হ্যালো বন্ধুরা,
কেমন আছেন । আশা করি ভাল আছেন। আমি শিমন পান , আজ আমি লিখতে চলেছি কেন আমি অনলাইন জগৎতে
পর্দাপণ করলাম। সকলে আশা করে যে তার জীবনের চলাচলের পথটা সহজ হোক । সুন্দর ভাবে সে তার জীবনটা
অতি বাহিত করুক। যেন কোন আর্থিক সমস্যা না থাকে । কিন্তু বাস্তব অবস্থায় এলে তা কিন্তু সম্ভব হয় না। কারন
বাষ্তব টাই বড় কঠিন ।
বাষ্তব অবস্থায় সংসার ও পরিবারের কবলে পড়ে হয়ে উঠে না। কিন্তু আশা করি আগামিতে থাকবে না । কারন
আধুনিক যুগে একটু ভাল ভাবে তাকালেআপনি যেটা চান সেটা কিন্তু সম্ভব।আমি একজন চাকুরী জীবি মানুষ ছিলাম।
দীর্ঘ আট বছর যাবত কাজ করেছি ।
পড়ুন: আয় করুন অনলাইনে, ফ্রিল্যান্সিং করে (শুধুমাত্র নতুনদের জন্য)
কিন্তু কি পেয়েছি ? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে যাওয়া আর রাতে আসা, এসে একটু বিশ্রাম নিয়ে রাতে খেয়ে
ঘুম এটায় নয়কি । তার মধ্যে আছে অনেক সমস্যা ? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে যাওয়া আর রাতে আসা,
এসে একটু বিশ্রাম নিয়ে রাতে খেয়ে ঘুম এটায় নয়কি । তার মধ্যে আছে অনেক সমস্যা ?
এটা হয়নি, ওটা হয়নি, এটা করো, এটা করতে হবে,ওটা করোনি কেনো ইত্যাদি ।তখন কেমন অবস্থায় থাকা যায় বলুনতো।
আর চলার পথে বেতনের তুলনায় আপনার পরিবারের আর্থিক খরচ যদি একটু বেশি হয় ।তখন কি করবেন বলুনতো? হ্যাঁ
তখন ঋণ করতে হবে । তখনি শুরু হয় আর একটা সমস্যার ।তখন আপনার চলাফেরা হয়ে যায় আরো খারাপ। তখন
আপনি পরিবার কে ভাল সময় দিতে পারবেন না ।
অফিসে কাজে মন বসাতে পারবেন না। মানুয়ের সঙ্গে ভাল মত কথা বলতে পারবেন না । নিজেকে ভাল মত গুছাতে
পারবেন না । ছোট এ জগৎ সংসারে যদি এতো সমস্যা দেখা দেয়। তবে কখন ভাল সময় অতিবাহিত কররো বলুন তো ।
আরো জানুন : এ্র্যাফিলিয়েট মার্কেটিং কি ? তার সম্পর্কে জানুন।
আমি দেখেছি এবং ভেবেছি । আমি চাকুরী ছেড়েছি । আমি এখন অনলাইনে কাজ করছি । আশা করি এবং দৃঢ় বিশ্বাস
করি খুবিই শীঘ্রই এর ভাল ফলাফল পাবো। এবং অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনি ভাল থাকতে চান। নিজেকে
ও আপনার পরিবারকে নিয়ে ভাল থাকতে চান । তাহলে আমার সঙ্গে থাকুন, আমার চলার পথটা দেখুন, নিজেকে
বিশ্বাস করুন।
ভাল থাকবেন।