”ছোট ব্যবসা“ করে কিভাবে অর্থ উপার্জন করবেন?(How to Make Money With Small Business?)

 

 

একটি ব্যাবসায়ে লাভবান হতে হলে অনেক দিকে খেয়াল রেখে কাজ করতে হয় তা না হলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি দেখা দেয় তাই আজ আমি   বলবো একটি ছোট ব্যাবসায় লাভ করতে কি গুনাগুন থাকা দরকার সে বিষয়ে তা হলো : 

 

কোন ব্যাবসা শুরু করার আগে ব্যাবসায়ের সব কিছু নিখুঁত ভাবে পর্যবেক্ষন করে নিতে হবে  

.ব্যাবসা করবেন তা নির্ধারন করে নিতে হবে  

.সেই ব্যাবসা সম্পর্কে পূর্ণ ধারনা নিতে হবে  

.সঠিক পরিকল্পনা করতে হবে  

.তারপর বিনিয়োগের ব্যাবস্থা করতে হবে  

.কি কাজ করবেন তার রুটিন তৈরি করতে হবে। 

কাজ সকলের মধ্যে যোগ্যতা অনুযায়ী বন্টন করতে হবে  

.দেখাশুনা ঠিকমত করতে হবে  

.যোগাযোগ ব্যাবস্থা জোড়দার করতে হবে  

১০বাজার দিকে খেয়াল রাখতে হবে  ভোক্তার রুচি  চাহিদার দিকে নজরদারি করতে হবে  

১১.পণ্যে প্রচারের ব্যাবস্থা জোড়দার করতে হবে  

১২কোন ভুল হলে সেখান থেকে শিক্ষা নিতে হবে যেন পড়ে এধরণের ভুল না হয়। 

১৩.প্রতিদিন শেষে আয়  ব্যায় হিসাব করতে হবে  

 

কাল কি করবেন তার চিন্তা আজকের রাতে করে রাখবেন  কোন সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করবেন  এভাবে এগিয়ে গেলে আপনার সাফল্যে হবেই কেও ঠেকাতে পারবে না  অসৎ লোক বা ব্যাবসা থেকে দুরে থাকবেন তাতে আপনার যেমন ভাল হবে তেমনি সমাজের  ভাল হবে  

ভাল থাকবেন 

Leave a Comment