রতি ক্লিকে আপনাকে গুগলকে
টাকা দিতে হবে।
পেইড এসইও(SEO) এর মাধ্যমে খুব সহজেই গুগলের প্রথম পেজ এর সাবার উপরে আসা যায় যার ফলে
খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর ভিজিটর গুগল থেকে পাওয়া যায়।
অর্গানিক (Organic) SEO
যে এসইও(SEO) এর জন্য গুগলকে টাকা দেওয়া হয় না তাকে অর্গানিক এসইও(SEO) বলে। এর জন্য
শুধু একটু কষ্ট করে আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার সাইটে কিছু পরিবর্তন করে গুগলকে বুজাতে
হয় যে আপনার সাইটে এই এই তথ্য রয়েছে তাহলেই গুগলের সবার প্রথম পেজের সবার উপনে আনা
সম্ভব।
অর্গানিক এসইও(SEO) আবার দুই প্রকার:
1.অনপেজ এসইও(Onpage SEO)
2.অফপেজ এসইও(Offpage SEO)
অনপেজ এসইও(Onpage SEO)
অনপেজ এসইও(seo) হলো ওয়েবসাইটের অভ্যন্তরিণ এমন কিছু কাজ যা করার মাধ্যমে সার্চ ইন্জিন
ওয়েবসাইটটি সর্ম্পকে জানতে পারবে এবং ওয়েবসাইটটিকে সহজেই খুজে পাবে।
এসইও(SEO) এর ক্ষেত্রে অনপেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি কোন ভাবে কোন রকমের
একটুও ভুল হয় তাহলে কিন্তু সার্চ ইন্জিন আর আপনার সাইটিকে খুজে পাবে না। তাই এই কাজটি খুবই
দক্ষতার সাথে করতে হয় ।
অন পেইজ অপটিমাইজেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিনের
প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা সম্ভব। এর জন্য অবশ্যই ত্তয়েবসাইট ডিজাইন এবং ডেভলপমেন্টের উপর কিছু
হলেত্ত ধারণা থাকতে হবে। এডমিন প্যানেলে লগ ইন করে ওয়েবসাইটের কাজ করতে হয়। একটি
ওয়েবসাইটের ডিজাইন করার সময় কিছু সার্চ ইঞ্জিন করা হয়। যেন, ওয়েবসাইটটি সহজেই সার্চ ইঞ্জিন এ
খুঁজে পায়। এটাই হচ্ছে অনপেইজ অপটিমাইজেশন। অনপেইজ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন এর সর্বাধিক
গুরুত্বপূর্ণ। অনেক দক্ষতার সাথে অনপেইজ অপটিমাইজেশনের কাজ করতে হয়। কেননা, অনপেইজ
অপটিমাইজেশন ভুল হলে সেই ওয়েবসাইটটি আর সার্চ ইঞ্জিন এ খুঁজে পাবে না। ব্লগ বা ওয়েব পেইজের
মধ্যে যে সকল অপটিমাইজেশন করা হয় তাকেই অন পেইজ অপটিমাইজেশন বলা হয়। অন পেইজ
অপটিমাইজেশনের মধ্যে গুরুত্বপূর্ণ হল সঠিক কিওয়ার্ড খোঁজা এবং এর ব্যাবহার, মেটা ট্যাগের ব্যবহার
, টাইটেলে ট্যাগের ব্যবহার, বর্ণনা ট্যাগের ব্যবহার, কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো এক্সএমএল
সাইটম্যাপ যুক্ত করণ ইত্যাদি। HTML code, Meta tags, Keyword ইত্যাদির সাহায্যে একটি
সাইটকে সহজেই সার্চ ইঞ্জিন বান্ধব করে তোলা যায়।যে সাইট যত সমৃদ্ধ হবে সেই সাইট সার্চ করতে গেলে
প্রথম দিকে থাকবে।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।