চাকুরী পেতে কিছু প্রয়োজনীয় দিকর্নিদশনা জেনে রাখা ভালো।(It is good to know some necessary guidelines to get a job.)

কিছু কথা : 

আপনার পড়াশোনা জীবন শেষ হয়েছে । এখন কি দরকার হতে পারে একটি সুন্দর চাকুরী । এবং পরিবারনিয়ে ভাল থাকা এই তো । কিন্তু  বাস্তবে কি তা  সহজ । বলা  যেমন  সহজ  করা কিন্তু করা অনেক কঠিন কাজ। কিছু সীমাবদ্ধতার কারণে স্বপ্নের সোনার হরিণটির কাছাকাছি  গিয়েও আপনাকে  বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে? কারন আমাদের মেধা শক্তি এক নয়। 

চাকরিপ্রার্থীরা কিছু সাধারণ দুর্বলতার কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েন।  কি  কারনে  আপনি চাকুরী খুজতে  গিয়ে বারবার  ব্যর্থ  হচ্ছেন । তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো : 

মেধা ও অভিজ্ঞতার ঘাটতি : 

আপনি যে কাজ করেন না কেন আপনার সে কাজ সম্পর্কে মেধা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে । তা না হলে আপনি বার বার চাকুরী  খুজতে ব্যার্থ হবেন ।যে পেশায় কাজ করার জন্য আবেদন করছেন, সে বিষয়ে হয়তো আপনার অভিজ্ঞতা খুব কম। তাই অন্যান্য যোগ্যতা  থাকা সত্ত্বেও আপনাকে বিবেচনা করা হচ্ছে না। 

এসব ক্ষেত্রে আবেদনপত্র ও সাক্ষাৎকারে (ইন্টারভিউ) নিজের অন্যান্য দক্ষতা বিশেষভাবেউল্লেখ করুন। আর নিজেকে এমনভাবে উপস্থাপন  করুন, যাতে মনে হয়, নতুন কিছু শেখার ব্যাপারে আপনি যথেষ্ট আন্তরিক এবং ওই সুনির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতার ঘাটতি আপনি দ্রুত পূরণ করে নিতে 

প্রতি নিয়ত চাকরি বদল: 

প্রতি নিয়ত চাকুরী বদল বিষয়টা অনেক প্রতিষ্ঠান ভাল ভাবে নেয় না । তাই আপনাকে একটা দিক নির্ধারণ করতে হবে ।নিজের ক্যারিয়ার  গঠন ও দক্ষতাঅর্জনের ব্যাপারে শক্তিশালী মনোভাব রাখার পাশাপাশি কাজেও তার প্রমাণ দিতে হবে। চাকরির বাইরে আর যদি কোন  অভিজ্ঞতা  থাকলে  সেগুলো সিভিতে গুছিয়ে তুলে ধরুন। এতে আপনি বারবার চাকরি বদল করে থাকলেও ব্যাপারটাকে তুলনামূলক কম নেতিবাচক মনে হবে। 

 স্মার্টনেস থাকতে হবে: 

এখনকার চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো দেখে স্মার্টনেস। তবে এই স্মার্টনেস শুধু আপনার পোশাকেই ফুটে উঠবে তা কিন্তু নয়। তারা আপনার সব  দিক বিবেচনা করবেন। তাই আগে থেকেই সব বিষয়ের দিকে নজর দিন। সব দিক থেকে স্মার্ট হওয়ার চেষ্টা করুন। কথা বলার ক্ষেত্রে  আপনাকে হতে হবে  ভদ্র বা বিনয়ী। কথা বলার স্টাইল বা ধরন পরিবর্তন করতে হবে। 

অনলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে : 

ডিজিটাল এই যুগে সকল তথ্যের সঙ্গে আপডেট থাকতে হবে। কোনো তথ্য না জানলে জানার চেষ্টা করতেহবে। বর্তমানে তথ্য জানার অনেক  মাধ্যম  রয়েছে অনলাইনে আপনি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।এখানে আপনি সকল বিষয়ের তথ্য জানতে পারবেন । 

পাশাপাশি আপনি কিভাবে অনলাইনে আয় করা যায় সে সম্পর্কে জানতে পারবেন ।এখন প্রতিটি কর্ম প্রতিষ্ঠানে কম্পিউটার ও অনলাইনে  কাজের  অভিজ্ঞতা আছে কিনা জানতে চাই ।তাই আপনাকে অবশ্যই এ সম্পর্কে ধারনা থাকতে হবে । 

অভিজ্ঞতা আছে কিন্তু বেকার চিন্তা নাই: 

আপনার কাজের অভিজ্ঞতা আছে, ইন্টারনেটে কাজের কিছু অভিজ্ঞতা আছে ।তবে আপনি বেকার হয়ে বসে আছেন কেন ।বর্তমানে কাজ  পাওয়া ও  স্বপ্নের সোনার হরিণ পাওয়া একি কথা তাই বলি কাজ খুজারপিছনে অযথা সময় ব্যায় না করে আসুন অনলাইনে কাজ করি আর  আমি বেকার কথাটি বলা বন্ধ করি। 

আপনি কাজ করে মাসে যা আয় করতে পারবেন আমি কথা দিচ্ছি তার চেয়ে আপনি বেশি আয় করতে পারবেন । অন্যের চাকর হওয়ার চেয়ে  নিজে নিজের কাজ করে টাকা আয় করা যায় অনলাইনে । 

পরিশেষে আপনার জন্য কিছু কথা : 

জীবনে কেও ভুল করে শেখে আবার কেও অন্যের ভুল থেকে শেখে। আপনি কোন দলে পড়েন ।হ্যাঁ আপনার ও আমার সময়ের দাম আছে।  আমরা  কোন কিছু পাওয়ার আসায় অযথা সময় ব্যায় করে শুয়ে ও বসে থেকে সময় কাটিয়ে দেয় । কিন্তু কখনো কি ভেবেছেন আপনার  সময় শেষ হয়ে  যাচ্ছে । যা চলে যায় তা কি ফিরে আসে ,না আসে না। তাই বলি কালকে আজ করুন তবে ভাল থাকবেন । 

জীবন সংসারে ছোট এ সময়ে আপনার আমার সকল কে নিয়ে ভাল থাকতে হবে ।তাই বলি বন্ধু আপনি যাই করেন না কেন ভাল থাকার  জন্য  করেন ।নিজে ভাল থাকলে জগৎ ভাল হবে এটায় সত্য । 

ভাল থাকবেন । 

Leave a Comment