সময়মতো কীভাবে কাজ করবেন?
সময় নদীর স্রোতের মত চলতে থাকে একে ধরার ক্ষমতা করোর নায়। তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করা ।সে যেই কাজ হোক না কেন । করিম সাহেব সে স্বপ্ন দেখে সে অনলাইনে কাজ করবে । অনেক টাকা আয় করবে । পরিবার পরিজন নিয়ে ভাল থাকবে ।
এবং সে কাজ শুরু করে দেয় ।কিছু দিন যেতে সে হঠাৎ কাজ বন্ধ করে দেয়। তার অন্য এক বন্ধু ফাহিম তাকে যতবার বলে কাজ করবে না । সে বলে কাল থেকে শুরু করবো । এভাবে প্রতিদিন তার বন্ধুকে বলতো কাল থেকে শুরূ করবে ।এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল ।
এদিকে ফাহিম কাজ করে অনেক টাকার মালিক হয়ে গেল । তার বাড়ি, গাড়ি সবই হয়ে গেল । অন্য দিকে করিম সাহেব কাল কাল করতে করতে আর কাজ টি করতে পারলো না । তার কোন স্বপ্ন ও পূরণ হলো না । এটা আমাদের দেখা প্রতিদিনের ঘটনা আমরা কাজ করতে করতে রেখে দেয় আর বলি কাল করবো । আসলে এটা ঠিক না সময়ের কাজ সময়ে শেষ না করতে পারলে পরে শেষ হয় না ।
আর পরে হলে ও মনের মত হয় না । তাই আমাদের উচিত যে কাজ টি করবো বলে সিদ্ধান্ত নিবো। তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবো । একটি কাজ ধরে তা শেষ করে যে শান্তি পাওয়া যায় । একটি অপূর্ণ কাজে তা কিন্তুপাওয়া যায় না । আমাদের জীবনের চলার পথ কিন্তু একবার । এ জীবনের গুলি কিন্তু একটা তা হচ্ছে আপনার আমার ভবিষৎ। কোথায় এবং কখন উওর কি হতে পারে হ্যাঁ উওর হচ্ছে এখানেই এবং এখন ।
বতর্মান সময় টা সম্পূর্ণ রুপে ব্যাবহার করা উচিত ।এই নয় যে ভবিষৎ নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই । অবশ্যই আছে । আপনি যদি বতর্মান কে যথাযথ ভাবে কাজে লাগান তবে আপনার ভবিষৎ ভাল হবে এটা বলার অপেক্ষা রাখে না।
তাই আবারও বলি আপনি যে কাজ করবেন বলে ভাবছেন । তা শুরু করে দিন । তাহলে আপনার ভবিষৎ ফল ভাল হবে ।
ভাল থাকবেন