এফিলিয়েট মার্কেটিং করে কত টাকা আয় করা যায়, তার একটি গাণিতিক ব্যাখ্যা!(How much money can be made by affiliate marketing, a mathematical explanation! )

ফিলিয়েট মার্কেটিং বর্তমানে অনলাইন ইনকাম এর একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম! অনলাইন এ সফলক্যারিয়ার গড়ার লক্ষ্যে এর বিকল্প নেই!আমাদের বাংলাদেশের অনেকেই আজ বড় বড় উদ্যোক্তা হয়েছেন শুধুমাত্রএই এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে তাদের মধ্যে অন্যতম হলেন Devsteam It এর আলামিনকবির,লাজুক হাসান,প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটির খালিদ ফারহান ও এস এম এন জামান! যাহোক

মূলকথায় আসা যাক,আমরা অনেকেই মনেকরি যে অনলাইন হয়তো অনেক সহজ একটি জায়গা যেখানে আপনি যখন তখন প্রবেশ করবেন আর সাথেই টাকা উপার্জন শুরু হয়ে যাবে,কিন্ত কিছুদিন পর যখন দেখি যে ইনকাম হচ্ছেনা তখন আপনি হাল ছেড়ে দেন আর আপনার ভিতর তৈরী হয় অনলাইন এর উপর একপ্রকারের বিতৃষ্ণা! কিন্তু একবার কি আপনি ভেবে দেখেছেন যে টাকা ইনকাম করা কি আসলেই

এতটাই সহজ ?আমি বলবো সহজ কিন্ত হ্যা টাকা ইনকাম করতে আপনার লাগবে সঠিক জ্ঞানর্জন করা, সঠিক দিকনির্দেশনা আরঅধ্যাবসায়! যেমন একটি উদাহরণ দেয়া যাক,প্রতিটা মানুষ প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে অনার্স/মাস্টার্স  পর্যন্ত পড়াশোনা করেন একটি ভালোমানের চাকরির জন্য যেখানে তাকে অনেক পরিশ্রম করতে হয় চাকরির মতো সোনার হরিণটি ধরার জন্য!

এমনকি সবাই চাকরি পায় ও না! আর অনলাইন এ সফল ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে মাত্র ৬ মাস থেকে ১ বছর!কিন্তু অনেকেই এই পরিশ্রম সঠিকভাবে দিক নির্দেশনা মেনে করতে পারেনা বলে হারিয়ে যায়! এখানে সফল হতে হলে আপনাকে লেগে থাকার মনমানুষিকতা তৈরী করতে হবে অবশ্যই! কারণ অনলাইন এ আছে একটি বিশাল লোভনীয় ক্যারিয়ার যা আপনি কল্পনাও করতে পারছেন না আর সেই

বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়ার জন্যই আমার এই আর্টিকেলটি! তাহলে আসা যাক মূল আলোচনায় কেমন পরিমান আয় করা যায় এফিলিয়েট মার্কেটিং করে বা যারা এখন এফিলিয়েট মার্কেটিং এ সফল তারা কেমন আয় করে থাকেন আর আয়ের পদ্ধতিগুলা কি কি ?

এফিলিয়েট মার্কেটিং হলো প্যাসিভ ইনকাম সোর্স অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পণ্য প্রমোটের মাধ্যমে যে নির্দিষ্ট পরিমান কমিশন হিসাবে পেয়ে থাকেন তাকেই এফিলিয়েট মার্কেটিং বলে এবং যারা এই প্রোমোটিং এর কাজ করে থাকেন তাদেরকে এফিলিয়েট মার্কেটার বলে! এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য আমার এই আর্টিকেলটি পরে আসতে পারেন!আসুন সংক্ষেপ এ জেনে নেই,

এফিলিয়েট মার্কেটিং কি?

যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল প্রফেশন সেহেতু আমি আপনাদের আজকে ইংলিশ ওয়েবসাইট এর মাধ্যমেকিভাবে ইনকাম হয় সেই বিষয় সম্পর্কে উদাহরণ দিয়ে আলোচনা করবো কিন্ত আপনার ভয়ের কোনো কারণ যে আমিতো ইংলিশ এ অভিজ্ঞ না।

তাহলে আমি কি পারবো?

আমার এই ওয়েবসাইট এর মূলউদ্দেশ্যই হলো আপনাকে পুরোপুরি বাংলায় কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেনতা শেখানো! এফিলিয়েট মার্কেটিং করার মতো কিছু জনপ্রিয় কোম্পানি Amazon.com, Clickjunction,Rakuten, Themeforest, Templatemoonster, Bluehosting সহ আরো অন্যান্য কোম্পানি,তবে এদের মধ্যে অন্যতম হচ্ছে Amazon.com!

এছাড়া বর্তমানে বাংলাদেশে Daraz.com এফিলিয়েট প্রোগ্র্যাম চালু করেছে!অর্থাৎ এইসব প্রতিষ্ঠানের হাজারো পণ্যের মধ্যে আপনি প্রাথমিক অবস্থায় একটি পণ্য নিয়ে কাজ করতে হবে যাকে বলা হয় নিস্ সিলেকশন বা

লক্ষবস্তু বাছাই করা এবং ওই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে ক্রেতাকে কেনার জন্য সহযোগিতা করা ও কোন ব্রান্ডটি ভালো হবে তার একটা তুলনা করে দেয়া যাতে আপনার ক্রেতার সুবিধা হয় পণ্যটি কেনার জন্য!ধরুন আপনার একটি ওয়েবসাইট আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আমাজন থেকে অর্থাৎ আপনার প্রোডাক্টটি ধরুন ইলেকট্রিক সেভার!

