Google Search Result ব্লগে কিভাবে Show করাবেন তার বিষয়ে এ পোষ্টে আজ আলোচনা করবো।
.
Best Affiliate Marketing Site
Fiverr Name cheap Bluehost Grammarly Theme Forest.
formula desk. SEMrush Amazon Associates . ithemes.
.
নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হলো:
.
সঠিক SEO:
সার্চ ইঞ্জিনের পাতায় ব্লগ শো করানো কিংবা সার্চ ইঞ্জিন হতে ব্লগে ট্রাফিক বৃদ্ধি করার ক্ষেত্রে এসইও এর বিকল্প কিছুই নেই। আপনার ব্লগে সকল
বিষয়গুলি যত ভালভাবে এসইও করে শেয়ার করতে পারবেন সার্চ ইঞ্জিন আপনার ব্লগটি তত বেশী গুরুত্ব দেবে। এসইও এর ক্ষেত্রে ব্লগে
Keywords বাছাই, অন-পেজ অপটিমাইজ ও অফ-পেইজ অপটিমাইজেশন এর বিষয়ে বেশী গুরুত্ব দিতে হবে।
.
যথাস্থানে Keywords ব্যবহারঃ
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে Keywords ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ইন্টারনেটে যত কিছু খুজা হয়ে থাকে তার স
বটাই Keywords ব্যবহার করে সার্চ করা হয়। পোষ্টের ভীতরে গুরুত্বপূর্ণ Keywords গুলি যথাস্থানে ব্যবহার করতে পারলে সার্চ ইঞ্জিনের
পাতায় পোস্ট শো করার সম্ভাবনা তৈরি হয়।
.
Meta Tags ব্যবহারঃ
সাধারণত বাহ্যিক দৃষ্টিতে Meta Tag দেখা যায় না বিধায় অধিকাংশ ব্লগাররা বিষয়টা গুরুত্ব দেন না। অথচ সার্চ ইঞ্জিন ব্লগের টাইটেল
এর পরেই Meta Tag গুলিকে গুরুত্ব দিয়ে থাকে। এ বিষয়ে আমার পূর্বের অনেক পোষ্ট রয়েছে।
বিস্তারিত জানার জন্য পোষ্টগুলি দেখতে পারেন।
.
কম Competitions যুক্ত বিষয় বাছাইঃ
বর্তমানে অনলাইন বিশাল বড় একটা মার্কেট ও জ্ঞানের ভান্ডার। এখানে যে বিষয়ে সার্চ দিবেন সে বিষয় হাতের নাগালে পেয়ে যাবেন। এ ক্ষেত্রে
যে বিষয়গুলি নিয়ে ইতোপূর্বে কম লেখা হচ্ছে সে বিষয়ে ব্লগিং করতে পারলে আপনার Competitions কমে যাবে। ব্লগিং শুরুর পূর্বে এ কাজটি
করতে পারলে আপনার জন্য সুবিধা হবে।
.
Backlinks বৃদ্ধিঃ
সার্চ রেজাল্টে নিজের ভালো অবস্থান তৈরির ক্ষেত্রে Backlinks খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আপনার ব্লগটিকে যদি Search Engine এর
কাছে গুরুত্বপূর্ণ এবং গ্রহনযোগ্য করে তুলতে চান তাহলে অবশ্যই আপনার ব্লগের Backlinks তৈরী করতে হবে। যার ব্লগের Backlinks
যত বেশী তার ব্লগটি সার্চ ইঞ্জিনের কাছে তত বেশী গ্রহনযোগ্যতা পাবে।
.
Google My Business ব্যবহারঃ
আপনার ব্লগটি Google My Business এর মাধ্যমে গুগল ম্যাপ এ যুক্ত করে নিয়ে ভেরিফাই করতে পারলে সার্চ ইঞ্জিন সহজে আপনার ব্লগের
বা ব্যবসায়িক ব্লগের অবস্থান নির্ণয় করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহজে ভোক্তাদের কাছে পৌছে দেবে। এই বিষয়টি আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনের
কাছে অধিক গুরুত্বপূর্ণ করে তুলবে। তাছাড়া Local ব্যবসা ও ব্লগিং এর ক্ষেত্রে এ বিষয়টি গুগল সার্চ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে।
.
বিবিধ বিষয়ঃ
এ ছাড়াও একটি ব্লগকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলার জন্য অনেক ধরনের এসইও টেকনিক রয়েছে, যার অধিকাংশ বিষয় ইতোপূর্বে
আমার ব্লগে শেয়ার করেছি। সে জন্য এ বিষয়গুলি পুনরায় লিখে পাঠকদের মনে বিরক্তির কারণ হতে চাইছি না। আপনি যদি এসইও সম্পর্কে
দক্ষতা অর্জন করতে চান তাহলে আমার দেওয়া পোষ্টপড়তে পারেন।
.
.
সর্বশেষঃ
আমার সব গুলি আর্টিকেল টাইপের পোষ্টের ভীতরে শেষ কথা, সর্বশেষ ও সাহায্য জিজ্ঞাসা এ ধরনের একটি পেজ রাখি, যাতে করে আমাদের
পাঠকদের মনে খটকা থাকলে সেটি কমেন্টের মাধ্যমে দূর করতে পারে। আসলে আমরা চাই ব্লগের পাঠক ও আমাদের ব্লগের লেখকদের মধ্যে
দূরত্ব কমে উভয়ের মধ্যে কমিউনিকেশন তৈরি হউক। অবশেষে সব পোষ্টের ন্যায় আবারও বলব আপনাদের মনে কোন প্রশ্ন থাকলে
আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার প্রশ্নের যথাযথ সমাধান দেয়ার সর্বাত্মক চেষ্টা করব, আশা রাখি। তবে তার
আগে আরেকটি কথা বলে নিচ্ছি যে, আপনি যে বিষয় নিয়ে ব্লগিং করেন না কেন সেটা যেন হয় ইউনিক, ভালমানের ও অন্যের ব্লগ থেকে
কপি করা নয় এমন বিষয়।
ভালো থাকবেন।।
.