‘‘র্ধৈয্যশক্তি”
আমরা ছোট থেকে একটি শব্দ শুনেতে শুনেতে বড় হয়েছি । আবার বড় হয়েও প্রতি নিয়ত শুনছি এবং আশা করি জীবনের শেষ দিন পযর্ন্ত শুনবো । আমার মনে হয় আপনারা আমার কথার সাথে একমত হবেন। কারন এ সম্পদ টি ছাড়া জীবনে কিছুটি করা সম্ভব হবে না । আবার অধিক মাএায় থাকলে সমস্যা হতে পারে । প্রতিটি ভাল বা মন্দ কাজের জন্য এটি খুবিই দরকারি । জানতে চান সেটি কি তা হলো আমাদের

‘‘র্ধৈয্যশক্তি”
এর উপর বড় গুন আর আছে বলে আমার মনে হয় না । কারন যারাগরিব তারা বেশি করে বলতে পারে যে র্ধৈয্যশক্তি কি জিনিস । হ্যাঁ বন্ধুরা জীবনের প্রতিটি মুহুতে আমাদেরকে র্ধৈয্যশক্তির পরীক্ষা দিতে হয় ।‘‘র্ধৈয্য ধরে থাকলে ,তার ফল নাকি মিস্টি হয়” সকলে এ কথাটি বলে আমিও আপনাদেরকে বলছি কারন আপনি যে কোন জিনিস র্ধৈয্য ধরে করলে আশা করি ফলটি ভাল পাবেন ।
যদি খারাপ ও হয়, আমরা আবার অপেক্ষা করে থাকি । এবং তার শেষ দেখে তারপর কি ? এগিয়ে যায় কারন ছাড়লে হবে না এগিয়ে যেতে হবে । জীবনে কঠিন সময় আসে, আমাদেরকে ধ্বংস করতে নয়, বরং আসে আমাদের ভিতর লুকনো অমিত শক্তি ওসম্ভাবনাকে অনুধাবন করাতে । বাধাসমুহ কে দেখাতে হবে আমরা ও কম কঠিন না। শক্তহাতে আমরা সকল কিছু মোকবেলা করতে পারি । ঠিক আমাদের অনলাইন জগৎ টাও অনেক কঠিন, আপনি যতোটা সহজ মনে করছেন ততোটা না ।
আপনি এটাকে যদি পেশা হিসাবে নিতে চান এবং এখান থেকে আয় করতে চান তবে একটু তো
‘‘র্ধৈয্যশক্তি”থাকতে হবে ।
লোকের কথায় কি যায় আসে , আপনি যদি ভাল থাকেন ।
তাহলে বন্ধুরা আগে অনলাইন সর্ম্পকে জানুন , তারপর আস্তে আস্তে এগিয়ে চলুন র্ধৈয্য হারালে হবে না । কারন র্ধৈয্য হারালে কিছুই পাবেন না । আমিই শিমন 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি র্ধৈয্য ধরে কাজ করুন, তার ফল আপনি পাবেন ।
আমার সঙ্গে থাকুন আর সেই মোতাবেক কাজ করুন ভাল হবে আশা রাখি ।