সময়মতো কীভাবে কাজ করবেন?(How to work timely?)

সময়মতো কীভাবে কাজ করবেন?

সময় নদীর স্রোতের মত চলতে থাকে একে ধরার ক্ষমতা করোর নায়। তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করা ।সে যেই কাজ হোক না কেন । করিম সাহেব সে স্বপ্ন দেখে সে অনলাইনে কাজ করবে । অনেক টাকা আয় করবে । পরিবার পরিজন নিয়ে ভাল থাকবে ।

এবং সে কাজ শুরু করে দেয় ।কিছু দিন যেতে সে হঠাৎ কাজ বন্ধ করে দেয়। তার অন্য এক বন্ধু ফাহিম তাকে যতবার বলে কাজ করবে না । সে বলে  কাল থেকে শুরু করবো । এভাবে প্রতিদিন তার বন্ধুকে বলতো কাল থেকে শুরূ করবে ।এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল ।

এদিকে ফাহিম কাজ করে অনেক টাকার মালিক হয়ে গেল । তার বাড়ি, গাড়ি সবই হয়ে গেল । অন্য দিকে করিম সাহেব কাল কাল  করতে করতে  আর  কাজ টি করতে পারলো না । তার কোন স্বপ্ন ও পূরণ হলো না । এটা আমাদের দেখা প্রতিদিনের ঘটনা আমরা কাজ করতে  করতে রেখে  দেয় আর বলি  কাল করবো । আসলে  এটা ঠিক না সময়ের কাজ সময়ে শেষ না করতে পারলে পরে শেষ হয় না ।

আর পরে হলে ও মনের মত হয় না । তাই আমাদের উচিত যে কাজ টি করবো বলে সিদ্ধান্ত নিবো। তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবো । একটি কাজ ধরে তা শেষ করে যে শান্তি পাওয়া যায় । একটি অপূর্ণ কাজে তা কিন্তুপাওয়া যায় না । আমাদের জীবনের চলার পথ কিন্তু একবার । এ  জীবনের  গুলি কিন্তু একটা তা হচ্ছে আপনার আমার ভবিষৎ। কোথায় এবং কখন উওর কি হতে পারে হ্যাঁ উওর হচ্ছে এখানেই এবং এখন ।

বতর্মান সময় টা সম্পূর্ণ রুপে ব্যাবহার করা উচিত ।এই নয় যে ভবিষৎ নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই । অবশ্যই আছে । আপনি যদি বতর্মান কে যথাযথ ভাবে কাজে লাগান তবে আপনার ভবিষৎ ভাল হবে এটা বলার অপেক্ষা রাখে না। 

তাই আবারও বলি আপনি যে কাজ করবেন বলে ভাবছেন । তা শুরু করে দিন । তাহলে আপনার ভবিষৎ ফল ভাল হবে । 

ভাল থাকবেন 

Leave a Comment