সাইটি অনেকের কাছে নতুন লাগলেও যারা অনলাইন মার্কেটিং এর কাজ করেন তাদের জন্যে একটি
অসাধারন সাইট, এর বয়স খুব বেশি না হলেও যুগের সাথে চাহিদা পুরন করতে দারুন প্রতিভা
দেখিয়েছে, মুলত ছবি বা ইমেজ নিয়ে এর কারবার, বিভিন্ন পপুলার সোশাল নেটওয়ার্কিং সাইট গুলো
থেকে অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত ছবি গুলো এখানে বেশি দেখা যায়। এখানে পোষ্ট গুলোকে পিন
বলা হয়, এবং শেয়ার করাকে রিপিন বলে।এই সাইটি সারা বিশ্বে ৩৮ তম জনপ্রিয় এবং USA তে ১৬
তম জনপ্রিয়, প্রতিদিন লক্ষ ব্যবহার কারী তাদের নিজের প্রচারনা, এবং মার্কেটিং এর কাজে ব্যবহার
করে নিজের ব্রান্ডকে প্রসার করছেন,
এ সাইট থেকে আয় করবেন যেভাবে:
আপনারা জানেন Facebook, twitter সাইট থেকে অনেকেই আয় করছেন ঠিক একই ভাবে এই সাইট
থেকে আয় করা যায় ভাল অংকের টাকা।যেভাবে আয় করবেন তা হলো:
Like করে আয়:
প্রতিটি পিন এর নিচে ফেইসবুক লাইক এর মত পিন লাইক করার বাটন আছে, বায়ারগন তাদের নির্দিষ্ট
পিন গুলোতে একটা নির্দিষ্ট লাইক চায় এবং বিভিন্ন একাউন্ট ব্যবহার করে সেই পিন গুলোতে লাইক
করতে হয়।
Comments করে আয়:
একই ভাবে পিন গুলোতে কমেন্ট করেও কাজ করা যায়, তবে অবশ্যই মান সম্মত কমেন্ট হতে হবে,
Repins করে আয়:
Repins হচ্ছে শেয়ার করার মত, আপনার একাউন্টে বায়ারের পিন পুনরায় পিন করে আয় করা যায়।
একাউন্ট তৈরী করে আয়:
অনেকেই এই সাইটিতে একাউন্ট তৈরী করে নেয় এখানে প্রতি হাজার একাউন্ট এর জন্যে পেমেন্ট করা
হয়। আপনিও করতে পারেন।
পিন এর জন্যে ইমেজ তৈরি করে আয়:
সাইটটি যেহেতু ছবি বা ইমেজ নিয়ে কারবার তাই প্রতিটি পিন এর জন্যে একটা করা ইমেজ লাগে, অনেক
সময় বিভিন্ন ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার পরিবর্তন, ইত্যাদি করা থেকে আয় করা যায়।
কত আয় করতে পারবেন:
কাজের প্রজনীয়তা, অভিজ্ঞতা, ইত্যাদি ভেদে বিভিন্ন সময় বিভিন্ন রেট এর কাজ পাওয়া যায়, তারপরও
প্রতি পিন/পোষ্ট,রিপিন, এবং ফলোয়ারের জন্যে নুন্যতম ২-৩ টাকা থেকে শুরু করে প্রতি হাজার পিন
লাইক, কমেন্ট, রিপিন এর জন্যে ১০০০-৩০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়, এবং দীর্ঘ সময়ের বড় কাজ এর
ক্ষেত্রে রেটটা বায়ারের সাথে আলোচনা সাপেক্ষ হয়।
কোথায় কাজ পাবেন :
এক কথায় ফ্রীল্যান্স মার্কেটে প্লেস গুলতে চলে যান. আর একটূ কষ্ট করে খুজতে থাকুন, আপনার ১০০
একাউণ্ট এবং pinterest.com এর আগ্রহের কথা বায়ার যে জানান, পুর্ব অভিজ্ঞতা থাকলেও
জানাতে ভয় পাবেন না. oDesk.com, freelancer.com, elance.com এ সমস্ত সাইটে কাজ
খুজতে পারেন। আশা করি কাজ পাবেন।
পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ।
আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে
থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো
পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।