.
Jaa LifeStyle থেকে মোবাইল দিয়ে সহজে ইনকাম করার উপায়
.
টাকা কার না প্রয়োজন প্রায় প্রত্যেকটি মানুষের এই অর্থের বা টাকার প্রয়োজন রয়েছে । প্রতিটা মানুষই প্রায় প্রতিদিন কোন না কোন ভাবে অর্থের পিছনে ছুটতে থাকেন । বর্তমানে সবচাইতে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইন ।
অনলাইন থেকে ইনকাম করার সহজ মাধ্যম গুলোর মধ্যে রয়েছে একটি জনপ্রিয় বিষয় বিজ্ঞাপন দেখে ইনকাম ।
কেন এখানে কাজ করবেন:-
বিশ্বের এই মহামারী করোনা রোগ এর কারণে আমরা লকডাউন এ ঘরে বসে ।যেহেতু আমরা ঘতে বসে কোন কাজ করছি না এমনি এমনি সময় কাটাই তাহলে অনলাইনে একটা বিশস্ত সাইটে কাজ করে ঘরে বসে আয় করলে অসুবিধা কোথায়।
এতে আমাদের পরিবারের জন্য একটু ভালো হয়।আর আমাদের ও মোবাইল খরচও চলে। পরিবারকে সাহায্য করতে কার না ভালো লাগে।এতে পরিবার ও খুশি হয়। ঘরে বসে না থেকে অনলাইনে একটু কাজ করে ঘরে বসে আয় করি।
“Jaa LifeStyle” একটি বিদেশি ওয়েবসাইট।
এমনই একটি সাইট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম যেখান থেকে আপনারা বিজ্ঞাপন দেখে বা এড দেখে ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে চাইলে আপনি কম্পিউটার ও ল্যাপটপ দিয়ে কাজটি করতে পারবেন ।
বর্তমান বিশ্বে আলোচিত একটি সাইটের নাম হচ্ছে জা লাইফস্টাইল যেখান থেকে আপনি বা আপনারা চাইলে ইনকাম করতে পারেন ঘরে বসে কিছু নিয়ম এক্ষেত্রে ফলো করতে হবে চলেন আমরা বিস্তারিত জেনে নেই
.
জা লাইফস্টাইল কি ?
জা লাইফস্টাইল কোম্পানিটি হচ্ছে মূলত এডভেটাইজ কোম্পানি। যেখান থেকে এড দেখার মাধ্যমে উপার্জন হয়ে থাকে । অ্যাড হল দু’ধরনের একটি হলো ভিডিও অ্যাড আরেকটি হলো ইমেজ অ্যাড যেটাকে আমরা বিজ্ঞাপন বলে থাকি ।
বিজ্ঞাপন অ্যাড কোনটাকে বলে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যেটা আমরা টিভিতে দেখে থাকে । ইমেজ অ্যাড কোনটাকে বলে ইমেজ অ্যাড হচ্ছে যেটা আমরা পিটিসি সাইট গুলোতে ইমেজ ভিউ করলে যে ইনকাম হয়ে থাকে ঠিক ওইভাবেই ইনকাম হবে এখান থেকে ।
জা লাইফস্টাইল কোন দেশি কোম্পানি ?
জা লাইফস্টাইল কোম্পানিটি পরিচালিত হয়ে থাকে ইউরোপ দেশ থেকে তবে জা লাইফস্টাইল এর মালিকানা রয়েছে বাংলাদেশ ,ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিকের সেই হিসাবে বলা যেতে পারে জা লাইফস্টাইল বহুজাতিক কোম্পানি ।
পেমেন্ট নেওয়ার মাধ্যম গুলো কি কি ?
জা লাইফস্টাইল কোম্পানিটি যেহেতু ইউরোপ দেশ থেকে পরিচালিত হয় ও ইন্টারন্যাশনাল একটি অনলাইন ইনকাম ভিত্তিক ওয়েবসাইট ।
সেহেতু জা লাইফস্টাইল এ রয়েছে মাল্টিপল পেমেন্ট নেওয়ার মেথর যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড ,ব্যাংক টেনাসফার , এবং ক্রিপ্ত কারেন্সি বিটকয়েন সহ বিভিন্ন কারেন্সি রয়েছে যার মাধ্যমে আপনি বা আপনারা খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন । আরো শোনা যাচ্ছে খুব শীগ্রই নাকি বাংলাদেশের মানুষদের জন্য বিকাশ নগদ জোক করা হবে ।
কত টাকা মাসে ইনকাম করা যাবে ?
