কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো
Freelancing আপনার দৃষ্টিতে কি চাকুরী না ব্যবসা সে বিষয়ে আশা করি এ ধারণা সর্ম্পকে আপনারা
সকলে বুঝতে পারবেন।
তাহলে আর দেরি না করে শুরু করা যাক:
Freelancing আসলে কি:
Freelancing এবং জব এই দুইটার মধ্যে অনেক সুবিধা- অসুবিধা আছে। তবে এখানে আলোচ্য বিষয়
হচ্ছে Freelancing কি জব না ব্যবসা?
Freelancing যে পর্যন্ত মাসিক ভিত্তিতে এক ব্যাক্তির কাজ বা এক কোম্পানির কাজ না করা হয়
ততক্ষণ এটি জব নয়। খুব কম ফ্রিল্যান্সার আছেন যারা একজনের কাজ করেন। Freelancing হচ্ছে
একটা বিজনেস। Freelancer তার সার্ভিস বিক্রয় করেন যেমন ডাক্তার, আমাদের মহল্লার বা
বাজারের ইলেকট্রিক মিস্ত্রী বা রঙ মিস্ত্রী । ফ্রিল্যান্সার এক বা একাধিক টেকনিক্যাল স্কিল জানে।
ক্লায়েন্টের সেই কাজের দরকার হলে ফ্রিল্যান্সার তার নিজের স্কিল ব্যবহার করে কাজটি করে দেয়।তাহলে
আমরা এক কথায় বলতে পারি Freelancing কোন জব না বরং এটি একটি ফ্রি ব্যবসা।
আরো পড়ুন:
অনলাইন ইনকাম: কিভাবে অনলাইনে আয় করবেন তার সংক্ষিপ্ত বিবরন।
People Per Hour এ্যাকাউন্ট খুলুন আর ঘরে বসে আয় করুন।
কিভাবে ইউটিউব থেকে আয় করবেন তার সুন্দর সমাধান
ইউটিউবে কিভাবে অ্যাডসেন্স যুক্ত করবেন ?
Freelancing এক প্রকার বিজনেস টু বিজনেস- বি টু বি। Freelancer তার সার্ভিস অন্যদের
কাছে বিক্রি করে। ফ্রিল্যান্সারও বিজনেজ ম্যান এবং যার জন্য কাজ করলো সেও বিজনেজ ম্যান। এক
বিজনেস প্রতিষ্ঠান আরেক বিজনেস প্রতিষ্ঠানের কাজে সার্ভিস বিক্রি করছে। অতএব মালিক- কর্মচারীর
সম্পর্ক নয় বি টু বি সম্পর্ক। ক্লায়েন্টের ব্যবহার এবং কাজের মূল্য, ডেলিভারির মেয়াদ ইত্যাদি পছন্দ না
হলে ফ্রিল্যান্সার কাজটা করে না। পিছিয়ে যায়। তবে Freelancer তার ক্লায়েন্টের প্রতি অনুগত
থাকে, ভাল ব্যবহার করে, ক্লায়েন্টের নির্দেশনা মেনে কাজটা করতে হয়। ভাল সম্পর্ক Freelancing এ
উত্তরোত্তর সাফল্য নিয়ে আসে।এভাবে কাজটি পরিচালনা হয়ে থাকে।
Freelancing আর জবের মধ্যে পার্থক্য কি:
Freelancer রা যতো রোদ ঝড় বৃষ্টি গরম শীত হোক না কেন তাদের ঘর থেকে বের হতে হয় না।
তবুও তার ইনকাম চলতে থাকে। সে যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা কাজ করে, বা বেড়ায়, ইউটিউব
দেখে। কেউ তাকে খবরদারি করে না। জবের বস একজন কিন্তু সারাদিন প্যারা দেয়। Freelancing
অনেক ক্লায়েন্ট এবং এক একটা ক্লায়েন্ট এক একটা বস বলতে পারেন। কিন্তু সেই ভাবে খবরদারি খুব
একটা করতে পারে না। জবে বস কাজ দিয়ে বলে বিকালের মধ্যে চাই আমি, কি ভাবে করবেন জানিনা।
কিন্তু বায়ার বা ক্লায়েন্ট যদি এই কথা বলে, তখন Freelancer বলে থাকে, সরি, আমি আপনার
কাজটা এই সময়ের মধ্যে করতে পারব না। জবে তো এই কথা বলা প্রায় অসম্ভব । আর ভাল ব্যবহার,
আনুগত্য সব বিজনেসেই থাকে। Freelancing – ক্লায়েন্টের সম্পর্ক মালিক কর্মচারী নয়। বি টু বি
রিলেশন থাকে।
আরো পড়ুন:
ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে ভিজিটর আনবেন তার সুন্দর সমাধান
আশা করি বুঝতে পারছেন। লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে
ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন
মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার
মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).