Portfolio হচ্ছে আপনার কাজের স্যাম্পল। আপনি কি কাজ করেন বা পারেন তার স্যাম্পল গুলো
কোন একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা। যাতে আপনি কি কাজ পারেন তা যে কেউ দেখতে
চাইলে আপনি উনাকে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন।
- মাদার তেরেসার বাণী !! Beautiful thoughts and quotes of Mother Teresa!! Simon Pan
- মহাত্মা গান্ধীর চিরন্তন বাণী !! Mahatma Gandhi Quote in Bengali !!
- বুধবারের শুভেচ্ছা। Wednesday quotes in Bengali language.
- রাত ও রাত্রিরের জীবন নিয়ে কিছু সুন্দর উক্তি।(Quotes about Night and Night Life)
- ম্যাচিওরিটি সম্পর্কে কিছু উক্তি|(Bengali Quotes on Maturity)
উদাহারনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি:
ধরুন, আপনি শার্ট কেনার জন্য দোকানে গেলেন। আপনি ফুটপাত বা ব্র্যান্ডের দোকানে যান, একটি
জিনিস খেয়াল করে দেখবেন যে, দোকানে সারি সারি কাপড় সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ওইটাই
হচ্ছে অই দোকানের পোর্টফোলিও। আপনি ঘুরে ঘুরে শার্ট দেখলেন, পছন্দ করলেন, কিনে ফেললেন। বা
আপনি একটি শার্ট পছন্দ করলেন কিন্তু দেখা গেলো সাইজে ছোট হচ্ছে। তখন দোকানের দায়িত্বরত
কর্মচারী আপনাকে আপনার সাইজের বা পছন্দের কালারের শার্ট দিলেন। কারন তাদের স্টকে এইরকম
এর শার্ট আছে। তাইলে আপনি ক্রেতা (ক্লায়েন্ট) হিসেবে খুশী হলেন এবং নিশ্চয়ই আবার আসবেন। কারন
তাদের পোর্টফলিও আপনার ভালো লেগেছে। তাদের কাপড়ের অনেক বৈচিত্র্য আছে।
আরো পড়ুন: OutsourceMyJob (OMJ) বাংলাদেশী সাইট থেকে আয় করুন
এখন আমরা উল্টো চিন্তা করি, আপনি শার্ট কেনার জন্য দোকানে গেলেন। গিয়ে দেখলেন দোকান পুরো
খালি আর একজন কর্মচারী ৩২ তা দাঁত বের করে বসে আছে! এখন সে যদি বলে, ‘স্যার, আমাদের
কাপড় বিক্রি করার ১০ বছরের অভিজ্ঞতা আছে। আমরা প্রচুর ক্রেতার কাছে কাপড় বিক্রি করেছি,
আমাদের কাপরের কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস! আমাদের একটা ২,০০০ টাকার শার্ট আছে যা পরলে
আপনাকে সালমান খান, টম ক্রুজ এর মতো লাগবে ।এখন আপনি ক্রেতা হিসেবে চিন্তা করেন, আপনি কি
শার্টের স্যাম্পল না দেখেই শার্ট কিনার জন্য টাকা দিয়ে দিবেন? তাদের পুরো দোকান খালি। কিভাবে
আপনি তাদের বিশ্বাস করবেন? যদি আপনি আপনি ক্লায়েন্টকে কাজের স্যাম্পল না দেখাতে পারেন
তাইলে উনি কোন বিশ্বাসে আপনাকে কাজটা দিবে?
আরো পড়ুন: People Per Hour এ্যাকাউন্ট খুলুন আর ঘরে বসে আয় করুন।
পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ।
আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে
থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো
পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
- মাদার তেরেসার বাণী !! Beautiful thoughts and quotes of Mother Teresa!! Simon Pan
- মহাত্মা গান্ধীর চিরন্তন বাণী !! Mahatma Gandhi Quote in Bengali !!
- বুধবারের শুভেচ্ছা। Wednesday quotes in Bengali language.
- রাত ও রাত্রিরের জীবন নিয়ে কিছু সুন্দর উক্তি।(Quotes about Night and Night Life)
- ম্যাচিওরিটি সম্পর্কে কিছু উক্তি|(Bengali Quotes on Maturity)