ইংরেজিতে না । এবার মাতৃভাষা বাংলায় এফিলিয়েট মার্কেটিং শুরু করুন।(Not in English. Now start affiliate marketing in mother tongue Bengali.)

এফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে আমাদের জানতে হবে এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং হলো একটি অত্যাধুনিক বিপণন ব্যবস্থা যার দ্বারা একজন অনলাইন মার্কেটার একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে থেকে তার পণ্যগুলি প্রোমোট করে উক্ত রেফারেলগুলি থেকে উৎপন্ন ট্র্যাফিক বা বিক্রয়গুলির জন্য যে একটি নির্দিষ্ট অংশ কমিশন অর্জন করে তাকেই এফিলিয়েট মার্কেটিং বলে!

সহজ ভাষায় বলতে গেলে এফিলিয়েট মার্কেটিং হলো কমিশন ভিত্তিক একটি মার্কেটিং প্ৰক্ৰিয়া, যেমন ধরুন আপনার একটি পণ্য আছে এবং ঐ পণ্যটি আপনার এক বনধু আপনার অন্য ১০ জন বনধু কে জানালো এবং এতে করে আপনার বিক্রি বেড়ে গেলো এবং বিনিময়ে আপনি ঘোষণা দিলেন যে যার মাধ্যমে আপনার পণ্য সেল হবে তাকে আপনি প্রত্যেকটা সেল এর জন্য ঐ পণ্যের সর্বমোট মূল্যের একটা নির্দিষ্ট অংশ তাকে কমিশন হিসাবে দিবেন

সেটা হতে পারে ৫% কিংবা ১০% এবং এর মাধ্যমে আপনার ও বিক্রি বেড়ে গেলো এবং যাকে আপনি কমিশন প্রদান করছেন তার মধ্যেও একটা স্পৃহা বেড়ে গেলো আপনার পণ্য প্রমোট করার জন্য!এই এফিলিয়েট মার্কেটিং প্রক্রিয়াকে কাজে লাগিয়ে যেসকল কোম্পানি বর্তমানে সফলতা অর্জন করেছে তার মধ্যে অন্যতম হলো amazon.com!

বর্তমানে amazon.com এর প্রতিষ্ঠাতা জেফ বেজুস বিশ্বের ১নম্বর ধনীব্যাক্তি,যার সফলতা ছাড়িয়ে গেছে বিল গ্র্যাটসকেও! এফিলিয়েট মার্কেটিং হলো একটি প্যাসিভ ইনকাম সোর্স অর্থাৎ সরাসরি কাজের সাথে যুক্ত না থাকা সত্ত্বেওযে উপার্জন ব্যবস্থা তাকেই প্যাসিভ ইনকাম বলে!অনেকেই চায় এই ধরণের ইনকাম করতে এবং

জীবনটাকে উপভোগ কিন্ত বেশিরভাগ মানুষই কালের বিবর্তনে হারিয়ে যায় শুধুমাত্র ইংরেজি ভাষায় অজ্ঞ হওয়া,কোডিং জনিত ভীতি এবং সঠিক গাইডলাইনে এর অভাবে! ইংরেজি পারিনা,কোডিং জানিনা তাই বলে কি এফিলিয়েট মার্কেটিং করতে পারবো না? আমরা থাকতে এটা কোনোদিন ও সম্ভব না,আর তাই তো আপনাদের জন্য আমার এই পোস্টটি!

মাতৃভাষা বাংলায় এফিলিয়েট মার্কেটিং শুরু করুন

নিশ্চয় আপনার মনে একটি প্রশ্ন এবং কৌতূহল ঘুরপাক খাচ্ছে যে,ইংরেজি না জেনেও কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করা সম্ভব তাও আবার কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই, কোনো প্রকার ইংলিশ না জেনেই ও মাত্র ৫-৭ দিনের ভিতরেই! হ্যা,আমি ঠিক ই বলছি এবং আপনিও ঠিক ই শুনেছেন!

তথ্যপ্রযুক্তির যুগে সব ই সম্ভব যেটা হয়তো আপনার কাছে অবাস্তব অথবা অকল্পনীয় মনে হলেও আমরা আপনার চাহিদা ও স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এমন একটি ওয়েবসাইট এর সন্ধান দিতে পারি যেখান থেকে আপনি পেতে পারেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নাম মাত্র মূল্যে একটি প্রিমিয়াম ওয়েবসাইট

এবং তাদের সার্ভিস এতটাই সন্তোষজনক যে তাদের সুদক্ষ ডেভেলোপারগণ আপনার ওয়েবসাইট সম্পূর্ণ তৈরী অবস্থায় আপনার হাতে পৌঁছে দিবে!আমার দেখামতে বাংলাদেশের প্রেক্ষিতে এমন সার্ভিস কোথাও নেই বললেই চলে!

একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –

১. একটি ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)

২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)

৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)

৪. একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)

৫. একটি থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারেন) ও

৬. কিছু প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট আপনি নিজেই করে নিতে পারেন)

এখানে ক্লিক করে Namecheapএর সাইটে প্রবেশ করুন।

 কাজেই আর দেরি করবেন কেন আজ ই শুরু হোক আপনার এফিলিয়েট মার্কেটিং শুভযাত্রা!

 

উপরেউল্লেখিত বিষয়গুলো নিশ্চয় আপনার ওয়েবসাইট তৈরী করার জন্য যে দুশ্চিন্তা ছিল পুরোটাই হয়তো দূর করে দিয়েছে আশাকরি! শুধু ওয়েবসাইট করে বসে থাকলেন তাহলে তো আর হবেনা তাইনা?এখন আপনাকে তৈরী করতে হবে কনটেন্ট কারণ একটা মানুষের প্রাণ যেমন হার্ট,ঠিক তেমনি ওয়েবসাইট এর প্রাণ হলো কনটেন্ট!

আমি জানি এই মুহূর্তে আপনি কিছুটা চিন্তায় পরে গেলেন আমাকে কি তাহলে ইংলিশ এ কনটেন্ট লিখতে হবে? ভয় পাবার কোনো কারণ নেই ইংলিশ নয় আপনার জন্য মাতৃভাষা বাংলায় কনটেন্ট লেখার সুযোগ থাকছে এখানে! শুধু বাংলায় বিভিন্ন আর্টিকেল লিখবেন এবং বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করবেন আর আয় করবেন যা আপনাকে দিবে একটি স্বাচ্ছন্দময় জীবন আর তাই

তো আমরা বলি “এফিলিয়েট মার্কেটিং কে পেশা হিসাবে বেছে নিন,আর মাস শেষ এ হ্যান্ডসম ইনকাম বুঝে নিন”! আমাদের পরবর্তী পোস্ট এ অবশ্যই আপনাকে জানাবো কিভাবে বাংলা লিখে আয় করবেন!পরবর্তী পোস্টটি পেতে আমাদের সাথেই থাকুন!

Leave a Comment