আমি যদি বলি, আপনি প্রতি নিযত অন্যের কাছে বিক্রি হচেছন।কত জন বিশ্বাস করবেন, আর কতজন অবিশ্বাস করবেন না। হ্যাঁ এটায় সত্যে। কারন আপনি আপনার বুদ্ধি, মেধাকে প্রতি নিযত অন্যের কাছে
বিক্রি করছেন। চাকুরীতে গেলে আপনি অন্যের কাজ করছেন । অন্যের দেখানো পথে চলছেন । আপনি আপনার মেধা কেও বিক্রি করছেন প্রতি নিয়ত তাই নয় কি । আমার বন্ধু সুমন। সে তেমন বড় ঘরের সন্তান নয়।পরিবারের আবস্থা তেমন ভাল নয় । পড়াশুনার দিক থেকে সে খুবিই ভাল ।সে স্বপ্ন দেখতো পড়াশুনা শেষে ভাল একটি চাকুরী করবে । পরিবার পরিজন বন্ধুদের কে নিয়ে ভাল থাকবে। তাই কি হলো?
পড়ুন: বেকার হয়ে বসে আছেন ,চাকুরী পাচ্ছেন না । চিন্তা নাই এখানে আসুন
পড়াশুনা শেষ করে সে ভাল একটি এ্র্রনজিও তে কাজ পেলো ।তার কাজ পাওয়াতে পরিবার, পরিজন, বন্ধুরা সকলে খুশি হলো।সে নিজে ও খুশি হলো ।এর মধ্যে সে বিয়ে করে নতুন সংসার পেতে ফেললো । এভাবেবেস কয়েক বছর অতিবাহিত হলো , আস্তে আস্তে কাজের মাএা ও বারতে থাকলো, এবং সমস্যা ও শুরু হতে লাগলো অনেক ধরনের, কি বলতে পারেন কি সমস্যা হ্যাঁ আমি বলছি , তখন কাজের জায়গায় বেশি সময় দিতে হতো। বাবা-মা, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন কে সময় দিতে পারতো না ।
নিজের পরিবারকেওসময় দিতে পারতো না সুমন ।একদিন সে চিন্তা করলো সে যে বেতন পায়, তার মেধা ও বুদ্ধি অনুযায়ী সেটা খুবিই কম, কিন্তু কি করা যাবে এ্র্রনজিও অল্প বেতন দিয়ে তাকে কিনে নিয়েচছ । সে কিছু করতে পারে না কারন তার হাত-পা বাধা স্বামাজিক প্রতিবন্ধকতার কাছে।
সময় দিতে পারতো না সুমন ।একদিন সে চিন্তা করলো সে যে বেতন পায়, তার মেধা ও বুদ্ধি অনুযায়ী সেটা খুবিই কম, কিন্তু কি করা যাবে এ্র্রনজিও অল্প বেতন দিয়ে তাকে কিনে নিয়েচছ । সে কিছু করতে পারে না কারন তার হাত-পা বাধা স্বামাজিক প্রতিবন্ধকতার কাছে।
উঠে দাড়ান নিজেকে বদলানোর সময় এসেছে :
এর হাত থেকে সে নিজেকে কিভাবে মুক্ত করবে, ভাবতে থাকে ,আর চিন্তা করতে থাকে ,কি করা যায়। এবং অবশেষে সে খুজেঁ পায় । অনলাইন জগৎ কারন ইন্টারনেটের কল্যানে যে কেউই চাইলে একটি
আরো জানুন: আপনি চাকুরী করছেন কিন্তু সন্তুষ্ট নন? তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি।
স্বাচ্ছন্দ্যময় ক্যারিয়ার গড়তে পারেন। তাই সে সিদ্ধান্ত নিলো । অনলাইনে কাজ করবে এবং নিজের ও পরিবারের ভবিষৎ গড়বে । তাই সে্ এ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা জানলো । দেখলো এবং সে নিজে কাজ শুরু করে দিলো । এখন সে বেস ভাল আছে । পরিবার পরিজনকে নিয়ে সুখে আছে । আশা করা যায় ভবিষৎ জীবনে সে আরো ভাল থাকবে। তাই বলি কি ভাবছেন ? আর নিজেকে অন্যের হাতে বিক্রি না করে এবার বদলান নিজেকে এবং শান্তি ও সুখে রাখেন নিজের ভবিষৎকে । ওয়েব সাইটের জন্য
ডোমেন ও হোস্টিং কিনতে ক্লিক করুন :
Domains সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
Hosting সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
WordPress সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
Security SSL Certificates সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
সীমিত সময়ের জন্য বর্তমানে চলমান আকর্ষণীয় ছাড়সমূহ!
Namecheap Stellar হোস্টিং ৫০% ডিসকাউন্ট
Namecheap Stellar Plus হোস্টিং ২৬% ডিসকাউন্ট
Stellar Business হোস্টিং ২০% ডিসকাউন্ট
ভাল থাকবেন ।