এখন ধরুন গুগল এ প্রতিমাস এ ওই কীওয়ার্ড এর সার্চ ভলিউম ১০০০০ হাজার অর্থাৎ ১০০০০ হাজার জন ওই কীওয়ার্ড টি লিখে সার্চ দিচ্ছে এবং আপনার একটি ওয়েবসাইট আছে যেটি গুগল এর একদম প্রথম পেজ এ! তাহলে একবার ভাবুন আপনি যদি খুব ভালোভাবে কাজ শিখে আপনার ওয়েবসাইট কে গুগল এর প্রথম পেজ এ রাঙ্ক করতে পারেন

তাহলে ওই একটি নির্দিষ্ট কীওয়ার্ড এর জন্য আপনার ওয়েবসাইট এ অগণিত ভিসিটর ভিসিট করছেন এবং তারা আপনার ওয়েবসাইট এর মাধ্যমে ওই প্রোডাক্ট টি কিনে নিচ্ছেন অথবা ওই নির্দিষ্ট প্রোডাক্ট ই যে কিনতে হবে তা কিন্ত নয়!সে যদি আপনার ওয়েবসাইট এর মাধ্যমে এসে অন্য কোনো প্রোডাক্ট ও কিনে ফেলেন তার জন্যও আপনাকে কমিশন প্রদান করা হবে!

ধরাযাক যে আপনার কীওয়ার্ড এ ১০০০০ জন ভিসিটর আসছেন প্রতিমাস এ!এখন আমি ধরলাম ১০০০০ জন এর মধ্যে সবাই আপনার ওয়েবসাইট ভিসিট করলো না আমি ধরে নিলাম তার মধ্যে মাত্র ২৫০ জন আপনার ওয়েবসাইট এ আপনার বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে আলোচনা করা কনটেন্টগুলো পড়ে কিনে নিলো এবং

আপনার যেই প্রোডাক্ট টি সেল হলো তার দাম আমি ধরলাম $২০০ তাহলে আপনি কমিশন পাবেন প্রতিটা সেল এর জন্য ৪% তাহলে আপনি মোট পাচ্ছেন $৮ করে এবং২৫০ প্রোডাক্ট সেল এর জন্য পেলেন ২৫০*৮=$২০০০ যা বাংলাদেশী টাকায় প্রায় ১,৬০০০০ হাজার টাকা! এই হিসাবটি শুধুমাত্র একটি কীওয়ার্ড এর জন্য আপনি পাচ্ছেন!

এছাড়াও আরো অনেক কীওয়ার্ড এর জন্য আপনার ওয়েবসাইট টি গুগল এ রাঙ্ক করবে যার দরুন আপনি পাবেন আরো অনেক ভিসিটর এবং আরো বেশি সেল পাবেন! আর তার থেকেও বড় কথা হলো আপনার ভিসিটর কে শুধু যে একটি নির্দিষ্ট প্রোডাক্ট

কিনতে হবে তা কিন্ত নয়,সে যদি আপনার ওয়েবসাইট এর মাধ্যমে বিষয়টি করে এবং অন্য যেকোনো পণ্য ক্রয় করে তাহলেই আপনি কমিশন পাবেন!কাজেই বুঝতেই পারছেন এফিলিয়েট মার্কেটিং এ কি পরিমান ইনকাম করা সম্ভব! এছাড়াও আরো একটি ইনকাম এর কথা না বললেই নয় সেটা হলো ওয়েবসাইট বিক্রি করে!

অনলাইন এ ওয়েবসাইট কেনাবেচার বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলেই যেকোনো সময় আপনার ওয়েবসাইটটি বিক্রি করে দিতে পারবেন!যেমন ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে যেখান থেকে বর্তমানে আপনার প্রতিমাসে $২০০ আয় হয় এখন আপনি চাচ্ছেন ওয়েবসাইট টি বিক্রি করতে তাহলে কিন্ত অনায়েসে আপনি আপনার ওয়েবসাইট এর বর্তমান ইনকাম এর

২৫-৪০ গুন্ দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ আমি যদি ধরি ২৫ গুন্ তাহলে দাঁড়ায়২০০*২৫=$৫০০০ যা বাংলাদেশী টাকায় আসে 8০০০০০ লক্ষ্য টাকা!আর এজন্যই একটি ওয়েবসাইট কে একটি জমির সাথে তুলনা করা হয়ে থাকে! কাজেই আপনি বুঝতেই পারছেন কি পরিমানে ইনকাম কর সম্ভব এই এফিলিয়েট মার্কেটিং করে!

কাজেই আর দেরি না করে আজই পা বাড়ান আপনার এফিলিয়েট মার্কেটিং এর সফলতার লক্ষে আর আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমিতো আছি আপনার সাথেই! আপনার ওয়েবসাইট তৈরী করার দায়িত্ব আপনি ছেড়ে দিতে পারেন Namecheap Company   এর উপর যারা একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –

১. একটি ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)

২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)

৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)

৪. একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)

৫. একটি থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারেন) ও

৬. কিছু প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট আপনি নিজেই করে নিতে পারেন)

এখানে ক্লিক করে Namecheapএর সাইটে প্রবেশ করুন।

আপনাকে মাত্র ৪-৫ দিনের মধ্যেই আপনার হাতে পৌঁছে দিচ্ছে সম্পূর্ণ তৈরী ওয়েবসাইট! আজিই ক্রয় করে নিতে পারেন। আর কাজ শুরু করে দিতে পারেন

ভাল থাকবেন ।

আজ এখানেই শেষ করছি ।

Leave a Comment