অনলাইনে আয় করা আজকের দিন আর অতীতের দিনগুলি।(Online income Past and Future)

কযেক বছর আগে বাংলাদেশের মানুষ অনলাইনে আয় করা যায় সে সম্পর্কে তেমন কোন ধারনা ছিল না।তখন অনলাইনে আয় করা  তাদের কাছে প্রায় গল্পের বিষয় ছিল ।তারা অনলাইন নিয়ে তেমন কোন চিন্তা করতো না । কিন্তু এখন সকলের হাতে হাতে অনলাইন চলে গেছে। মানুষ এখন অনলাইনে সব সময় কোন না কোন কাজ করছে। আগামীতে এটি আরো প্রকট আকার ধারণ করবে । সে দিন  বেশি দুরে নয়।

পড়ুন: অনলাইন মার্কেটের ২০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ যা আপনার জানা প্রয়োজন।

অনলাইনে আয় অতীত চিন্তা ধারা : 

আগে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে অনলাইন ছিল একটু অন্য ধরনের চিন্তা ধারা। অনলাইনে আয় করা যায় তা ছিল এক রকম  হাস্য তামাসার মত ।আর যারা একটু জানতো অনলাইনে কাজের ব্যাপারে  তাদের কাছে ও  ছিল নানা  রকম  সমস্যা । কাজ করতো বিভিন্ন বিদেশি কোম্পানির কিন্তু কাজ শেষ করার পর যখন টাকা দেওয়ার সময় হতো কোম্পানি টি তার এ্যাকাউন্ট  টি বন্ধ করে দিতো ।

 ফলে কি হতো যে কাজ করে ছিল তার পরিশ্রম বৃথা যেত ।এ রকম অনেক মানুষ আছে আপনি খুজলে আপনার আশে পাশে এক দুই  পেয়ে যেতে পারেন । তাছাড়া আগে অনলাইনে কাজ করলে ব্যাবসার যে উন্নতি হতে পারে তার সম্পর্কে ধারনা ছিল না।তাদের  ধারনাছিল অনলাইন এদেশের সকল তত্থ্য পাচার করে নিয়ে যায় ।অনলাইনে কাজ করে তারা খারাপ হয়ে যায়। আরো অনেক  ধরনের চিন্তা ধারা ছিল মানুষের মনে । 

আরো পড়ুন: ফ্রিল্যান্সিংকরে সফল হবে কি কি কাজ করলে?

অনলাইনে আয় বতর্মান সময়ের চিন্তা ধারা : 

আজ বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে ।এবং জেনেছে যে অনলাইন ছাড়া কোন বিকল্প পথ নায় ।আজ বিশ্ব অনলাইন ছাড়া এক মুহুত  চলতে পারে না । প্রতি ক্ষণ অনলাইন প্রয়োজন । সে যে কাজের জন্যহোক না কেন ব্যাবসায়িক কাজের যে কোন বিষয় সম্পর্কে জানতে  অনলাইন প্রয়োজন। যোগাযোগের জন্য অনলাইন প্রয়োজন ।কারন যোগাযোগের সব চেয়ে সহজ ও বড় মাধ্যম হলো অনলাইন । বিশ্বের যে কোন জায়গায় যোগাযোগ করতে চাইলে এক মুহুতে তা সম্ভব এটা অনলাইনের সুবাদে হয়েছে । 

আরো পড়ুন: জেনে নিন ফাইভারে কি কি ফ্রি-ল্যান্সিং কাজ আছে।

আয় সম্পর্কিত যে কোন কাজ বা টাকা আয়ের বিভিন্ন দিক নির্দেশনা অনলাইনে এ সকল তথ্য পাওয়া যায় ।অনেক মানুষ এখন  অনলাইনে কাজ করছে ।এবং তারা আয় করছে অনেক টাকা । এখন টাকা হারিয়ে যাওয়ার তেমন কোন ভয় নায় । কারন আমাদের  দেশের সরকার এখন এটা পরিচালনা করে থাকেন ।

দেশ বিদেশের বিভিন্ন খবর আমরা এক নিমিষে অনলাইন হতে পেয়ে থাকি বিভিন্ন দেশ ও বিদেশি উপন্যাস,কবিতা,গল্প,ছবি,গান. ভিডিও ছবি,পড়তে ও দেখতে পারি আমরা অনলাইনের মাধ্যমে । এছাড়া আরো বিভিন্ন কাজে অনলাইনের একান্ত প্রয়োজন । 

আরো জানুন: ফ্রিল্যান্সিং শিখতে হলে যা জানতে হবে জেনে রাখুন

ভবিষ্যৎ সময়ে অনলাইনের প্রয়োজনীয়তা : 

এখনো যারা অনলাইন  সম্পর্কে তেমন জানেন না । বা জানলেও  গুরুত্ব  দেন না ।তাদের কে বলছি বন্ধুরা আজিই অনলাইন সর্ম্পকে  জানুন এবং আপনার কাজ অনলাইনে শুরু করুন কারন এমন দিন আসছে যখন মানুষ অনলাইনে সকল কাজ সম্পাদন করবে ঘরে  বসে ।সে যে কাজ হোক না কেন ।তার কিছুটা প্রতিফলন হতে শুরু করেছে ।

আপনি একটু আশে পাশে ভাল মত দৃষ্টি দিলে তা বুঝতে পারবেন ।মানুষএখন তাদের বিভিন্ন পণ্য অনলাইনে অর্ডার দিয়ে থাকে এবং  তা বাড়িতে পৌছে দিয়ে যায় কোম্পানিতে কর্মরত কর্মচারী বিন্দু।তাহলে আপনি কি বলবেন এগিয়ে যাচ্ছে বিশ্ব ,পরিবর্তন হচ্ছে  বিভিন্ন ব্যাবসায়িককাঠামো,কাজের বিভিন্ন গতিধারার পরিবর্তন হচ্ছে, আয়ের পথ সহজ হচ্ছে ।

মানুষের চিন্তা ধারার পরিবর্তন হচ্ছে ।সুতরাং আমার দৃষ্টি কোন থেকে বলতে পারি এগিয়ে চলুন ,পরির্তনের  জোয়ার এসেছে । আমাদের সকলকে বদলাতে হবে।এগিয়ে যেতে হবে সামনের পথে । 

আরো জানুন: People Per Hour এ্যাকাউন্ট খুলুন আর ঘরে বসে আয় করুন।

আমি বদলেছি : 

আমার তেমন ধারনা ছিল না অনলাইন সম্পর্কে । আমি অনেক জেনেছি , দেখেছি এবংনিজে আয় করছি সুতরাং এর চেয়ে বড়  উদাহরণ আর হতে পারে না ।অতএত আমাদের এ পরিবর্তনেরসাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে ।তাহলে আমরা ও আমাদের  ভবিষ্যৎ প্রজন্ম ভাল থাকবো । সুন্দর হোক নতুন জীবন ।এগিযে চলুন ভবিষ্যৎতের পথে । 

ভাল থাকবেন । 

Leave a Comment