নিবন্ধ লিখে আয় করুন
আমরা যারা ভালো লেখা লিখতে জানি । তাদের জন্য আয় করা তেমন কোন সমস্যা না। আপনি ভালো লেখা লিখে অনলাইন থেকেআয় করতে পারেন হাজার হাজার ডলার। অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে তাদের আয় করা অর্থ শেয়ার করে নেয়। আপনি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারেন আর আপনার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, আপনি ততো বেশি আয় করতে পারবেন।
আর্টিকেল রাইটিং
যাদের লেখালিখির করার জ্ঞান আছে তারা অনায়সে আর্টিকেল রাইটিং এর কাজ টি করতে পারেন। আর্টিকেল রাইটিং মানে কোন কিছু বিষয়ের উপর লেখা। সেটি হতে পারে আপনার পছন্দের ভাষাতে তবে ইংরেজিতে এই কাজের অনেক চাহিদা রয়েছে। তবে আপনি কোন কম্পানির হয়ে কাজ করলে তাদের দেওয়া বিষয়ের উপরেই লেখতে হবে। তবে আপনি নিজের ব্লগে আর্টিকেল লিখেও বেশ টাকা আয় করতে পারেন। অনলাইন সার্চ করলে এ রকম অনেক সাইট পাবেন যেখানে আর্টিকেল লেখলে আপনি তার বিনিময়ে ভালো আয় করতে পারবেন।
আমার জানা ভাল সাইট হলো :
আপনার মূল্যবান লেখা লিখে আয় করতে পারেন যে সমস্ত সাইট থেকে। তার বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো। আশা করি এর মাধ্যমে আপনাদের উপকার হবে। আপনারা এ সমস্ত সাইটে আপনার লেখা লিখে আয় করতে পারেন ডলার। তাহলে আর দেরি না করে জেনে নিন। কোথায় আপনার লেখা পাবলিস করবেন:-
https://www.closewe.com/register
আপনি চাইলে আপনার লেখা এ সমস্ত সাইটে দিয়ে আয় করতে পারেন অনেক টাকা , তো বন্ধুরা আজিই শুরু করে দিন লেখালেখি আর আয় করুন অনেক টাকা ।
ভাল কন্টেন্ট লেখার জন্য যা প্রয়োজন :
একটি ভাল কন্টেন্ট লেখা নির্ভর করে তার বিষয়ের উপর , একটি বিষয় যা সঠিক তথ্য এবং অর্থপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে সহজে ধারনা দিয়ে থাকে । এটি নির্বাচিত বিষয়টির একটি নিখুঁত দৃশ্য এবং বিষয় সম্পর্কে পাঠককে সহজে একটি পরিষ্কার চিত্র প্রদান করে থাকেন । একটি ভাল কন্টেন্ট তৈরি করতে হলেআপনাকে অনেক দিকের প্রতি খেয়াল রাখতে হবে তাহলে আপনি ভাল কন্টেন্ট বানাতে পারবেন । একটি ভাল কন্টেন্ট তৈরি করতে আপনাকে যে সব দিকে ভাল মত নজর
রাখতে হবে তা হলো :
১. একটি কন্টেন্ট লেখা
এটি যেন ভাল মানের
বজায় থাকে ।
২. কন্টেন্ট এর গ্রামার এবং
বানান যেন সঠিক থাকে
। একটি ভাল
মানের কন্টেন্ট লেখার জন্য, আপনাকে
সঠিক বানান এবং ব্যাকরণ
ব্যবহার করতে হবে।
৩. কন্টেন্ট লেখার আগে আপনি
সিদ্ধান্ত নিবেন। যে আপনি
কোন বিষয়ের উপর লিখবেন ।
তারপরে আপনাকে এই বিষয়ে
কিছু কন্টেন্ট পড়তে হবে এবং
বিষয়গুলি বুঝতে হবে। এটি
অনলাইনে সে বিষয় সর্ম্পকে
জানতে পারবেন । বন্ধুরা
কোন প্রকার কপি করবেন
না ।
৪. পরে আপনি বিষয়গুলির
সর্ম্পকে আপনার মতামত অনুসারে
একটি নিবন্ধ লিখতে পারবেন।
৫. কোন লেখা কপি
এবং পেস্ট করবেন না
। এটা আপনার
অনলাইন জগৎ খারাপ হতে
পারে । কারন কোন কপি করা
কন্টেন্ট অনলাইনে চলবে না ।
গুগোল এটা সহজে ধরে
ফেলতে পারে।
৩. আপনি আপনার কন্টেন্ট
এর সাথে যে থিম
দেবেন সেটা যেন আপনার
কন্টেন্ট এর সাথে সাদৃশ্য