কত টাকা ইনকাম করতে পারবেন মাসে সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করবে কারণ আপনি যতটুকু কাজ করবেন ততটুকই ইনকাম পাবেন । তবে একটি মজার বিষয় হচ্ছে যা লাইফ স্টাইলে রয়েছে সাত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়ার সুযোগ ।
অর্থাৎ জা লাইফস্টাইল ওয়েবসাইট থেকে সাত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়া যাবে । তবে এখানে একটা মজার বিষয় রয়েছে যা লাইফ স্টাইল ওয়েবসাইটটিতে প্রথম জেনারেশন ইনকাম পাওয়া যাবে 100% পর্যন্ত ।
বিষয়টা আপনাদেরকে খুলেই বলি অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে যত কাজ করবে ঠিক ততটুকুই আপনি রেফার কমিশন পাবেন। তবে সেটা আপনার বন্ধুর থেকে না কোম্পানি আপনাকে সে রেফার কমিশনটা দিয়ে থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ।
এখানে কি ফ্রিতে কাজ করা যাবে ?
অবশ্যই আপনি ফ্রিতে কাজ করতে পারবেন । ফ্রিতে একাউন্ট খুলে তবে আপনার অ্যাকাউন্ট যদি আপনি অ্যাকটিভ করেন । সেক্ষেত্রে আপনি ইনকাম টা কয়েকগুণ বেশি প্রতিদিন পাবেন । আর যদি আপনি ফ্রিতে কাজ করেন ইনকাম টা একটু কম পাবেন কয়েকগুণ অ্যাক্টিভ ইউজার থেকে ।
কোম্পানি বলেছেন যারা ফ্রিতে কাজ করবে তারা প্রতিদিন 1 ইউরো করে পাবে বিজ্ঞাপন বা অ্যাড দেখে । 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় হয় 100 টাকার কিছু কম বেশি আর যারা আইডি একটিভ করে কাজ করবে তারা পাবে প্রতিদিন 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত ।
বাংলাদেশ থেকে একটি আইডি একটিভ করার জন্য 1200 টাকা প্রয়োজন হয়ে থাকে ।
এটি কতদিন হয়েছে অনলাইনে এসেছে ?
এই অনলাইন ইনকাম ওয়েবসাইটটি অনলাইন জগতে এসেছে বেশিদিন হয়নি। গত এক বছর যাবত তারা কার্যক্রম শুরু করেছেন । তবে তাদের মূল কার্যক্রম এখনো সেভাবে শুরু করতে পারেনি। আরো হয়তো কয় দিন সময় লাগতে পারে মূল কাজে নামার জন্য কোম্পানিটি এটি জানিয়েছে ।
অনেক বিশেষজ্ঞরা বলছেন জা লাইফস্টাইল হয়তোবা আগামীতে গুগোল কিংবা ফেসবুকের মত বড় এডভেটাইজ কোম্পানি হয়ে যেতে পারে । যদি তারা সব কাজ গুলো ঠিকঠাক মতো চালু করে । এতে করে একটি ধারণা হয়তোবা বুঝতে পারছেন আগামীতে হয়তোবা ইনকাম আরো বাড়তে পারে এখান থেকে ।
এই কোম্পানিতে কেন আমরা কাজ করব ?
কে কোন জায়গায় কাজ করবে বা কোন কোম্পানিতে কাজ করবে এই বিষয়টি যদিও যার যার ব্যক্তিগত ব্যাপার। সেই হিসাবে কাজ করা না করা যার যার ব্যক্তিগত অভিরুচি তবে জা লাইফস্টাইল যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে কিংবা বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে। সেই হিসাবে আপনি চাইলে জা লাইফস্টাইল এ কাজ করার ট্রাই করতে পারেন ।
কিভাবে একাউন্ট খুলব ও কাজ করব ?
আগেই বলেছি সাইটটি যেহেতু বর্তমানে অনেক জনপ্রিয় হয়েছে । তাই জা লাইফস্টাইল বাংলা টিটোরিয়াল এটি লিখে ইউটিউবে গিয়ে সার্চ করলে অনেক টিটুরিয়াল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন। আপনার বাসা অনুযায়ী আপনি টিটোরিয়াল দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ও কাজ করার ধরন জেনে নিতে পারেন ।
এখানে মুলত কাজ হচ্ছে রেফার করা। ১৫ দিন এর ভিতরে আপনি যত ইচ্ছা রেফার করতে পারবেন। ১ রেফার এ আপনি পাবেন ১ ডলার।আর যে আপনার রেফারে একাউন্ট করবে উনার ১ ডলার।রেফার না করলে আপনি একাউন্ট একটিভ করতে পারবেন না।
আপনি যত রেফার করবেন আপনার ততো ডলার হবে।১৫ দিন পর আপডেট হলে পেমেন্ট উঠাতে পারবেন।
যারা কাজটি করতে ইচ্ছুক নিচের লিংক এ গিয়ে একাউন্ট করেন:
কিভাবে ধারাবাহিক ভাবে এ্যাকাউন্ট খুলবেন?
