কেমন আছেন বন্ধুরা ? আশা করি ভাল আছেন এবং সব সময় ভাল থাকবেন সেই কামনা করি। তো আজ আমি একদম নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। যা হল ওয়ার্ডপ্রেস ইন্সটল কিভাবে করতে হবে। যারা ব্লগার বা নিজের প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট খুলতে চান তারা বেশির ভাগ সময়েই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সাইট খুলে থাকেন ।
কারণ ওয়েবসাইট খোলার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় সাইট। বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হলে প্রথমে তা ইনস্টল করতে হয় আর এই পুরো ব্যাপারটি কিন্তু খুব সহজে করতে পারবেন আপনি। তার জন্য আপনাকে কোন বাড়তি ঝামেলা পোহাতে হবে না । চলুন জেনে নি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ।
ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে তা আলোচনা করা হলো :-
ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হলে এটিকে নিজের হোস্টিং এ ইন্সটল করে নিতে হয়। তাই কিভাবে নিজের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা ধাপে ধাপে বলবো।
1.অনেকেই মনে করে থাকেন যে, ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা বোধহয় কঠিন কাজ। কিন্তু এক দমই না কারণ এখন অনেক ওয়ান ক্লিক ইন্সটলার আছে যাদের মাধ্যমে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন যার মধ্যে সফটাকুলাস (Softaculous) অন্যতম। আপনি কোন ঝামেলা ছাড়াই এখান থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিতে পারেন ।
2. ওয়ার্ডপ্রেস ইন্সটল করার আগে আপনাকে ডোমেইন ও হোস্টিং কিনে নিতে হবে। এটা আপনি যে কোন মেইন কোম্পানি থেকেই কিনে নিতে পারেন।
3. আপনি সেখান থেকে যে User Name ও Password পাবেন সেটা দিয়ে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে (Control Panel) বা সি প্যানেলে (cPanel) প্রবেশ করবেন।
4.কন্ট্রোল প্যানেলে বা সি প্যানেলে প্রবেশ করার পর স্ক্রোল করে নিচের দিকে যাবেন।তারপর নিচের দিকে দেখবেন যে সফটাকুলাস অ্যাপস ইন্সটলার (Softaculous Apps Installer) নামে একটি অপশন আছে। সেখানে আপনি বিভিন্ন সি এম এস পাবেন। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন সেহেতু আপনি ওয়ার্ডপ্রেসটার উপর ক্লিক করতে হবে।
5. নতুন একটা পেজ আসবে। সেখানে দেখবেন Install Now নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করবেন।
6. যে পেজটি আসবে সেখান আপনাকে আপনার ওয়েবসাইটের কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমেই দেখবেন Choose Protocol আছে। আর সামনে একটা বক্স আছে। সেখান থেকে আপনি আপনার মত
করে একটা Protocol সিলেক্ট করে দিবেন। এই যেমন http:// বা https:// বা https://www বা http://www
7. তারপর দেখবেন Choose Domain আছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেবেন ডোমেইন সহ।
8.এরপর In Directory নামে একটি অপশন আছে। এখানে আপনার কিছু লিখতে হবে না।
9.পরে দেখবেন Site Name আছে। এখানে আপনার সাইটির নাম দিবেন।
10.তার পরের অপশনটিতে আপনার সাইট সম্পর্কে একটু বিবরন লিখে দেবেন।
11.এর পরের অপশন পূরণ করতে হবে না। যা আছে তাই থাকবে।
12. তারপরে দেখুন Admin Username এবং Password আছে। এখানে আপনি আপনার একটি নাম ও পাসওয়ার্ড দিবেন।
13.তার নিচে দেখুন অ্যাডমিন ইমেইল আছে। এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
14.তারপরের নিচের অপশন গুলো যা আছে তাই থাকবে। কিছুই চেঞ্জ করা লাগবে না।
15.একদম নিচে দেখবেন যে কোন একটা থিম সিলেক্ট করতে বলছে। আপনি নিজের পছন্দমত একটা থিম সিলেক্ট করে দিবেন। যা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন।
15.তারপর সবশেষে নিচে আপনার ঐ উপরে অ্যাডমিন ইমেইলে যে ইমেইলটা দিয়েছিলেন সেটা বা অন্য কোন একটা ইমেইল দিয়ে Install এ ক্লিক করবেন।
ব্যস কাজ শেষ। এভাবেই আপনি আপনার ওয়েবসাইটে সহজেই ওয়ের্ডপ্রেস ইন্সটল করতে পারবেন। কোন রকম ঝামেলা ছাড়া । আপনি আপনার ঘরে বসে এ কাজটি করেতে পারবেন ।আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন ।
ধন্যবাদ।
ভাল থাকবেন।