ফ্রীলান্সিং এবং এফিলিয়েট মার্কেটিং দুটোই সম্পূর্ণ আলাদা পেশা,কিন্ত আমাদের অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা বিদ্যমান এই যে,আমরা এফিলিয়েট মার্কেটিং কে ফ্রীলান্সিং এর মধ্যে গুলিয়ে ফেলি! প্রকৃত অর্থে দুটো সম্পূর্ণই ভিন্ন পেশা!সহজ এবং সাবলীলভাবে বলতে গেলে ফ্রীলান্সিং হলো অনেকটা কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের মতো অর্থাৎ আপনি যতটুকু কাজ করবেন ঠিক ততটুকুই প্রতিদানস্বরূপ পাবেন,
আর এফিলিয়েট মার্কেটিং হলো একজন বাবা-মা যেমন তার সন্তানকে ছোট থেকে লালন-পালন করে প্রতিষ্ঠিত করেন যাতে করে ওই সন্তান তাদের বৃদ্ধ বয়সে দেখবে অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করে আপনার ওয়েবসাইট কে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করবেন যার ফলস্বরূপ পাবেন আজীবন একটি হ্যান্ডসাম আয়ের উৎস এবং সুখী ও স্বাচ্ছন্দময় লাইফস্টাইল যেখানে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার ইনকাম জেনারেট হচ্ছে!
যেটা অন্য কোনো পেশায় সম্ভব নয়! এমন একটা জীবন কে না চায় বলুন?যেখানে থাকবে অফুরন্ত স্বাধীনতা এবং জীবনকে উপভোগ করার সুবর্ণ সুযোগ,থাকবে পরিবারকে দেয়ার অজস্র সময়!প্রতিটা মানুষ চায় স্বাধীনতা যেখানে থাকবে না কোনো বাঁধা ধরা নিয়ম, থাকবেনা কোনো শাসন-বারন,থাকবে না কোনো বেশি কথা শোনার মতো যন্ত্রণাদায়ক বস্তূ!
গতানুগতিক চিন্তাধারা থেকে বের হয়ে আসা সবসময়ই আমার মূলউদ্দেশ্য আর পেশা নির্বাচন এর ক্ষেত্রেও এর ব্যাতিক্রম করিনি!সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কিভাবে হয় বলুন? যেমন উদাহরণস্বরূপ একজন ডাক্তার এর টাকা থাকে ঠিকই কিন্ত সময়ের স্বাধীনতা নেই,নেই পরিবারের মানুষগুলাকে দেয়ার মতো সামান্য সময়,
এ যেন অবিরাম ছুটে চলা বিরামহীন যন্ত্রের মতো কিন্তু একজন এফিলিয়েট মার্কেটার আছে পরিবার কে দেয়ার অজস্র সময়,আছে ভ্রমণ করার মতো সময় এবং একই সাথে আছে আর্থিক স্বাধীনতাও আর এই জিনিসগুলা পাবার জন্যই মূলত এফিলিয়েট মার্কেটিং -কে পেশা হিসাবে বেছে নেয়া!
এখন আসা যাক ফ্রীলান্সিং এ সফল হওয়া সত্ত্বেও কেন আমি এফিলিয়েট মার্কেটিং কে পেশা হিসাবে বেছে নিলাম :- ২০১৭ সাল থেকে অনলাইন ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন অব্দি নিজেকে মোটামুটি সফল একজন ফ্রীলান্সার-ই বলা যায়,কিন্ত তারপর ও ফ্রীলান্সিং-এ কিছু বাধ্যবাধকতা থাকার দরুন এফিলিয়েট মার্কেটিং কে পেশা হিসাবে বেছে নিতে বাধ্য হয়েছি!
অন্যথায় বলতে পারি এফিলিয়েট মার্কেটিং এর ফীচার গুলাও আমাকে আকর্ষিত করেছে,ঠিক যেমন পেশা আমি মনে মনে চেয়েছিলাম ঠিক তেমনইএকটি পেশা হলো এটি!এফিলিয়েট মার্কেটিং কে পেশা হিসাবে বেছে নেয়ার কারণগুলো নিম্নরূপ:-
১.ফ্রীলান্সিং এ আপনি ঠিক যতটুকু শ্রম দিবেন ঠিক ততটুকু ই প্রতিদানস্বরূপ পাবেন এর বাইরে কিছু ই পাবেন না!
২.ফ্রীলান্সিং মূলত একটি মার্কেটপ্লেসের অধীন এ করার দরুন আপনাকে আপনার মোট আয়ের একটা উল্লেখযোগ্য অংশ মধ্যভোগী হিসাবে তাদেরকে দিয়ে দিতে হয়!
