Fiverr সর্ম্পকে কিছু গুরুত্বর্পূণ টিপস কাজের অর্ডার পাওয়া জন্য।

অনলাইনে আয় করার জন্য একটি সুনাম ধন্য সাইট হচ্ছে Fivrr. আপনি Fivrr  Freelancing

সাইটে খুব সহজে কাজ করে আয় করতে পারেন ভালো অংকের টাকা। এ সাইটে কাজ করতে আপনাকে

তেমন পরিশ্রম করতে হয় না।তাই আসুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বর্পূণ টিপস কাজের অর্ডার পাওয়া

জন্য।

Fiverr (ফাইবার) সফলতা পাবেন কিভাবে:

১. প্রথমে আপনার কাজের উপর ভালো স্কিল থাকতে হবে যেন বায়ার যে কাজ দিবে তা আপনি ভাল

ভাবে করে ৫* রেভিউ নিতে পারেন ।

২. অর্ডার পেলে কাজটি ভালোভাবে শেষ করে জমা দিন। কারন অর্ডার পেয়েও লাভ নেই যদি প্রথমেই

কাজে ব্যর্থ হন।

৩. ভালো অর্ডার পাওয়ার জন্য ১-২মাস সময় নিন ভাল ভাবে একটি প্রটফোলিও সাজান তাতে করে

কাজ পেতে সুবিধা হবে।

৪. এবার একটি সুন্দর ৬ ওয়ার্ডের unique একটি নাম ইউজার নেম হিসেবে সিলেক্ট করুন ।

আরো পড়ুন: Fiverr কাজ করার কিছু বেসিক নিয়ম-কানুন জেনে নিন।

৫. টাইটেল আপনার সার্ভিস রিলেটেড একটি কীওয়ার্ড রাখুন ফ্রেন্ডলি একটি টাইটেল সংক্ষেপে দিন।

৬. এবার ট্যাগ প্রথম পেজের গিগ গুলো নিয়ে রিসার্চ করুন সময় দিন দেখুন কোন গিগ গুলো প্রথম পেজে

সে গিগ থেকে আইডিয়া নিয়ে ট্যাগ ব্যবহার করুন।কাজের সুবিধার জন্য।

৬. ডিসক্রিপশন ২০ গিগ দেখুন তারা কিভা‌বে লিখছে আপনি ও তাদের মত লিখুন আইডিয়া নিয়ে, কপি

করবেন না।

আরো পড়ুন:জেনে নিন ফাইভারে কি কি ফ্রি-ল্যান্সিং কাজ আছে।

৭. কাজের মূল্য প্রথম দিকে কম দিবেন তাতে করে কাজ পাবেন।

৮. গিগ রিকুয়ারমেন্ট আপনার সার্ভিস রিলেটেড যা যা প্রয়োজন সব প্রশ্ন আকারে লিখুন

সিরিয়াল করে।

৯. সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় Gig image, এটা যত আকর্ষণীয় করে তুলবেন অর্ডার পাওয়ার সম্ভাবনা

তত বেড়ে যাবে। তাই ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন।

১০.টিপস গুলো যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করেন আশাকরি আগামী ৬ মাস পরে আপনার সাফল্য

শুনতে পারবো আশা রাখি।

আরো পড়ুন:এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামগুলির জন্য কিভাবে আবেদন করবেন।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment