হ্যালো বন্ধুরা কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আলোচনা করবো কিভাবে আপনি
Freelancing Marketplace কি কি কারনে কাজ পেতে ব্যার্থহন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নতুনরা
হয়ত অনেক কাজের জন্য অ্যাপ্লিকেশন করছেন কিন্তু কোন রিপ্লাই পাচ্ছেন না । অনেকের প্রশ্ন কেন জব
পাচ্ছেন না, এর অন্যতম কারণ কি হতে পারে, এর থেকে সফল হওয়ার উপায় ইত্যাদি। জানলে একটু
অবাক হবেন, সমীক্ষায় গিয়ে দেখে গেছে, পুরাতনদের তুলনায় নতুনদের অনেক অনেক কাজ পাওয়ার
হার বেশি। একজলকে দেখে নিই সম্ভাব্য কি কি কারণে আপনি মার্কেটপ্লেসে কাজ পাচ্ছেন না। আশা করি
এ বিষয়টি জানা থাকলে আপনার কাজ পেতে তেমন সমস্যা হবে না।
আরো পড়ুন: ৫ টি ওয়েবসাইট ফ্রিল্যান্সিং করার জন্য
তাহলে জানা যাক Freelancing Marketplace ব্যার্থ হওয়ার কিছু কারন:
১। কাজ পাওয়া জন্য অনেকেই একই কভার লেটার বারবার কপি করে ব্যবহার করেন, যা নির্দিষ্ট জবের
জন্য হয়তো অপ্রাসঙ্গিক। এতে করে কাজের জন্য ক্লায়েন্টের নজর কারতে পারে না।
২। আপনি কাজ পাওয়া জন্য কি অ্যাপ্লিকেশন করবেন। এর সঠিক বিষয়টি অনেকে জানে না।
৩।অনেক বায়ার কাজের ডিটেইলে বলে দেন আগের করা কোন কাজের স্যাম্পল কিংবা পোর্টফোলিও
Portfolio এটাচ করে দেয়ার জন্যে। সেক্ষেত্রে কভার লেটারের সাথে ফাইল এটাচ করে দিতে হয়। তবে
অরিজিনাল ফাইল দেয়া থেকে বিরত থাকুন। আর পোর্টফোলিওগুলো আগে থেকেই সাজিয়ে রাখুন।
কারণ কাজ পাবার ক্ষেত্রে পোর্টফোলিও অনেক ভাল ভূমিকা রাখে। এ কাজ গুলো অনেকে সঠিক ভাবে
করতে পারে না ফলে কাজ পেতে সমস্যা হয়।
আরো পড়ুন: জেনে নিন ফাইভারে কি কি ফ্রি-ল্যান্সিং কাজ আছে।
৪। কাজের বিবরন এ কিছু কিওয়ার্ড উল্লেখ করা থাকে যা আমরা সঠিকভাবে উত্তর না দিয়ে জব
আপ্লিকেশন করি। যে কারনে ক্লায়েন্ট আর আপ্লিকেশনের উত্তর প্রদান করেন না।
৫। আপনার যদি ভালো প্রোটফোলিও থাকে তাহলে কাজ পাবার সম্ভাবনা অনেক বেশি । সব সময়
আপনি যে প্রজেক্ট এর কাজ শেষ করবেন তারপর তা আপডেট করে নিন । এটা না করলে কাজ পেতে
সমস্যা হয়ে থাকে।
৬। কাজের রেট কমিয়ে বিড করুন। রেট বাড়িয়ে বিড করলে কাজ নাও পেতে পারেন।
আরো পড়ুন: অনলাইন ইনকাম: কিভাবে অনলাইনে আয় করবেন তার সংক্ষিপ্ত বিবরন।
৭। অনেকে কাভার লেটার লেখার সময় বানানের প্রতি খেয়াল রাখেন না। এটি কাজ না পাওয়ার
অন্যতম আর একটি কারণ। এ কাজ গুলো মেনে চললে আপনার কাজ পেতে অসুবিধা হবে না।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
আরো পড়ুন:
- মাদার তেরেসার বাণী !! Beautiful thoughts and quotes of Mother Teresa!! Simon Pan
- মহাত্মা গান্ধীর চিরন্তন বাণী !! Mahatma Gandhi Quote in Bengali !!
- বুধবারের শুভেচ্ছা। Wednesday quotes in Bengali language.
- রাত ও রাত্রিরের জীবন নিয়ে কিছু সুন্দর উক্তি।(Quotes about Night and Night Life)
- ম্যাচিওরিটি সম্পর্কে কিছু উক্তি|(Bengali Quotes on Maturity)