৩.আপনি যেই মার্কেটপ্লেসের অধীনেই কাজ করুন না কেন,সামান্যতম তাদের নীতিমালা ভঙ্গের জন্য যেকোনসময় তারা চাইলেই আপনার তিলে তিলে গড়া একাউন্ট বিনা দ্বিধায় সাসপেন্ড করতে পারেন!
৪.বায়ার এর হাত এ সকল ক্ষমতা থাকায় সে যেকোনো সময় আপনাকে তার জব থেকে অব্যাহতি দিতে পারেন!
৫.বায়ার এর হুকুমের গোলাম হয়ে যাওয়া অর্থাৎ বায়ার আপনাকে যেই হুকুম দিবে তাই পালন করতে হবে,নিজস্ব ব্যক্তিস্বাধীনতা বলে কিছু ই থাকে না!
৬.আবার কখনো বা কিছু অসাধু বায়ার ফ্রি তে কাজ করিয়ে নেয়ার উদ্দেশ্যে আপনাকে একাউন্ট এ নেগেটিভ ফিডব্যাক দেয়ার ভয় দেখিয়ে অর্ডার ক্যানসেল করে দিয়ে কাজ নিয়ে চলে যেতে পারে!তাহলে আপনি ই বলুন আপনার মূল্যায়ন কি থাকলো?
৭.এছাড়াও বর্তমানে বিভিন্ন বড় বড় মার্কেটপ্লেস যেমন:আপওয়ার্ক বাংলাদেশ থেকে একাউন্ট ওপেনিং বন্ধ করে দিয়েছে!অদূর ভবিষ্যত এ হয়তো অন্যান্য মার্কেটপ্লেস গুলাও এমনটাই করবে!
উপরে উল্লেখিত কারণগুলো আমাকে ফ্রীলান্সিং এর ব্যাপারে নেতিবাচক ধারণাঅর্জনে প্রভাবিত করে এবং তখন থেকেই এমন একটি আয়ের উৎস খুজছিলাম যেখানে কোনো ধরণের ঝামেলা ছাড়াই আমি প্রতি মাসে বুঝে নিতে পারবো একটি হ্যান্ডসম ইনকাম!আর ঠিক তার কিছুদিন পর ফেইসবুক এর সহায়তায় খুঁজে পেলাম একটি পোস্ট যেখানে লেখা ছিল “
আমি এস.এম.এন জামান একজন টপ রেটেড এফিলিয়েট মার্কেটের,আমি শিখাচ্ছি কিভাবে অনলাইন এ সফল হতে হয় এবং দিচ্ছি ক্যারিয়ার গড়ার পূর্ণাঙ্গ গাইডলাইন”আর্টিকেল টি পড়ার সাথে সাথেই যোগাযোগ করলাম ভাইয়ার সাথে খুবই ভদ্র আচরণ,সুন্দর-মার্জিত ব্যবহার আমাকে মুগ্ধ করলো!সিদ্ধান্ত নিয়ে নিলাম এফিলিয়েট মার্কেটিং-এ নিজের ক্যারিয়ার এস্টাব্লিশড করার ব্যাপারে!আর আমার এই ডিসিশন নেয়ার ব্যাপারে জামান ভাই এর অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়!
আমার জীবনে যতগুলা পেশা সম্মন্ধে আমি জানি তার মধ্যে একমাত্র এফিলিয়েট মার্কেটিং ই পেরেছে আমার মনের চাহিদা পূরণ করতে আর এই পেশার সুবিধাগুলো এতটাই আকর্ষণীয় যে,যে কেউ ই পেশা হিসাবে আসলে এমনটাই চায় যেখানে আপনি যখন পরিকারকে নিয়ে ভ্রমণে আছেন তখন ও উপার্জন করছেন,
আবার কখনো ঘুমের ভেতর ও উপার্জন করছেন,আবার কখনো উপার্জন করছেন যখন কিনা আপনি মোবাইল নিয়ে ব্যাস্ত টয়লেট এ আর অন্যদিকে আপনাকে হুকুম দেয়ার মতোও কেউ নেই!যদি চান ঝামেলাবিহীন জীবন,তাহলে আজ ই এফিলিয়েট মার্কেটিং এর ছায়াতলে আসুন,আর জীবনটাকে উপভোগ করুন!
আর আপনাকে সঠিক পথ দেখানো এবং সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটার সম্পূর্ণ গাইডলাইনস্বরূপ আমরাতো আছি সর্বদা আপনার সাথে!তাহলে আর দেরি কেন আপনার শুধু প্রয়োজন একটি সিদ্ধান্ত এবং সদিচ্ছা যা কিনা আপনাকে সফলতার দোরগোড়ায় পৌঁছায় দেয়ার জন্য যথেষ্ট!