Fiverr Pro Seller বলতে কি বোঝায় ?
Fiverr এ সাধারনত এতো বড় বড় বায়াররা সব সময় খুব হাইলি প্রফেশনাল সার্ভিস খুঁজে থাকেন। এসব বায়াররা সাধারণত কোয়ালিটি সার্ভিসের জন্য অনেক বেশি খরচ করতেও রাজি থাকেন। সেইসব বড় বায়ারদের কথা মাথায় রেখেই ফাইভার নতুন একটা ফিচার নিয়ে এসেছে – তা হলো Fiverr Pro ।
সেলারদের মধ্যে যারা হাই কোয়ালিটি সার্ভিস প্রদান করে তাদের থেকে কিছু সেলারের গিগকে ভেরিফাই করে প্রো স্ট্যাটাস দেয়া হচ্ছে। Fiverr Pro স্ট্যাটাস পাওযার মানে হল আপনার সার্ভিস খুবই প্রফেশনাল যেটা কিনা ফাইভারের দ্বারা ভেরিফাইড করা।
Fiverr Pro সেলার নির্বাচন করার ক্ষেত্রে কি কি বিবেচনা করা হয়?
Fiverr Pro সেলার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে সেলারের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, উচ্চশিক্ষা, ইতোমধ্যে সম্পন্ন উল্লেখযোগ্য প্রোজেক্টস ইত্যাদি তথ্য প্রদান করতে হয়। এইসব তথ্য বিবেচনা করে পরবর্তীতে ফাইভার কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি প্রো সেলার হওয়ার জন্য নির্বাচিত হোন।
Fiverr Pro সেলার হওয়ার সুবিধা গুলো কি কি ?
Fiverr Pro সেলাররা যেহেতু ফাইভারের ভেরিফাইড সেলার, তার মানে হল বায়াররা খুব সহজেই আপনার গিগের সার্ভিসের উপর নির্ভর করবে। যেহেতু আপনার প্রো স্ট্যাটাস আছে, তার মানে হল আপনি বাকি সাধারণ সেলারদের থেকে আলাদা, আপনি আপনার গিগে একটু বেশি প্রাইস অ্যাড করলেও যেহেতু বায়াররা দেখছে আপনি ভেরিফাইড সেলার তাই আপনি বেশি প্রাইসেও ভালো পরিমান সেল পাবেন।
আপনার গিগের উপর Fiverr Pro ব্যাজটি দেখাবে যেটা আপনাকে বায়ারের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে। একই সাথে প্রো সেলার হিসেবে আপনাকে একজন ডেডিকেটেড সাকসেস ম্যানেজার দেয়া হবে।
Fiverr Pro কাজে অ্যাপ্লাই করবেন কিভাবে?
Fiverr Pro এ নতুন পুরাতন যে কোনো সেলার অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি এবং অ্যাপ্লিকেশনের
লিঙ্কটি এখানে ক্লিক করলে পাবেন ।
Fiverr Pro এর জন্য কোন মেম্বারশীপ ফি আছে কি ?
কোনো মেম্বারশীপ ফি নেই কিংবা অতিরিক্ত কোনো চার্জ দিতে হয় না। ফাইভারের অন্য সকল সেলারের জন্য যেই ফি, প্রো সেলারদের অর্ডারেও একই হারে চার্জ কাটা হয় অর্থাৎ ২০ শতাংশ।
Fiverr Pro ফিচারটি কোন ক্যাটাগরীতে অ্যাড করা হয়েছে ?
বর্তমানে কিছু খিচু ক্যাটাগরীতে Fiverr Pro চালু করা হয়েছে। এগুলো হল :
Graphic & Design > Logo Design
Digital Marketing > Social Media Marketing
Video & Animation > Whiteboard & Explainer Videos
Writing & Translation > Articles & Blog Posts
পরবর্তীতে ধীরে ধীরে অন্য সকল ক্যাটারীতে প্রো ফিচারটি অ্যাড করা হবে। যদিও এখন হয়তো আপনার ক্যাটাগরীতে প্রো ফিচারটি নেই, তারপরও আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন।
Fiverr Pro অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে কি করা উচিত?
আপনি যদি কনফিডেন্ট হোন যে আপনি Fiverr Pro হওয়ার যোগ্যতা রাখেন এবং অ্যাপ্লাই করার পর রিজেক্ট হোন, তবে পরবর্তীতে চিন্তা ভাবনা করে অ্যাপ্লিকেশন ফর্মটি আবারে ফিল আপ করেন যাতে আপনার যোগ্যতাগুলো আরো সুন্দরভাবে তুলে ধরতে পারেন । রিজেক্ট হলেও বার বার অ্যাপ্লিকেশন করতে পারেন। তাতে কোন সমস্যা হবে না।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
বর্তমান গিগকে কি Fiverr Pro গিগ বানানো সম্ভব ?
Fiverr Pro গিগটি হবে আপনার বর্তমান গিগ থেকে আলাদা। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে আপনি প্রো গিগটি করতে পারবেন। তাই আপনার বর্তমান গিগকে প্রো গিগে কনভার্ট করার কোনো সুযোগ নেই। আপনি যদি ভালো মানের সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনি প্রো সেলার হওয়ার যোগ্যতা রাখেন,
তবে আজই অ্যাপ্লাই করে ফেলেন। Fiverr Pro সেলার নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে করতে পারেন, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেয়ার। আশা করব আমাদের মধ্য থেকে খুব তাড়াতাড়ি অনেকেই প্রো সেলার হতে পারবেন।
পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।