আয় করুন আমার সাথে আজিিই আপনি যেভাবে Google AdSense এ্যাকাউন্ট খুলবেন , তা ধারাবাহিক আলোচনা করা হলো আশা করে আপনার ভাল লাগবে । তাহলে শুরু করা যাক:
১.প্রথমে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এই লিঙ্কে গিয়ে সাইন আপ করতে হবে। যদি আগে থেকেই আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটি দিয়েও আপনি সাইন আপ করতে পারেন। এতে করে আপনার কাজটি সহজ হয়ে যাবে ।
২. GoogleAdSense আবেদন করার ৪–৬ ঘন্টার মধ্যে রিভিউ প্রক্রিয়ার প্রথম ধাপে আপনি পাশ করেছেন কিনা সেটা জানাতে গুগল একটি ইমেল পাঠাবে। যদি আপনি প্রথম চেকেই পাস করেন, তাহলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এবং অ্যাড বা বিজ্ঞাপনের কোডপাবেন।
৩.আপনার কপাল ভাল থাকলে , সহজে পেয়ে যেতে পারেন । সাইন করার সঙ্গে সঙ্গে । ভাল কাজ করলেফল ভাল পাবেন আশা করি ।
৪. তারপর আপনি আবার Google AdSense এ্যাকাউন্ট খুলবেন ,
৫. প্রথমে My ads ট্যাবে ক্লিক করুন এবং তারপর New ad unit বাটনে ক্লিক করুন।
৬. এরপর আপনি দেখবেন একটি create new ad নামে একটি স্ক্রিন আসবে, এবং এখান থেকে আপনাকে অ্যাড বা বিজ্ঞাপনের টাইপ সিলেক্ট করতে হবে।
৭ আপনি এখান থেকে ‘text and display ads’,‘In-feed ads’, এবং ‘In-article ads’ থেকে যেকোনো একটি সিলেক্ট করতে পারেন। আপনার মন মতো যেটি আপনার কাজের জন্য দরকার ।
৮. আপনি কোনটি সিলেক্ট করবেন , এটা নিয়ে চিন্তা করলে ভয় নাই, তাহলে আপনি text and display ads সিলেক্ট করুন। এখন আমি যেকাজটির কথা বলবো তা সঠিক ভাবে শুনুন এবং কাজ করুন :-
প্রথমে আপনাকে ad unit এর একটা নাম দিতে হবে এবং এই বিজ্ঞাপনের সাইজ, টাইপ, স্টাইল, কালার ইত্যাদি সিলেক্ট করতে হবে। যেহেতু বিজ্ঞাপনের নামটি অনলাইনে ইন্টারনাল কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে, সেহেতু আপনি ইচ্ছেমত যেকোন একটি নাম দিতে পারেন যেন দর্শক পছন্দ করে ।
তারপরে অপশনটি হচ্ছে বিজ্ঞাপনের সাইজ নির্বাচন করা। বিজ্ঞাপনের জন্য গুগল ডিফল্টভাবে বিভিন্ন সাইজের অপশন দিয়ে রাখলেও‘recommended’ লিস্টে কিছু নির্দিষ্ট মাপ দেয়া আছে যেগুলো বিজ্ঞাপনদাতাদের মধ্যে বেশ জনপ্রিয়। এর মানে হচ্ছে এটা বিজ্ঞাপনগুলোর একটিসর্বাধিক গ্রহণযোগ্য লিস্ট, যাতে আয়ের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
এরপরে আপনাকে বিজ্ঞাপন ধরন বা কাজ নির্বাচন করতে হবে। এতে ডিফল্টভাবে ‘text & display ads’ দুটোই নির্বাচন করা থাকে। এটি নির্বাচন করাই সবচেয়ে যুক্তিযুক্ত।
এরপর অ্যাড স্টাইলের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনে ডিজাইন যুক্ত করতে পারবেন। তবে ভালো ফল পাওয়ার জন্য আপনার সাইটের কালার কম্বিনেশনএবং ডিজাইন অনুযায়ী কালার স্কিম ব্যবহার করা উচিত। ‘custom channels’ ফিচারটির মাধ্যমে আপনি আপনার সাইটের উপর ভিত্তি করে বিজ্ঞাপনগুলো দেখাতে পারবেন।
তবে এটি যে ব্যবহার করতেই হবে এমন কোন কথা নেই। এই অপশনটি বাদ গেলেও কোন সমস্যা হবে না। ‘If no ads available’ অপশনটিতে আপনি আপনার নিজের যেকোন একটি বিজ্ঞাপন দিয়ে এটি পূরণ করতে পারেন। যখন গুগল আপনার সাইটের জন্য একটি উপযুক্ত বিজ্ঞাপন খুঁজে না পাবে তখন এটি দেখানো হবে ।
এবার উপরের নির্দেশনা অনুযায়ী আপনার সেট আপ শেষ হয়ে গেলে, ‘Save and get code’ বাটনে ক্লিক করুন। “Adunit successfully created” মেসেজটি দেখতে পাবেন।
এখান থেকে আপনি আপনার বিজ্ঞাপনের একটি কোডও পেয়ে যাবেন। কোডগুলো কপি করে ভাল ভাবে যত্ন করে রেখে দিন। পরবর্তী ধাপে এই কোডটিই ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। এরপর আপনাকে যেকাজটি করতে হবে তা হলো আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যেতে হবে আপনার ওয়েবসাইটের কোথায় বিজ্ঞাপন দেখাতে চান সেটা ঠিক করতে হবে।
সাধারণত বেশিরভাগ ওয়েবসাইটে সাইডবারে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। আপনি ওয়ার্ডপ্রেস উইজেট ব্যবহার করে আপনার সাইডবারে গুগল অ্যাডসেন্স যোগ করতে পারেন। এজন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করে অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে Appearance থেকে Widgets এ ক্লিক করুন।
এখান অনেক অপশন পাবেন সেখান থেকে Custom HTML উইজেটটি ড্রাগ এন্ড ড্রপ করে আপনার কাঙ্ক্ষিত উইজেট এরিয়াতে নিয়ে আসুন। এরপর আপনার পাওয়া ও সংরক্ষিত গুগল অ্যাডসেন্স কোডটি এখানে পেস্ট করে সেভ করুন।
এবার আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে বা দেখতে চাইলে আপনি CTRL+ F5 চাপুন, বিজ্ঞাপনটি দেখতে পাবেন। কি বন্ধুরা বিষয়টি সহজ মনে হলো । এবার আপনার কাজ শুরু করে দিন গুগল অ্যাডসেন্স সম্পর্কিত আরো অনেক টিপস এবং ট্রিক্স জানতে আমার ওয়েব সাইটের সঙ্গে থাকুন ।
ভালো থাকবেন।।