১। প্রথমে আপনাকে Google Chrome এর মাধ্যমে এই লিংকে প্রবেশ করতে হবে।
২। লিংকটা কপি করে ক্রোম ব্রাউজারে দিলেই চলে আসবে। দেখতে পাবেন একটি রেজিষ্টার ফরমেট আসবে। এটি আপনাকে পূরণ করতে হবে।
৩। এখন প্রথমে User নেম দিবেন, আপনার ফুল নাম হতে হবে। পরে দিবেন লিংকে যে নাম আসে।
৪। তারপর আপনার জিমেল দিবেন। আপনাকে জিমেইল ভেরিফিকেশনের জন্য পাঠাবে।
৫।আবার আপনার কনফ্রাম জিমেল দিতে হবে।
৬।এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন।
৭। এরপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড টা যদি ভুলে যান আপনি লগইন করতে পারবেন না। তাই পাসওয়ার্ড মনে রাখতে হবে।
৮। এরপর আপনি মেল/ফিমেল এ ক্লিক করবেন।
৯।তারপর আপনি সাইন আপ করবেন। এরপর দেখবেন আপনার ১০ডলার একাউন্ট এ জমা হয়েছে।
কিভাবে রেফার করবেন?
আপনি রেফার করলে এভাবেই করবেন। ১৫ দিনের ভিতরে রেফার করতে হবে ১২/১৪ টা। অনেকে বলে রেফার করতে কষ্ট কিন্তু আমার কাছে এটা কোন ব্যাপার না। আপনারা চাইলে করতে পারেন।
ফেসবুক বা যেকোনো যোগাযোগ সাইটে এই সম্পর্কে পোস্ট করলে অনেকেই জানতে চাইবে আপনি যদি ভালো করে বুঝাতে পারেন তাহলে কাজ করবে। তাছাড়াও আপনি চাইলে বিভিন্ন গ্রুপে লিখতে পারেন।
তখন ও অনেকে চেষ্টা করবে কাজ করতে।আর আরেকটা উপায় আছে। আপনার জিমেল একাউন্ট যদি বেশি থাকে আর ফোন নাম্বার থাকে তাহলে আপনি অন্য ফোন দিয়ে রেফার করতে পারবেন।
লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভাল থাকবেন।
আমরা যারা ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করি । আমরা কখনো চাইনা আমাদের ওয়েবসাইট টি স্লো থাকুক। তাছাড়া, গুগলের সার্চ র্যাঙ্কিং এর অনেক বড় একটা ফ্যাক্টর হলো এই সাইট স্পীড। কাজেই আপনার ওয়ার্ডপ্রেসের সাইট স্পীড অপ্টিমাইজেশনের প্রয়োজনীয়তা অনেক। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার সাইটের স্পিড বাড়ানো যায়:
Best Affiliate Marketing Site
ফ্রিল্যান্সিং কাজের জন্য বিখ্যাত সাইটটি হলো ‘‘Fiverr’’ আপনি এখানে সকল ধরনের কাজ পাবেন।। নতুন ওয়েব সাইট খুলতে আপনার প্রয়োজন হবে ভালো ডোমেন এবং হোষ্টিং সাইট ।
আমার জানা মতে অনলাইনে বেষ্ট ডোমেন সাইটটি হলো ‘‘Namecheap, Domain.com’’এবং বেষ্ট হোষ্টিং সাইটটি হলো‘‘ Bluehost, iPage’’ ওয়েব সাইট আরো ভালো ভাবে সাজানোর জন্য প্রয়োজন হয় ভালো ‘‘theme and plugin’’ আমার জানা মতে বেষ্ট সাইটটি হলো ‘‘Theme Forest’’ আপনাদের সুবিধার জন্য বেষ্ট ৫ টি থিমের নাম উল্লেখ করলাম। ‘‘Avada, The7, Flatsome, BeTheme, Bridge’’ অনলাইনে সকল কাজ ইংরেজিতে হয়ে থাকে।
আর আপনার ইংরেজি লেখা সঠিক হচ্ছে কিনা তার যাচাই করার জন্য আপনি বেষ্ট Grammar checker সাইট ‘‘Grammarly’’ ব্যবহার করতে পারেন। অনলাইনে এ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনি ‘‘Amazon, CJ, Impact’’ সাইটটি ব্যবহার করতে পারেন।
আপনার মূল্যবান সাইটটি SEO করে অনলাইনে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি ‘‘SEMrush, Yoast SEO, ConvertKit’’ ব্যবহার করতে পারেন। এবং সর্বপরি অনলাইনে কাজের টাকা উত্তোলনের জন্য আপনি বেষ্ট Dollar transaction Site ‘‘Payoneer’’ সাইটে এ্যাকাউন্ট খুলতে পারেন এবং এখান থেকে Dollar উত্তোলন করতে পারেন।
আমি বিশ্বাস করি আপনি অনলাইনে এ সমস্ত সাইট ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে।।