থাকে ।কারন
ছবি ও কিন্তু একটা
কন্টেন্ট এটা দেখে অনেকে
বুঝতে পারে আপনি কি
বুঝতে চেয়েছেন । আর ছবিটা যেন ভাল
মানের হয়ে থাকে ।
৪.একটি কন্টেন্ট লেখার
মাধ্যমে, আপনি পাঠককে একটি
বিষয় ভিত্তিক বার্তা দিতে হবে
যা তিনি মনে করেন।
এবং পড়বেন ।
৫. কোন জটিল ভাষা
ব্যবহার করবেন না। তাতে
যারা আপনার কন্টেন্ট পড়বে
তাদের জন্য অসুবিধা হতে
পারে। এবং এক সময়
আপনার পাঠক চলে যাবে
আর আপনার সাইটে আসবে
না । অতএব
আপনি যা লিখবেন তা
যেন পরিষ্কার হয় । এবং
আপনার ভিজিটর তা যেন
সহজে বুঝতে পারে ।
৬. কন্টেন্ট লিখতে শুরুতে যেমন
আপনাকে ভাল ভাবে শুরু
করতে হবে । তেমনি
তার শেষ যেন ভাল হয় সে দিকে
খেয়াল রাখতে হবে ।নিবন্ধের শেষ পুরোপুরি সমাপ্ত
করতে হবে ।
৭. আপনি যা লিখছেন
তা যেন যুক্তিযুক্ত ও
গুন সম্পন্ন হয় ।তার
তথ্য যেন শক্তিশালী হয়। সমস্ত তথ্য প্রবন্ধে
শক্তিশালী হওয়া উচিত।
৮.ভুল বা কনফিউজড
ডেটা এড়াতে হবে।
সর্বপরি আপনি যে কন্টেন্ট
লিখতে শুরু করবেন বলে
সিদ্ধান্ত নিয়েছেন তার সম্পর্কে ভাল
মত জেনে বুঝে তারপর
শুরু করুন ।কোন
ভুল তথ্য দিবেন না
। তাতে আপনার
কেরিয়ার খারাপ হয়ে যেতে
পারে । ভাল লিখলে আপনার
লেখা ভাল দামে বিক্রি
হতে পারে । তাই
যা লিখছেন তার বিষয়ে
ভাল জেনে তারপর শুরু করুন
।
পেমেন্ট নিবন্ধ ওয়েবসাইট প্রধানত দুই ধরণের প্রদত্ত নিবন্ধন সাইট আছে।
১. আপফ্রন্ট পেমেন্ট
এখানে প্রথম তারা আপনার
নিবন্ধ পর্যালোচনা করবে।যদি নিবন্ধ তাদের ভিএমবি
গ্রহণ করে। তবে তারা পেমেন্ট
দিয়ে থাকে ।
২. পারফরমেন্স পেমেন্ট :
পারফরম্যান্স পেমেন্ট একটি আকর্ষণীয় সাইট।
এখানে, পেমেন্ট আর্টিকেল মানের উপর নির্ভর
করে, নিবন্ধটি কত দর্শক দেখছে
তার মানের উপর পেমেন্ট
দেওয়া হয়ে থাকে । আপনি যদি একজন
ভাল মানের আর্টিকেল লেখক
হয়ে থাকেন তবে আপনি
এসব ওয়েব সাইটে কাজ করে আয় করতে
পারেন।
নিচে আপনাদের সুবিধার জন্য কিছু বিশ্বস্ত বেতন নিবন্ধ ওয়েবসাইট নিচে দেওয়া হয়।
Writting Content
CollegeHumor কাজ
করতে চাইলে এখানে সঙ্গে
সাইন আপ করুন : এটি
খুব ভাল নিবন্ধ দেওয়া
সাইট। মূলত তারা মজার
নিবন্ধ গ্রহণ করে থাকে
। আপনার লেখা
যদি ভাল মানের হয়ে থাকে
তবে তারা তার বিনিময়ে
আপনাকে অর্থ প্রদান করে
থাকে ।
Love to Know
Love To Know কাজ করতে চাইলে এখানে সঙ্গে সাইন আপ করুন: Love To Knowসা্ইটে তারা বিভিন্ন ধরণের অর্থ ও প্রযুক্তি সংক্রান্ত নিবন্ধ গ্রহণ করে থাকেন । আপনি অর্থ ও প্রযুক্তি সংক্রান্ত সকল কন্টেন্ট লিখে এখানে বিক্রি করতে পারেন ।
Cracked
Cracked কাজ
করতে চাইলে এখানে সঙ্গে
সাইন আপ করুন: Cracked সাইট শুধুমাত্র মজার নিবন্ধ গ্রহণ
করে থাকেন। এটি খুব
ভাল সাইট। আপনি এখানেও
কাজ করতে পারেন ।
The Daily Heckle
The Daily Heckle কাজ
করতে চাইলে এখানে সঙ্গে
সাইন আপ করুন: The Daily Heckle সাইট মূলত বিশ্বের
সর্বশেষ খবর সম্পর্কে নিবন্ধ
গ্রহণ করে থাকেন ।
আপনি এখানে বিশ্বের সর্বশেষ
খবর লিখে এখানে জমা
দিতে পারেন । আপনার
লেখা গুনগত মানের হলে
তারা আপনাকে অর্থ প্রদান
করে থাকেন ।
iWriter.com
আজ এ পর্যন্ত , ভাল
থাকবেন ।