কিভাবে আপনার জীবনে সাফল্য আনবেন? (How to bring success in your life?)

সাফল্য কোন ‍সুযোগের স্বদব্যাবহার নয় ।এটা আমাদের নিজস্ব মনোভাব, চিন্তা, ভাবনা, দুর দৃস্টিভঙ্গিরফল। এটাকেই আমরা নিজেরাই নির্বাচন করি । যার ‍ফলে সাফলতা আসে । বুদ্ধিমান লোকরা ভিন্ন কোন কাজ করে না, বরং তারা একই কাজ ভিন্ন ভাবে করে। সাফল্যে অর্জনের জন্য আপনার বেশি বুদ্ধির প্রয়োজন হয় না । শুধু মাএ ইচ্ছে শক্তি প্রবল থাকলেই হবে ।

অসাধারন ব্যক্তিরা তারা কোন সুযোগের আসায় থাকে না ।আর সাধারন ব্যক্তিরা শুধু জীবনের নিরাপত্তা খোঁজেন। আমরা জীবনের যে লক্ষ্যে পৌছাতে চাই । তার দিকে সদা দৃস্টি দেওয়া উচিত । অন্য কোন দিক না তাকানোই ভাল। আমাকে যদিকেও সাফল্যের সংঙ্গা দিতে বলেন তবে আমি বলবো  সাফল্যে হচ্ছে এমন একটি সৌভাগ্য যার মুলে রয়েছে অনুপ্রেরণা, প্রবল ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম ও সাহস । 

জীবনে সাফল্যে অর্জনের জন্য যে গুনাগুন থাকা দরকার তা হলো: 

১. প্রবল ইচ্ছা শক্তি।  

  ২. অনুপ্রেরণা

৩. পরিকল্পনা     

 ৪. কঠোর পরিশ্রম

৫. বাস্তবায়ন   

৬.বাধা বিপত্তি দুর করার শক্তি

৭.সাহস        

৮।ধের্য্যশক্তি

এই কয়টি গুন আপনার মধ্যে থাকলে আপনি জয় করতে পারবেন । আনতে পারবেন আপনার জীবনে যে কোন সাফল্যে। সুতরাং আপনি যদি বিশ্বাস করেন আপনি সাফল্যে অর্জন করতে পারবেন ।তবেই আপনি জয় লাভ করতে পারবেন।যদি বিশ্বাস করেন আপনি পারবেন না তবে আপনি পারবেন না।কারন আপনার বিশ্বাসেআছে অলৌকিক শক্তি । বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর । তাহলে কি করবেন আজিই সিদ্ধন্ত নিন । 

ভাল থাকবেন 

Leave a Comment