জীবন ডাইরী হতে পারে ওয়েব সাইট
পৃথিবী জুড়ে অনেক মানুষ আছে ।যারা তাদের দেখা , আবার না দেখা স্বপ্ন,অতীত,বতর্মান, লিখে রাখে । আবার অনেকে ছবি তুলে ফ্রেম বন্দি করে। এসব কাহিনী এক সময় মহা মুল্যবান হয়ে থাকে । পৃথিবীর বুকে মহান মুনিষীরা তারা তাদের বিভিন্ন কাহিনী লিখে রাখতো । ফলে আজ তারা এখনো পৃথিবী জুড়ে খাত হয়ে আছেন। আপনি ও হতে পারেন তাদের মধ্যে একজন। এটি করবেন কি ভাবে ভাবছেন । আপনি একটি ওয়েব সাইটে তা লিপিবদ্ধ করে রাখতে পারেন।যা আপনার আজ কাজে না লাগলে ও ভবিষৎতে তা অবশ্যই কারো না কারো লাগবে । আপনার জীবন কাহিনী থেকে অনেকে শিক্ষা নেবে । একটি ওয়েব সাইটে কি লিপিবদ্ধ করতে পারবেন : নিজের কাহিনী : আপনি আপনার প্রতিদিনের জীবন কাহিনী লিখে রাখতে পারেন।সকাল হতে রাত পযর্ন্ত আপনি কি করেন ।সকল কিছু ,ছবি তুলে ও রাখতে পারেন । স্বপ্ন : আপনি আপনার ভবিষৎ স্বপ্ ও লিখে রাখতে পারেন। যা দেখে অনেক মানুষ তাদের স্বপ্ন লিখে রাখতে পারবে এবং বাস্তবায়নের চেস্টা করবে । অতীত কাহিনী : আপনি আাপনার অতীত কাহিনী ও লিখে রাখতে পারেন ।যা ভবিষৎ সময়ে একটি বড় উপন্যাস বা নাটক হতে পারে । তা আপনি পরে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন । বন্ধুর কাহিনী : আপনার নিজের বন্ধুর ভালবাসার ও কস্টের কাহিনী,তাদের পরিবারের কাহিনী লিখে রাখতে পারেন। ভালবাসা ও কস্টের কাহিনী : আপনার জীবনের ভালবাসার কিছু কাহিনী , কস্টে থাকা সময়ের কিছু কথা লিখে রাখতে পারেন। সমাজের কাহিনী : আপনার সমাজে প্রতি নিয়ত ঘটছে এমন কিছু কাহিনী ।উন্নয়ন মূলক ,উপদেশ মূলক কথা লিখে রাখতে পারেন। কৌতুক কাহিনী : আপনার পরিবারে ও সমাজে প্রতি নিয়ত কিছু সময় কৌতুক বা হাস্য তামাসার কাহিনী ঘটে থাকে । আপনি সে গুলো লিখে রাখতে পারেন । ভৌতিক কাহিনী : আপনি আপনার সাথে ঘটা বা আপনার পরিবারে বা সমাজে ঘটা কিছু ভৌতিক কাহিনী লিখে রাখতে পারেন । অলৌকিক কাহিনী : আপনার সমাজে বা দেশের ভিতর ঘটা কিছু অলৌকিক কাহিনী লিখে রাখতে পারেন । ছবি তুলে রাখা : আপনি আপনার বিভিন্ন সময়ের ছবি তুলে রাখতে পারেন । পাশাপাশি আমাদের দেশের প্রাকৃতিক সোভা মন্ডিত ছবি তুলে রাখতে পারেন ।যা আপনার কাজে লাগবে পাশাপাশি আপনার দেশে বা বিদেশে বসবাস রত মানুষের কাজে লাগবে । ব্যাবসা : আপনার ব্যাবসায়ের কিছু কাহিনী লিখে রাখতে পারেন । এছাড়া আরো নাম না জানা কাহিনী আপনি আপনার ওয়েব সাইটে লিখে রাখতে পারেন । ভাবছেন কি লাভ হবে এ সব লিখে আজ আপনি বুঝতে না পারলে ও ভবিষৎতে বুঝতে পারবেন ।আপনার এই কাহিনীএক সময় বিক্রি হবে অনেক দামে ,আপনার তোলা ছবিও বিক্রি হবে । তখন আপনার ভাল লাগবে নিশ্চয় হ্যাঁ বন্ধুরা সময় চলে যায় , কারো জন্য এটা অপেক্ষা করে না । তাই বলছি আপেক্ষা না করে আজিই শুরু করে দিন লেখালেখি । জয় হবে নিশ্চয় একদিন । ভাল থাকবেন ।